ETV Bharat / city

Bengal Civic Polls : প্রার্থী না হয়েও আসানসোলের পৌরভোটে চর্চায় জিতেন্দ্র - Asansol Municipal Corporation Election 2022

আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমে ভোট (Asansol Municipal Corporation Election 2022) ৷ বিজেপি প্রার্থী করেনি প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে ৷ কিন্তু আসানসোলের ভোটে জিতেন্দ্রই প্রধান ফ্যাক্টর ৷

bjp leader jitendra tiwari is main factor of asansol election 2022
Bengal Civic Polls : প্রার্থী না হয়েও আসানসোলের পৌরভোটে চর্চায় একমাত্র জিতেন্দ্র
author img

By

Published : Jan 1, 2022, 7:15 PM IST

আসানসোল, 1 জানুয়ারি : তিনি ভোটে টিকিট পাননি, না নিজেই প্রার্থী হননি, তা নিয়ে চর্চা চলছেই ৷ কিন্তু আসানসোল পৌরনিগম ভোটে (Asansol Municipal Corporation Election 2022) তিনিই যে প্রধান ফ্যাক্টর, তা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখেই বোঝা যাচ্ছে (bjp leader jitendra tiwari is main factor of asansol election 2022) ৷ গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় যেমন গুরুত্ব পেয়েছেন জিতেন্দ্র অনুগামীরা, তেমনই তৃণমূল প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠরা ৷ আর তা থেকেই বোঝা যাচ্ছে, সম্ভবত জিতেন্দ্র তেওয়ারি নিজে এই ভোটে বাইরে থেকেই সাংগঠনিক ভাবে লড়াই করবেন ।

আসানসোল পৌরনিগমে জিতেন্দ্র তেওয়ারি মেয়র থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মেয়র পারিষদ পূর্ণশশী রায় । জল বিভাগের মেয়র পারিষদ হয়ে তিনি সমগ্র পৌরনিগম এলাকায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রে মানুষের প্রশংসা পেয়েছেন ৷ তাঁকে এবার প্রার্থী করেনি তৃণমূল ৷ একই ভাবে বাদ পড়েছেন জিতেন্দ্র ঘনিষ্ঠ হিসেবে পরিচিন প্রাক্তন মেয়র পারিষদ মীর হাসিম । এখানে শেষ নয় রবিউল ইসলাম, প্রাক্তন বরো চেয়ারম্যান গুলাম সরোবর-সহ অনেকেই শুধুমাত্র জিতেন্দ্র ঘনিষ্ঠ হওয়ার জন্যই বাদ পড়েছেন বলে অভিযোগ ।

অন্যদিকে উল্টো ছবি বিজেপিতে । বিজেপিতে জিতেন্দ্র তেওয়ারি প্রার্থী না হলেও তাঁর স্ত্রী চৈতালী তেওয়ারি প্রার্থী হয়েছেন । জিতেন্দ্র তেওয়ারির দুই ছায়াসঙ্গী গৌরব গুপ্ত, আদর্শ শর্মা প্রার্থী হয়েছেন । প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তেওয়ারির আরেক সঙ্গী অনুপ চট্টরাজ । এই চারজনই এবার প্রথম ভোটে দাঁড়ালেন । পাশাপাশি প্রার্থী হয়েছেন জিতেন্দ্র ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর দম্পতি অভিজিৎ আচার্য, ইন্দ্রাণী আচার্য, প্রাক্তন কাউন্সিলর অমিত তুলসিয়ান-সহ অনেকেই । অর্থাৎ জিতেন্দ্র তেওয়ারি নিজে প্রার্থী না হলেও তিনি পৌরভোট জুড়ে রয়েছেন আলোচনায়, রাজনৈতিক পর্যালোচনায় ।

আরও পড়ুন : Jitendra Tiwary Name Confusion : জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল প্রার্থী! নাম মাহাত্মে চাঞ্চল্য আসানসোল পৌরভোটে

আসানসোল, 1 জানুয়ারি : তিনি ভোটে টিকিট পাননি, না নিজেই প্রার্থী হননি, তা নিয়ে চর্চা চলছেই ৷ কিন্তু আসানসোল পৌরনিগম ভোটে (Asansol Municipal Corporation Election 2022) তিনিই যে প্রধান ফ্যাক্টর, তা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখেই বোঝা যাচ্ছে (bjp leader jitendra tiwari is main factor of asansol election 2022) ৷ গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় যেমন গুরুত্ব পেয়েছেন জিতেন্দ্র অনুগামীরা, তেমনই তৃণমূল প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠরা ৷ আর তা থেকেই বোঝা যাচ্ছে, সম্ভবত জিতেন্দ্র তেওয়ারি নিজে এই ভোটে বাইরে থেকেই সাংগঠনিক ভাবে লড়াই করবেন ।

আসানসোল পৌরনিগমে জিতেন্দ্র তেওয়ারি মেয়র থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মেয়র পারিষদ পূর্ণশশী রায় । জল বিভাগের মেয়র পারিষদ হয়ে তিনি সমগ্র পৌরনিগম এলাকায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রে মানুষের প্রশংসা পেয়েছেন ৷ তাঁকে এবার প্রার্থী করেনি তৃণমূল ৷ একই ভাবে বাদ পড়েছেন জিতেন্দ্র ঘনিষ্ঠ হিসেবে পরিচিন প্রাক্তন মেয়র পারিষদ মীর হাসিম । এখানে শেষ নয় রবিউল ইসলাম, প্রাক্তন বরো চেয়ারম্যান গুলাম সরোবর-সহ অনেকেই শুধুমাত্র জিতেন্দ্র ঘনিষ্ঠ হওয়ার জন্যই বাদ পড়েছেন বলে অভিযোগ ।

অন্যদিকে উল্টো ছবি বিজেপিতে । বিজেপিতে জিতেন্দ্র তেওয়ারি প্রার্থী না হলেও তাঁর স্ত্রী চৈতালী তেওয়ারি প্রার্থী হয়েছেন । জিতেন্দ্র তেওয়ারির দুই ছায়াসঙ্গী গৌরব গুপ্ত, আদর্শ শর্মা প্রার্থী হয়েছেন । প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তেওয়ারির আরেক সঙ্গী অনুপ চট্টরাজ । এই চারজনই এবার প্রথম ভোটে দাঁড়ালেন । পাশাপাশি প্রার্থী হয়েছেন জিতেন্দ্র ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর দম্পতি অভিজিৎ আচার্য, ইন্দ্রাণী আচার্য, প্রাক্তন কাউন্সিলর অমিত তুলসিয়ান-সহ অনেকেই । অর্থাৎ জিতেন্দ্র তেওয়ারি নিজে প্রার্থী না হলেও তিনি পৌরভোট জুড়ে রয়েছেন আলোচনায়, রাজনৈতিক পর্যালোচনায় ।

আরও পড়ুন : Jitendra Tiwary Name Confusion : জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল প্রার্থী! নাম মাহাত্মে চাঞ্চল্য আসানসোল পৌরভোটে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.