আসানসোল, 8 জানুয়ারি : ‘‘জিতেন্দ্র তিওয়ারি নিজের সব লোককে প্রার্থী করেছে । এমনকি তাঁর গাড়ির চালককেও টিকিট দিয়েছেন । অথচ 10 বছর ধরে যাঁরা দল করছেন, তাঁদের কোনও সম্মান নেই ৷’’
এমনই প্রতিবাদ জানিয়ে বিজেপি ছাড়লেন বিজেপি নেতা বিজয় ঠাকুর (bjp leader attacks jitendra tiwari after joining tmc) । আসানসোল পৌরনিগমের 38 নম্বর ওয়ার্ডে বিজেপির সভাপতি ছিলেন তিনি ৷ শনিবার তিনি প্রায় 200 কর্মী-সমর্থককে নিয়ে এসে জেলা তৃণমূল ভবনে এসে যোগ দেন ।
তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জেলা চেয়ারম্যান উজ্জল চট্টোপাধ্যায় এবং আসানসোল পৌরনিগমের 106টি ওয়ার্ডের আহ্বায়ক ভি শিবদাশন দাশু এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ তাঁরাই বিজয় ঠাকুর ও তাঁর অনুগামীদের তৃণমূলে স্বাগত জানান ৷
এর আগে বিজয় ঠাকুর তৃণমূলেই ছিলেন । কিন্তু পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । এই নিয়ে তাঁর বক্তব্য, ‘‘একসময় তৃণমূলে ছিলাম । তৃণমূল ছেড়েছিলাম এই জিতেন্দ্র তেওয়ারির জন্য । এখন বিজেপি ছাড়ারও কারণ সেই জিতেন্দ্র তেওয়ারি ।’’
বিজেপির প্রতি বিদ্বেষ জানিয়ে বিজয় ঠাকুর বলেন, ‘‘বিজেপি করার জন্য কেস খেয়েছি, মার খেয়েছি, জেল গিয়েছি। বিজেপিতে কর্মীদের কোনও দাম নেই । যাঁর কাছে টাকা আছে, সোর্স আছে, তাঁরই কথা চলে বিজেপিতে । সাধারণ কর্মীদের কোনও সম্মান নেই বিজেপিতে । আর সেই কারণেই বিজেপি ছেড়েছি ।"
আরও পড়ুন : AMC Election 2022 : ভোল বদল বিক্ষুব্ধ তৃণমূল নেতার, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার
অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘‘সবারই ইচ্ছা থাকে কাউন্সিলর হওয়ার । কিন্তু সবাই তো আর প্রার্থী হতে পারেন না । আমি নিজে কিছু করিনি । দল এবং আমাদের জেলা সভাপতি, সবাই মিলে আলোচনা করে প্রার্থী ঠিক করেছেন ৷’’