ETV Bharat / city

বাংলায় বিজেপির সরকার কীভাবে ফেরাবে সুশাসন, ব্যাখ্যা দিলেন মোদি - Mamata Banerjee

আসানসোলে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী মোদি ৷ ওই সভা থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করলেন তিনি ৷

বাংলায় বিজেপির সরকার কীভাবে ফেরাবে সুশাসন, ব্যাখ্যা দিলেন মোদি
বাংলায় বিজেপির সরকার কীভাবে ফেরাবে সুশাসন, ব্যাখ্যা দিলেন মোদি
author img

By

Published : Apr 17, 2021, 2:36 PM IST

আসানসোল, 17 এপ্রিল : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরাজকতা তৈরি হয়েছে ৷ এমন অভিযোগ বহুবার শোনা গিয়েছে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার মুখে ৷ পাশাপাশি তাঁরা দাবি করেন যে বাংলায় বিজেপির সরকার এলে সুশাসন প্রতিষ্ঠা হবে ৷

কিন্তু কীভাবে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে, সেই কথাই শনিবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে ৷ এদিন তিনি হাজির হয়েছিলেন আসানসোলে দলের নির্বাচনী জনসভায় ৷ ওই সভা থেকে তিনি এই প্রসঙ্গে ব্যাখ্যা দেন ৷

মোদি জানান, বিজেপি সরকারে এলে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে ৷ আর বিজেপি কার্যকর্তারা মানুষের পাশে সবসময় থাকবে ৷ এর মধ্যে যারা খেলার চেষ্টা করবে ৷ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : মৃতদেহ নিয়ে রাজনীতি মমতার বহুদিনের অভ্যাস, শীতলকুচি নিয়ে কটাক্ষ মোদির

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেন মোদি ৷ তিনি জানান, উন্নয়নের রাস্তায় মমতা বাধা হয়ে দাঁড়িয়েছেন ৷ কেন্দ্রীয় প্রকল্প ও আইনের বিরোধিতা করেছেন ৷ মমতা যে প্রকল্প আটকে দিয়েছেন, সেই প্রকল্পগুলির সুবিধা বিজেপির সরকার এলে সঙ্গে সঙ্গে দেওয়া হবে ৷

বাংলায় যে কয়লা-বালি পাচারের ঘটনা ঘটছে, তা নিয়ে অভিযোগ করেছেন মোদি ৷ আসানসোল থেকে বাঁকুড়ার সীমানা পর্যন্ত কয়লাপাচার ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন ৷

আর মমতাকে কড়া ভাষায় আক্রমণ করে মোদি দাবি করেন, মমতার চোখে অহঙ্কারের পর্দা রয়েছে ৷ মমতার রাজনীতি প্রতিশোধের ভয়ঙ্কর সীমা পার করে গিয়েছে ৷ কেন তিনি এই দাবি করলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য, পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ বিজেপির অনেক কার্যকর্তার প্রাণ গিয়েছে ৷ তাঁর দাবি, মমতা এবার ভোটে ছাপ্পা ভোট দিতে পারছে না বলে খুব বিচলিত হয়ে পড়েছেন ৷

আরও পড়ুন : করোনা নিয়ে ডাকা বৈঠকে যোগ দেননি মমতা, অভিযোগ মোদির

একই সঙ্গে কয়েক বছর আগে আসানসোল-রানিগঞ্জে রামনবমীর সময় যে হিংসার ঘটনা ঘটেছিল, এদিন সেই প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের জন্যই এই ঘটনা ঘটেছে ৷

আসানসোল, 17 এপ্রিল : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরাজকতা তৈরি হয়েছে ৷ এমন অভিযোগ বহুবার শোনা গিয়েছে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার মুখে ৷ পাশাপাশি তাঁরা দাবি করেন যে বাংলায় বিজেপির সরকার এলে সুশাসন প্রতিষ্ঠা হবে ৷

কিন্তু কীভাবে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে, সেই কথাই শনিবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে ৷ এদিন তিনি হাজির হয়েছিলেন আসানসোলে দলের নির্বাচনী জনসভায় ৷ ওই সভা থেকে তিনি এই প্রসঙ্গে ব্যাখ্যা দেন ৷

মোদি জানান, বিজেপি সরকারে এলে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে ৷ আর বিজেপি কার্যকর্তারা মানুষের পাশে সবসময় থাকবে ৷ এর মধ্যে যারা খেলার চেষ্টা করবে ৷ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন : মৃতদেহ নিয়ে রাজনীতি মমতার বহুদিনের অভ্যাস, শীতলকুচি নিয়ে কটাক্ষ মোদির

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেন মোদি ৷ তিনি জানান, উন্নয়নের রাস্তায় মমতা বাধা হয়ে দাঁড়িয়েছেন ৷ কেন্দ্রীয় প্রকল্প ও আইনের বিরোধিতা করেছেন ৷ মমতা যে প্রকল্প আটকে দিয়েছেন, সেই প্রকল্পগুলির সুবিধা বিজেপির সরকার এলে সঙ্গে সঙ্গে দেওয়া হবে ৷

বাংলায় যে কয়লা-বালি পাচারের ঘটনা ঘটছে, তা নিয়ে অভিযোগ করেছেন মোদি ৷ আসানসোল থেকে বাঁকুড়ার সীমানা পর্যন্ত কয়লাপাচার ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন ৷

আর মমতাকে কড়া ভাষায় আক্রমণ করে মোদি দাবি করেন, মমতার চোখে অহঙ্কারের পর্দা রয়েছে ৷ মমতার রাজনীতি প্রতিশোধের ভয়ঙ্কর সীমা পার করে গিয়েছে ৷ কেন তিনি এই দাবি করলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য, পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ বিজেপির অনেক কার্যকর্তার প্রাণ গিয়েছে ৷ তাঁর দাবি, মমতা এবার ভোটে ছাপ্পা ভোট দিতে পারছে না বলে খুব বিচলিত হয়ে পড়েছেন ৷

আরও পড়ুন : করোনা নিয়ে ডাকা বৈঠকে যোগ দেননি মমতা, অভিযোগ মোদির

একই সঙ্গে কয়েক বছর আগে আসানসোল-রানিগঞ্জে রামনবমীর সময় যে হিংসার ঘটনা ঘটেছিল, এদিন সেই প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, তৃণমূলের জন্যই এই ঘটনা ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.