ETV Bharat / city

Illegal Arms Factory : হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত

author img

By

Published : Oct 26, 2021, 4:00 PM IST

আসানসোলে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মামলায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ মূল অভিযুক্ত জাভেদ মহম্মদ হোসেনকে হীরাপুর থেকেই গ্রেফতার করা হয়েছে ৷

Asansol Police Arrest Main Accuesd in Heerapur Illegal Arms Factory Case
হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত

আসানসোল, 26 অক্টোবর : সোমবার আসানসোলের হীরাপুরের নয়াবস্তিতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ ৷ সেই ঘটনায় গতকাল রাতেই মূল অভিযুক্ত মহম্মদ জাভেদ হোসেনকে গ্রেফতার করল পুলিশ ৷ হীরাপুরেই সে আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ বেআইনি ওই অস্ত্র কারখানা থেকে গতকাল এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ কিন্তু, অস্ত্র কারখানায় পুলিশি অভিযানের খবর পেয়ে লুকিয়ে পড়েছিল জাভেদ হোসেন ৷

প্রসঙ্গত, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা নয়াবস্তির ওই বাড়িতে হানা দেয় ৷ বাড়ির মধ্যে একটি বাঙ্কার তৈরি করেছিল জাভেদ ৷ সেখানেই চলত বেআইনি অস্ত্র তৈরির কাজ ৷ গতকাল ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মহম্মদ ফিরোজ, মহম্মদ তনবীর এবং ফরজানা খাতুনকে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে খবর ফরজানা মূল অভিযুক্ত জাভেদের স্ত্রী ৷

আরও পড়ুন : Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই

গত মাসে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় এক মোটরবাইক আরোহীর কাছে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র আটক করেছিল পুলিশ । তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশ থেকে আরও দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ । তার পরেই ডিসেরগড়ে একটি নির্মীয়মাণ বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ ৷ একইভাবে সেখানেও মাটির নিচে বাঙ্কার তৈরি করে বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছিল ৷ এই দুই বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়ার পর, পুলিশ আরও তৎপর হয়ে তদন্ত শুরু করেছে ৷ মনে করা হচ্ছে, আসানসোল-দুর্গাপুর এলাকায় এমন আরও অনেক বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলতে পারে ৷

হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত

আসানসোল, 26 অক্টোবর : সোমবার আসানসোলের হীরাপুরের নয়াবস্তিতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল পুলিশ ৷ সেই ঘটনায় গতকাল রাতেই মূল অভিযুক্ত মহম্মদ জাভেদ হোসেনকে গ্রেফতার করল পুলিশ ৷ হীরাপুরেই সে আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ বেআইনি ওই অস্ত্র কারখানা থেকে গতকাল এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ কিন্তু, অস্ত্র কারখানায় পুলিশি অভিযানের খবর পেয়ে লুকিয়ে পড়েছিল জাভেদ হোসেন ৷

প্রসঙ্গত, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা নয়াবস্তির ওই বাড়িতে হানা দেয় ৷ বাড়ির মধ্যে একটি বাঙ্কার তৈরি করেছিল জাভেদ ৷ সেখানেই চলত বেআইনি অস্ত্র তৈরির কাজ ৷ গতকাল ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মহম্মদ ফিরোজ, মহম্মদ তনবীর এবং ফরজানা খাতুনকে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে খবর ফরজানা মূল অভিযুক্ত জাভেদের স্ত্রী ৷

আরও পড়ুন : Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই

গত মাসে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় এক মোটরবাইক আরোহীর কাছে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র আটক করেছিল পুলিশ । তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশ থেকে আরও দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ । তার পরেই ডিসেরগড়ে একটি নির্মীয়মাণ বাড়িতে অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ ৷ একইভাবে সেখানেও মাটির নিচে বাঙ্কার তৈরি করে বেআইনি অস্ত্র কারখানা গড়ে উঠেছিল ৷ এই দুই বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়ার পর, পুলিশ আরও তৎপর হয়ে তদন্ত শুরু করেছে ৷ মনে করা হচ্ছে, আসানসোল-দুর্গাপুর এলাকায় এমন আরও অনেক বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলতে পারে ৷

হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.