ETV Bharat / city

সদ্যোজাতের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জেলা হাসপাতালের বিরুদ্ধে - zela hospital

সদ্যোজাতর মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ ৷ আসানসোল জেলা হাসপাতালে 17 অগাস্ট সিজ়ার করে এক মহিলা পুত্র সন্তানের জন্ম দেন ৷ জন্ম দেওয়ার চারদিনের মাথায় শিশুটির মৃত্যু হয়৷

child dead in asansol
সদ্যোজাতের মৃত্যুতে চিকিত্সায় গাফিলতির অভিযোগ
author img

By

Published : Aug 20, 2020, 10:29 PM IST

আসানসোল, 20 অগাস্ট : সদ্যোজাতর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আসানসোল জেলা হাসপাতালের বিরুদ্ধে । পরিবারের অভিযোগ, আসানসোল জেলা হাসপাতালে প্রসূতি ও শিশুপুত্র চিকিৎসাধীন থাকলেও শিশুটিকে ঠিকঠাকভাবে যত্ন নেওয়া হয়নি। সেই কারণেই মৃত্যু হয় ওই শিশুর ৷

গত 16 অগাস্ট প্রসব যন্ত্রনা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি হন আসানসোলের ডামরার বাসিন্দা শিপ্রা খাঁ । 17 অগাস্ট সিজ়ার করে তাঁর এক পুত্র সন্তান হয়। তারপর থেকে প্রসূতি মা ও শিশু হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। প্রসূতির মা বনশ্রী সাধু জানান,"গতকাল হাসপাতালে এসে শুনতে পাই শিশুটির সুগার লেভেল অনেক কমে গিয়েছে । কারণ হিসেবে জানানো হয়, মাতৃদুগ্ধ পান করার কারণে এমনটা ঘটতে পারে। তড়িঘড়ি শিশুকে SNCU ইউনিটে পাঠানো হয়। আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটির অবস্থা খুব খারাপ। পরে তার মৃত্যু হয়।"

সদ্যোজাতের মৃত্যুতে চিকিতসায় গাফিলতির অভিযোগ

শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চলে আসে প্রসূতির বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা। তারা মৃত্যুর কারণের তদন্ত না হলে মৃতদেহ নিতে অস্বীকার করে। শিশুর বাবা সিন্টু খাঁ জানান, চিকিৎসক কোনও রিপোর্ট দিচ্ছেন না। কী কারণে আমার শিশুর মৃত্যু হল তা স্পষ্ট ভাবে জানাতে হবে। গাফিলতিতেই আমার শিশুকে আমি হারালাম। আগে যদি আমাদের বলত, তাহলে আমরা অন্য কোথাও নিয়ে যেতে পারতাম। আমি দোষী চিকিৎসকের শাস্তি চাই।”

ঘটনার খবর পেয়ে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ তদন্তের আশ্বাস দিলে তবেই মৃতদেহ নিতে রাজি হয় প্রসূতির পরিবার।

আসানসোল, 20 অগাস্ট : সদ্যোজাতর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আসানসোল জেলা হাসপাতালের বিরুদ্ধে । পরিবারের অভিযোগ, আসানসোল জেলা হাসপাতালে প্রসূতি ও শিশুপুত্র চিকিৎসাধীন থাকলেও শিশুটিকে ঠিকঠাকভাবে যত্ন নেওয়া হয়নি। সেই কারণেই মৃত্যু হয় ওই শিশুর ৷

গত 16 অগাস্ট প্রসব যন্ত্রনা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি হন আসানসোলের ডামরার বাসিন্দা শিপ্রা খাঁ । 17 অগাস্ট সিজ়ার করে তাঁর এক পুত্র সন্তান হয়। তারপর থেকে প্রসূতি মা ও শিশু হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। প্রসূতির মা বনশ্রী সাধু জানান,"গতকাল হাসপাতালে এসে শুনতে পাই শিশুটির সুগার লেভেল অনেক কমে গিয়েছে । কারণ হিসেবে জানানো হয়, মাতৃদুগ্ধ পান করার কারণে এমনটা ঘটতে পারে। তড়িঘড়ি শিশুকে SNCU ইউনিটে পাঠানো হয়। আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটির অবস্থা খুব খারাপ। পরে তার মৃত্যু হয়।"

সদ্যোজাতের মৃত্যুতে চিকিতসায় গাফিলতির অভিযোগ

শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চলে আসে প্রসূতির বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা। তারা মৃত্যুর কারণের তদন্ত না হলে মৃতদেহ নিতে অস্বীকার করে। শিশুর বাবা সিন্টু খাঁ জানান, চিকিৎসক কোনও রিপোর্ট দিচ্ছেন না। কী কারণে আমার শিশুর মৃত্যু হল তা স্পষ্ট ভাবে জানাতে হবে। গাফিলতিতেই আমার শিশুকে আমি হারালাম। আগে যদি আমাদের বলত, তাহলে আমরা অন্য কোথাও নিয়ে যেতে পারতাম। আমি দোষী চিকিৎসকের শাস্তি চাই।”

ঘটনার খবর পেয়ে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ তদন্তের আশ্বাস দিলে তবেই মৃতদেহ নিতে রাজি হয় প্রসূতির পরিবার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.