ETV Bharat / city

AMC Election 2022 : গাড়ির চালককেও প্রার্থী করেছেন জিতেন্দ্র, তৃণমূলে যোগ দিয়ে দাবি বিজেপির প্রাক্তন নেতার

আসানসোল পৌরনিগমের 38 নম্বর ওয়ার্ডে বিজেপির সভাপতি বিজয় ঠাকুর শনিবার তৃণমূলে যোগ দিলেন ৷ তারপর কাঠগড়ায় তুললেন জিতেন্দ্র তিওয়ারিকে (bjp leader attacks jitendra tiwari after joining tmc)৷ তাঁর দাবি, গাড়ির চালককেও প্রার্থী করেছেন জিতেন্দ্র ৷

bjp leader attacks jitendra tiwari before joining tmc
AMC Election 2022 : গাড়ির চালককেও প্রার্থী করেছেন জিতেন্দ্র, তৃণমূলে যোগ দিয়ে দাবি বিজেপির প্রাক্তন নেতার
author img

By

Published : Jan 8, 2022, 6:29 PM IST

আসানসোল, 8 জানুয়ারি : ‘‘জিতেন্দ্র তিওয়ারি নিজের সব লোককে প্রার্থী করেছে । এমনকি তাঁর গাড়ির চালককেও টিকিট দিয়েছেন । অথচ 10 বছর ধরে যাঁরা দল করছেন, তাঁদের কোনও সম্মান নেই ৷’’

এমনই প্রতিবাদ জানিয়ে বিজেপি ছাড়লেন বিজেপি নেতা বিজয় ঠাকুর (bjp leader attacks jitendra tiwari after joining tmc) । আসানসোল পৌরনিগমের 38 নম্বর ওয়ার্ডে বিজেপির সভাপতি ছিলেন তিনি ৷ শনিবার তিনি প্রায় 200 কর্মী-সমর্থককে নিয়ে এসে জেলা তৃণমূল ভবনে এসে যোগ দেন ।

তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জেলা চেয়ারম্যান উজ্জল চট্টোপাধ্যায় এবং আসানসোল পৌরনিগমের 106টি ওয়ার্ডের আহ্বায়ক ভি শিবদাশন দাশু এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ তাঁরাই বিজয় ঠাকুর ও তাঁর অনুগামীদের তৃণমূলে স্বাগত জানান ৷

এর আগে বিজয় ঠাকুর তৃণমূলেই ছিলেন । কিন্তু পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । এই নিয়ে তাঁর বক্তব্য, ‘‘একসময় তৃণমূলে ছিলাম । তৃণমূল ছেড়েছিলাম এই জিতেন্দ্র তেওয়ারির জন্য । এখন বিজেপি ছাড়ারও কারণ সেই জিতেন্দ্র তেওয়ারি ।’’

AMC Election 2022 : গাড়ির চালককেও প্রার্থী করেছেন জিতেন্দ্র, তৃণমূলে যোগ দিয়ে দাবি বিজেপির প্রাক্তন নেতার

বিজেপির প্রতি বিদ্বেষ জানিয়ে বিজয় ঠাকুর বলেন, ‘‘বিজেপি করার জন্য কেস খেয়েছি, মার খেয়েছি, জেল গিয়েছি। বিজেপিতে কর্মীদের কোনও দাম নেই । যাঁর কাছে টাকা আছে, সোর্স আছে, তাঁরই কথা চলে বিজেপিতে । সাধারণ কর্মীদের কোনও সম্মান নেই বিজেপিতে । আর সেই কারণেই বিজেপি ছেড়েছি ।"

আরও পড়ুন : AMC Election 2022 : ভোল বদল বিক্ষুব্ধ তৃণমূল নেতার, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘‘সবারই ইচ্ছা থাকে কাউন্সিলর হওয়ার । কিন্তু সবাই তো আর প্রার্থী হতে পারেন না । আমি নিজে কিছু করিনি । দল এবং আমাদের জেলা সভাপতি, সবাই মিলে আলোচনা করে প্রার্থী ঠিক করেছেন ৷’’

আসানসোল, 8 জানুয়ারি : ‘‘জিতেন্দ্র তিওয়ারি নিজের সব লোককে প্রার্থী করেছে । এমনকি তাঁর গাড়ির চালককেও টিকিট দিয়েছেন । অথচ 10 বছর ধরে যাঁরা দল করছেন, তাঁদের কোনও সম্মান নেই ৷’’

এমনই প্রতিবাদ জানিয়ে বিজেপি ছাড়লেন বিজেপি নেতা বিজয় ঠাকুর (bjp leader attacks jitendra tiwari after joining tmc) । আসানসোল পৌরনিগমের 38 নম্বর ওয়ার্ডে বিজেপির সভাপতি ছিলেন তিনি ৷ শনিবার তিনি প্রায় 200 কর্মী-সমর্থককে নিয়ে এসে জেলা তৃণমূল ভবনে এসে যোগ দেন ।

তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জেলা চেয়ারম্যান উজ্জল চট্টোপাধ্যায় এবং আসানসোল পৌরনিগমের 106টি ওয়ার্ডের আহ্বায়ক ভি শিবদাশন দাশু এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ তাঁরাই বিজয় ঠাকুর ও তাঁর অনুগামীদের তৃণমূলে স্বাগত জানান ৷

এর আগে বিজয় ঠাকুর তৃণমূলেই ছিলেন । কিন্তু পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । এই নিয়ে তাঁর বক্তব্য, ‘‘একসময় তৃণমূলে ছিলাম । তৃণমূল ছেড়েছিলাম এই জিতেন্দ্র তেওয়ারির জন্য । এখন বিজেপি ছাড়ারও কারণ সেই জিতেন্দ্র তেওয়ারি ।’’

AMC Election 2022 : গাড়ির চালককেও প্রার্থী করেছেন জিতেন্দ্র, তৃণমূলে যোগ দিয়ে দাবি বিজেপির প্রাক্তন নেতার

বিজেপির প্রতি বিদ্বেষ জানিয়ে বিজয় ঠাকুর বলেন, ‘‘বিজেপি করার জন্য কেস খেয়েছি, মার খেয়েছি, জেল গিয়েছি। বিজেপিতে কর্মীদের কোনও দাম নেই । যাঁর কাছে টাকা আছে, সোর্স আছে, তাঁরই কথা চলে বিজেপিতে । সাধারণ কর্মীদের কোনও সম্মান নেই বিজেপিতে । আর সেই কারণেই বিজেপি ছেড়েছি ।"

আরও পড়ুন : AMC Election 2022 : ভোল বদল বিক্ষুব্ধ তৃণমূল নেতার, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘‘সবারই ইচ্ছা থাকে কাউন্সিলর হওয়ার । কিন্তু সবাই তো আর প্রার্থী হতে পারেন না । আমি নিজে কিছু করিনি । দল এবং আমাদের জেলা সভাপতি, সবাই মিলে আলোচনা করে প্রার্থী ঠিক করেছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.