রাধানগর, 4 অক্টোবর: আসানসোলে ইন্দোনেশিয়া? আসানসোলের রাধানগর অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো । মণ্ডপ তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার একটি মন্দিরের আদলে৷
পুজো উদ্যোক্তারা বলেন, এই প্রাচীন মন্দিরটি নষ্ট হয়ে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে । বর্তমানে মন্দিরের কিছু অংশ অবশিষ্ট আছে, সেই আদলেই এই মণ্ডপ তৈরি করা হয়েছে ৷
আসানসোলে যে সমস্ত পুজো হচ্ছে, তার মধ্যে উচ্চতম মণ্ডপ এটি । শুধু তাই নয় এবছর পূজোতে ভিলেন হয়েছে বৃষ্টি ৷ সেই কারণে এমন সমস্ত জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে যাতে বৃষ্টি এলেই মণ্ডপের কোনও ক্ষতি না হয় । প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান । এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হচ্ছে মণ্ডপে ৷