ETV Bharat / city

Moloy Ghatak Brother: সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি ! অভিযোগ মলয় ঘটকের ভাইয়ের

author img

By

Published : Sep 7, 2022, 7:32 PM IST

সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই মলয় ঘটকের পৈতৃক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)৷ এমনই অভিযোগ জানালেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক (Moloy Ghatak Brother)৷

cbi-does-not-show-search-warrant-claims-moloy-ghatak-brother
থাম্বনেইল

আসানসোল, 7 সেপ্টেম্বর: বংশানুক্রমে তিন পুরুষ ধরে ওকালতির ব্যবসা । আর শহরের স্বনামধন্য উকিল পরিবার 'ঘটক বাড়ি'-তে এসে সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি চালিয়ে গেল সিবিআই (CBI)। এমনকী বারবার দেখতে চাওয়া হলেও সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি । এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক (Moloy Ghatak Brother)।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে প্রায় বিকেল সাড়ে চারটা পর্যন্ত আট ঘণ্টা ধরে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি চলে । যদিও ঘটক পরিবারের দাবি, খালি হাতেই ফিরে গিয়েছে সিবিআই ।

বেআইনি কয়লা পাচার কাণ্ডে এ বার রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি চালানো হল (Abhijit Ghatak)। সূত্র থেকে জানা যাচ্ছে, অনুপ মাজি ওরফে লালার ডেরা থেকে, কয়লার টাকা মলয় ঘটকের কাছে গিয়েছে এমন তথ্য পাওয়া গিয়েছিল । আর তারই প্রেক্ষিতে মলয় ঘটকের বাড়িতে এই তল্লাশি চালায় সিবিআই ।

মঙ্গলবার সকালে সিবিআইয়ের একটি বিশেষ দল প্রথমে মলয় ঘটকের চেলিডাঙা এলাকায় পৈত্রিক বাড়িতে যায় । সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তথা মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক । পাশাপাশি আপকার গার্ডেনের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই । আপকার গার্ডেনের এই বাড়িতেই থাকেন মলয় ঘটক । মঙ্গলবার তিনি না থাকলেও তাঁর বাড়িতে মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক ছিলেন । সুদেষ্ণা ঘটক সিবিআই আধিকারিকদের তল্লাশিতে সহযোগিতা করেছেন । দুপুরের পরে আপকার গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই দলটি । কিন্তু চেলিডাঙায় পৈত্রিক বাড়িতে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তল্লাশি চালানো হয় । তল্লাশির পর সিবিআই দলটি বেরিয়ে গেলে মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক জানান ''সারা বাড়িতে সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই । কিন্তু কোথাও কিছু পায়নি । কিছু থাকলে তবে তো পাবে ।" অভিজিৎ ঘটকের আরও দাবি, "সিবিআই তল্লাশি চালালেও কোনও রকমের সার্চ ওয়ারেন্ট তাদের দেখানো হয়নি ।"

সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি ! অভিযোগ মলয় ঘটকের ভাইয়ের

আরও পড়ুন: 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে

অভিজিৎ ঘটক আরও বলেন, "আমরা তিন পুরুষ ধরে ওকালতির ব্যবসা করছি । আমি নিজে রঘুনাথপুর, আসানসোল-সহ বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করি । আমার স্ত্রীও আইনজীবী । আমার দাদু, বাবা সবাই আইনজীবী ছিলেন । আমাদের পেশা নিয়ে জিজ্ঞেস করেছে সিবিআই । কোনও রকমের জোরজুলুম তারা করেনি । সারাদিন ধরে কী তল্লাশি চালিয়েছে তা লিখে আমাদেরকে সই করিয়েছে তারা ।" অভিজিৎ ঘটককে প্রশ্ন করা হয়, একজন আইনজীবী হয়েও আপনি কেন সার্চ ওয়ারেন্ট না দেখে তাদের তল্লাশি চালাতে দিলেন ? জবাবে অভিজিৎ বলেন, "ওঁরা বারবারই বলেছেন দেখাচ্ছি, দেখাচ্ছি । কিন্তু শেষ পর্যন্ত সার্চ ওয়ারেন্ট দেখাননি ।"

অন্যদিকে, মলয় ঘটকের বাড়িতে এই অভিযান নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান । এ দিন সিবিআই মলয় ঘটকের পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়ও স্থানীয় তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন । যদিও অভিজিৎ ঘটকের এক ইশারাতেই সবাই চুপ করে যান ।

আসানসোল, 7 সেপ্টেম্বর: বংশানুক্রমে তিন পুরুষ ধরে ওকালতির ব্যবসা । আর শহরের স্বনামধন্য উকিল পরিবার 'ঘটক বাড়ি'-তে এসে সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি চালিয়ে গেল সিবিআই (CBI)। এমনকী বারবার দেখতে চাওয়া হলেও সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি । এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক (Moloy Ghatak Brother)।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে প্রায় বিকেল সাড়ে চারটা পর্যন্ত আট ঘণ্টা ধরে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি চলে । যদিও ঘটক পরিবারের দাবি, খালি হাতেই ফিরে গিয়েছে সিবিআই ।

বেআইনি কয়লা পাচার কাণ্ডে এ বার রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি চালানো হল (Abhijit Ghatak)। সূত্র থেকে জানা যাচ্ছে, অনুপ মাজি ওরফে লালার ডেরা থেকে, কয়লার টাকা মলয় ঘটকের কাছে গিয়েছে এমন তথ্য পাওয়া গিয়েছিল । আর তারই প্রেক্ষিতে মলয় ঘটকের বাড়িতে এই তল্লাশি চালায় সিবিআই ।

মঙ্গলবার সকালে সিবিআইয়ের একটি বিশেষ দল প্রথমে মলয় ঘটকের চেলিডাঙা এলাকায় পৈত্রিক বাড়িতে যায় । সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তথা মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক । পাশাপাশি আপকার গার্ডেনের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই । আপকার গার্ডেনের এই বাড়িতেই থাকেন মলয় ঘটক । মঙ্গলবার তিনি না থাকলেও তাঁর বাড়িতে মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক ছিলেন । সুদেষ্ণা ঘটক সিবিআই আধিকারিকদের তল্লাশিতে সহযোগিতা করেছেন । দুপুরের পরে আপকার গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই দলটি । কিন্তু চেলিডাঙায় পৈত্রিক বাড়িতে বিকেল সাড়ে চারটে পর্যন্ত তল্লাশি চালানো হয় । তল্লাশির পর সিবিআই দলটি বেরিয়ে গেলে মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক জানান ''সারা বাড়িতে সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই । কিন্তু কোথাও কিছু পায়নি । কিছু থাকলে তবে তো পাবে ।" অভিজিৎ ঘটকের আরও দাবি, "সিবিআই তল্লাশি চালালেও কোনও রকমের সার্চ ওয়ারেন্ট তাদের দেখানো হয়নি ।"

সার্চ ওয়ারেন্ট না দেখিয়েই তল্লাশি ! অভিযোগ মলয় ঘটকের ভাইয়ের

আরও পড়ুন: 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে

অভিজিৎ ঘটক আরও বলেন, "আমরা তিন পুরুষ ধরে ওকালতির ব্যবসা করছি । আমি নিজে রঘুনাথপুর, আসানসোল-সহ বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করি । আমার স্ত্রীও আইনজীবী । আমার দাদু, বাবা সবাই আইনজীবী ছিলেন । আমাদের পেশা নিয়ে জিজ্ঞেস করেছে সিবিআই । কোনও রকমের জোরজুলুম তারা করেনি । সারাদিন ধরে কী তল্লাশি চালিয়েছে তা লিখে আমাদেরকে সই করিয়েছে তারা ।" অভিজিৎ ঘটককে প্রশ্ন করা হয়, একজন আইনজীবী হয়েও আপনি কেন সার্চ ওয়ারেন্ট না দেখে তাদের তল্লাশি চালাতে দিলেন ? জবাবে অভিজিৎ বলেন, "ওঁরা বারবারই বলেছেন দেখাচ্ছি, দেখাচ্ছি । কিন্তু শেষ পর্যন্ত সার্চ ওয়ারেন্ট দেখাননি ।"

অন্যদিকে, মলয় ঘটকের বাড়িতে এই অভিযান নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান । এ দিন সিবিআই মলয় ঘটকের পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়ও স্থানীয় তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন । যদিও অভিজিৎ ঘটকের এক ইশারাতেই সবাই চুপ করে যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.