ETV Bharat / city

Asansol Bye Poll : ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে আসানসোল উপনির্বাচনের প্রচার শুরু বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার - BJP Candidate Agnimitra Paul Starts Her Campaign

আসানসোল লোকসভার উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (BJP Candidate Agnimitra Paul Starts Her Campaign) ৷ ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে এদিন প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী ৷ পাশাপাশি নিজের জয় সম্পর্কে আশাবাদী তিনি ৷

Asansol By Election BJP Candidate Agnimitra Paul Starts Her Campaign
Asansol By Election BJP Candidate Agnimitra Paul Starts Her Campaign
author img

By

Published : Mar 20, 2022, 5:25 PM IST

আসানসোল, 20 মার্চ : আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol Bye Poll) প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ রবিবার ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন (BJP Candidate Agnimitra Paul Starts Her Campaign) ৷ অগ্নিমিত্রা রবিবার দুপুরে ঢাকঢোল বাজিয়ে আসানসোলের বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে ঘাগরবুড়ি মন্দিরে আসেন পুজো দিতে । সেখানে পুজো দেওয়ার পাশাপাশি নিজের জয় সম্পর্কে নিশ্চিত বার্তা দিয়ে গেলেন অগ্নিমিত্রা ৷

বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমি আসানসোলের মেয়ে ৷ আমার বাবা এখানকার 50 বছরের বেশি সময় পুরনো ডাক্তার ৷ গত এক বছর ধরে আমি আসানসোলের মানুষের পাশে আছি ৷ সেখানে একজন বহিরাগত কাউকে নিয়ে এলে আসানসোলের মানুষকে তাঁকে কি করে গ্রহণ করবে ? মুখ্যমন্ত্রীর বয়স বাড়ছে তাই কখন কী বলেন, নিজে জানেন না ৷ উনি আমাদের বিজেপি নেতৃত্বদের বহিরাগত বললেন ৷ আর নিজে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে প্রচার করে এলেন ৷’’

ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে আসানসোল উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

আরও পড়ুন : Agnimitra Paul on BJP : বঙ্গে পদ্মফুল নড়বড়ে, স্বীকার অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‘আমি জিতছি ৷ আগামী দিনে আসানসোলের সমস্ত সমস্যার কথা আমি লোকসভায় গিয়ে তুলব ৷’’ এ দিন অগ্নিমিত্রা পলের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘শত্রুঘ্ন সিনহার আসানসোল চিনতেই দু’বছর সময় লাগবে ৷ অথচ অগ্নিমিত্রা পলকে বলে দিতে হবে না কোনটা ঘাগরবুড়ি মন্দির, কোনটা কল্যাণেশ্বরী মন্দির ৷ আসানসোলের বঞ্চনার কথা যিনি কেন্দ্রে তুলতে পারবেন, তাঁকে আসানসোলের মানুষ নির্বাচিত করবে ৷ অগ্নিমিত্রা পল সে দিক দিয়ে শত্রুঘ্ন সিনহার চেয়ে অনেক এগিয়ে ৷’’

আরও পড়ুন : Slogan Debate On Foot Bridge Inauguration: ফুটব্রিজের উদ্বোধনে জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান ঘিরে বিতর্ক

একদিকে বিজেপির ঢাকঢোল পিটিয়ে প্রচার শুরু, অন্যদিকে রবিবারই আসানসোল আসছেন শত্রুঘ্ন সিনহা ৷ সোমবার তিনি মনোনয়ন জমা দেবেন ৷ আসানসোলের উপনির্বাচনে ভোটের প্রচারে কাঠি পড়তেই প্রচারের ময়দানে লড়াই জমে উঠেছে ৷

আসানসোল, 20 মার্চ : আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol Bye Poll) প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ রবিবার ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন (BJP Candidate Agnimitra Paul Starts Her Campaign) ৷ অগ্নিমিত্রা রবিবার দুপুরে ঢাকঢোল বাজিয়ে আসানসোলের বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে ঘাগরবুড়ি মন্দিরে আসেন পুজো দিতে । সেখানে পুজো দেওয়ার পাশাপাশি নিজের জয় সম্পর্কে নিশ্চিত বার্তা দিয়ে গেলেন অগ্নিমিত্রা ৷

বিজেপি প্রার্থী বলেন, ‘‘আমি আসানসোলের মেয়ে ৷ আমার বাবা এখানকার 50 বছরের বেশি সময় পুরনো ডাক্তার ৷ গত এক বছর ধরে আমি আসানসোলের মানুষের পাশে আছি ৷ সেখানে একজন বহিরাগত কাউকে নিয়ে এলে আসানসোলের মানুষকে তাঁকে কি করে গ্রহণ করবে ? মুখ্যমন্ত্রীর বয়স বাড়ছে তাই কখন কী বলেন, নিজে জানেন না ৷ উনি আমাদের বিজেপি নেতৃত্বদের বহিরাগত বললেন ৷ আর নিজে গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে প্রচার করে এলেন ৷’’

ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে আসানসোল উপনির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

আরও পড়ুন : Agnimitra Paul on BJP : বঙ্গে পদ্মফুল নড়বড়ে, স্বীকার অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‘আমি জিতছি ৷ আগামী দিনে আসানসোলের সমস্ত সমস্যার কথা আমি লোকসভায় গিয়ে তুলব ৷’’ এ দিন অগ্নিমিত্রা পলের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘শত্রুঘ্ন সিনহার আসানসোল চিনতেই দু’বছর সময় লাগবে ৷ অথচ অগ্নিমিত্রা পলকে বলে দিতে হবে না কোনটা ঘাগরবুড়ি মন্দির, কোনটা কল্যাণেশ্বরী মন্দির ৷ আসানসোলের বঞ্চনার কথা যিনি কেন্দ্রে তুলতে পারবেন, তাঁকে আসানসোলের মানুষ নির্বাচিত করবে ৷ অগ্নিমিত্রা পল সে দিক দিয়ে শত্রুঘ্ন সিনহার চেয়ে অনেক এগিয়ে ৷’’

আরও পড়ুন : Slogan Debate On Foot Bridge Inauguration: ফুটব্রিজের উদ্বোধনে জয় শ্রীরাম, জয় বাংলা স্লোগান ঘিরে বিতর্ক

একদিকে বিজেপির ঢাকঢোল পিটিয়ে প্রচার শুরু, অন্যদিকে রবিবারই আসানসোল আসছেন শত্রুঘ্ন সিনহা ৷ সোমবার তিনি মনোনয়ন জমা দেবেন ৷ আসানসোলের উপনির্বাচনে ভোটের প্রচারে কাঠি পড়তেই প্রচারের ময়দানে লড়াই জমে উঠেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.