ETV Bharat / city

Kaji Nazrul University exam postponed: অবশেষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

অবশেষে স্থগিত হয়ে গেল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা (Kaji Nazrul University exam postponed)৷ আজ থেকে ষষ্ঠ, অষ্টম ও দশম সেমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৷

Asansol: exam postponed in Kaji Nazrul University
অবশেষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত
author img

By

Published : May 23, 2022, 11:00 AM IST

আসানসোল, 23 মে: শেষ পর্যন্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হল (Kaji Nazrul University exam postponed)। ছাত্রছাত্রীদের আন্দোলনে আপাতত স্থগিত করা হল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ষষ্ঠ, অষ্টম ও দশম সেমেস্টারের পরীক্ষা ।

30 জুনের পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নোটিশ জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার চৈতালী দত্ত । তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পরীক্ষা স্থগিত করায় স্পষ্ট হচ্ছে যে, তারা চাইছে না অনলাইন পরীক্ষা । প্রয়োজনে ছাত্রছাত্রীদের সময় দিয়ে আগামী দিনে অফলাইন পরীক্ষার পথেই হাঁটতে চাইবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (exam postponed in Kaji Nazrul University)।

আজ থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ষষ্ঠ, অষ্টম ও দশম সেমেস্টারের পরীক্ষা ছিল । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষার নোটিশ জারি করেছিল । আর তাতেই আপত্তি ছিল ছাত্রছাত্রীদের । তারা চেয়েছিল অনলাইন পরীক্ষা । ছাত্রছাত্রীদের দাবি ছিল, অফলাইন ক্লাস হয়নি । অনলাইন ক্লাসেও সিলেবাস শেষ হয়নি । তাই পরীক্ষা অনলাইনেই নিতে হবে । এই দাবিতেই আন্দোলন শুরু হয় । শুক্রবার রাতে আরও তীব্র হয় আন্দোলন ৷ ছাত্রছাত্রীরা অনশনে বসেন ।

আরও পড়ুন: Hunger Strike for Online Exam : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক করে । সেখানেই সিদ্ধান্ত হয়, পরীক্ষা আপাতত স্থগিত করা হল । পাশাপাশি সব কলেজকে নির্দেশ দেওয়া হয়, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে । পরীক্ষা কবে করা যায়, সে ব্যাপারে 30 জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে । তবে আগামী দিনেও অফলাইনের পথেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাঁটবে, পরীক্ষা স্থগিত করে ছাত্রছাত্রীদের যেন তারা সেই বার্তাই দিল । নইলে অনলাইন পরীক্ষার দাবি মেনে নিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Asansol news)।

আসানসোল, 23 মে: শেষ পর্যন্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হল (Kaji Nazrul University exam postponed)। ছাত্রছাত্রীদের আন্দোলনে আপাতত স্থগিত করা হল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ষষ্ঠ, অষ্টম ও দশম সেমেস্টারের পরীক্ষা ।

30 জুনের পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নোটিশ জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার চৈতালী দত্ত । তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পরীক্ষা স্থগিত করায় স্পষ্ট হচ্ছে যে, তারা চাইছে না অনলাইন পরীক্ষা । প্রয়োজনে ছাত্রছাত্রীদের সময় দিয়ে আগামী দিনে অফলাইন পরীক্ষার পথেই হাঁটতে চাইবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (exam postponed in Kaji Nazrul University)।

আজ থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ষষ্ঠ, অষ্টম ও দশম সেমেস্টারের পরীক্ষা ছিল । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষার নোটিশ জারি করেছিল । আর তাতেই আপত্তি ছিল ছাত্রছাত্রীদের । তারা চেয়েছিল অনলাইন পরীক্ষা । ছাত্রছাত্রীদের দাবি ছিল, অফলাইন ক্লাস হয়নি । অনলাইন ক্লাসেও সিলেবাস শেষ হয়নি । তাই পরীক্ষা অনলাইনেই নিতে হবে । এই দাবিতেই আন্দোলন শুরু হয় । শুক্রবার রাতে আরও তীব্র হয় আন্দোলন ৷ ছাত্রছাত্রীরা অনশনে বসেন ।

আরও পড়ুন: Hunger Strike for Online Exam : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক করে । সেখানেই সিদ্ধান্ত হয়, পরীক্ষা আপাতত স্থগিত করা হল । পাশাপাশি সব কলেজকে নির্দেশ দেওয়া হয়, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে । পরীক্ষা কবে করা যায়, সে ব্যাপারে 30 জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে । তবে আগামী দিনেও অফলাইনের পথেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাঁটবে, পরীক্ষা স্থগিত করে ছাত্রছাত্রীদের যেন তারা সেই বার্তাই দিল । নইলে অনলাইন পরীক্ষার দাবি মেনে নিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Asansol news)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.