ETV Bharat / city

Anubrata Mondal: 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ, আদালতে পেশ অনুব্রতকে - গরুপাচার মামলা

গত 11 অগস্ট গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই (CBI) গ্রেফতার করে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ তার পর 14 দিন সিবিআই হেফাজতে ছিলেন তিনি ৷ সেই মেয়াদ শেষ হতে তাঁকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত ৷ আজ সেই মেয়াদ শেষ হচ্ছে ৷

anubrata-mondal-produced-before-asansol-special-cbi-court-after-14-days-in-jail
Anubrata Mondal: 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ, আদালতে পেশ অনুব্রতকে
author img

By

Published : Sep 7, 2022, 1:08 PM IST

Updated : Sep 7, 2022, 1:35 PM IST

আসানসোল, 7 সেপ্টেম্বর : 14 দিনের বিচারবিভাগীয় হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে (Asansol Special CBI Court) তোলা হল । একদিকে যখন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Malay Ghatak) বাড়িতে সিবিআই হানা, তখন আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই (CBI) আদালতে তোলা হল ।

anubrata-mondal-produced-before-asansol-special-cbi-court-after-14-days-in-jail
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

মঙ্গলবারই তাঁকে জেরা করা হয়েছিল সিবিআই । তাতে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনুব্রত মণ্ডল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি গত কয়েকদিন ধরে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, সেসব তথ্য আজ কোর্টে পেশ করবে সিবিআই । অন্যদিকে অনুব্রতর জামিনের আবেদনেরও বিরোধিতা করবে সিবিআইয়ের আইনজীবী ।

গত 11 অগস্ট গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে । সেইদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । এরপর পরপর দু’বারে অনুব্রত মণ্ডলকে মোট 14 দিন সিবিআই হেফাজতে দেয় আদালত । তারপর গত 24 অগস্ট আসানসোল সিবিআই আদালতে তোলা হলে তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ, আদালতে পেশ অনুব্রতকে

সেই মেয়াদ শেষে বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে । এখন দেখার আজকের শুনানিতে কী হয় !

আরও পড়ুন : আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

আসানসোল, 7 সেপ্টেম্বর : 14 দিনের বিচারবিভাগীয় হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে (Asansol Special CBI Court) তোলা হল । একদিকে যখন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Malay Ghatak) বাড়িতে সিবিআই হানা, তখন আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই (CBI) আদালতে তোলা হল ।

anubrata-mondal-produced-before-asansol-special-cbi-court-after-14-days-in-jail
আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল

মঙ্গলবারই তাঁকে জেরা করা হয়েছিল সিবিআই । তাতে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনুব্রত মণ্ডল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি গত কয়েকদিন ধরে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, সেসব তথ্য আজ কোর্টে পেশ করবে সিবিআই । অন্যদিকে অনুব্রতর জামিনের আবেদনেরও বিরোধিতা করবে সিবিআইয়ের আইনজীবী ।

গত 11 অগস্ট গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে । সেইদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । এরপর পরপর দু’বারে অনুব্রত মণ্ডলকে মোট 14 দিন সিবিআই হেফাজতে দেয় আদালত । তারপর গত 24 অগস্ট আসানসোল সিবিআই আদালতে তোলা হলে তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ, আদালতে পেশ অনুব্রতকে

সেই মেয়াদ শেষে বুধবার ফের আসানসোল সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে । এখন দেখার আজকের শুনানিতে কী হয় !

আরও পড়ুন : আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

Last Updated : Sep 7, 2022, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.