ETV Bharat / city

Over Loaded Dumper Hits Shops : নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে ডাম্পার, হতাহত না হলেও বিপুল ক্ষতি - নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে ওভার লোডেড ডাম্পার

আসানসোলের বারাবনিতে ভোরবেলা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় দু’টি দোকানে ঢুকে পড়ে (An Over Loaded Dumper Hits Shops in Asansol) ৷ ঘটনায় একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান এবং বৈদ্যুতিন সামগ্রী মেরামতির দোকানের ক্ষতি হয়েছে বলে অভিযোগ ৷

An Over Loaded Dumper Hits Shops in Asansol
An Over Loaded Dumper Hits Shops in Asansol
author img

By

Published : May 6, 2022, 12:19 PM IST

আসানসোল, 6 মে : বারাবনি থানার পাঁচগাঁছিয়া অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি ডাম্পার (An Over Loaded Dumper Hits Shops in Asansol) ৷ শুক্রবার ভোরের এই দুর্ঘটনায় দু’টি দোকানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ যদিও হতাহতের কোনও খবর নেই ৷ স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে সবসময় পাথরবোঝাই ওভার লোডেড ডাম্পার দ্রুতগতিতে চলাচল করে ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে বিকট শব্দ শুনে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় ৷ তাঁরা দেখেন একটি পাথর বোঝাই ডাম্পার রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি দোকানে ঢুকে পড়েছে ৷ ওই দু’টি দোকানের মধ্যে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান ছিল ৷ দোকানের মালিক সুহান সাউ জানান, তাঁর ইলেকট্রনিক্সের দোকান ৷ টিভি, ফ্রিজ, এসি, মোবাইল এইসব বিক্রি করেন ৷ সম্পূর্ণ দোকান ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ তাঁর আরও দাবি, কমপক্ষে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷

ওই দোকানের পাশেই ফ্যান-সহ অন্যান্য বৈদ্যুতিন জিনিসপত্র মেরামতি কাজ করেন সন্দীপ কর্মকার ৷ তাঁর দোকানেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সন্দীপবাবু ৷ তিনি জানিয়েছেন, গরমকাল হওয়ায় বহু গ্রাহক ফ্যান সারাই করার জন্য তাঁর দোকানে দিয়ে গিয়েছিল ৷ সেই সব নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ তাঁর ৷ তাঁকেই সেই ক্ষতিপূরণ ভরতে হবে বলে দাবি করেন সন্দীপ কর্মকার ৷

আরও পড়ুন : Saltlake Road Accident : সল্টলেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি ; গুরুতর আহত চালক

এই দুর্ঘটনার পর চালক ও খালাসি গাড়ির মধ্যেই আটকে পড়েছিলেন ৷ পুলিশ এসে তাঁদের উদ্ধার করে ৷ দু’জনেরই অল্পবিস্তর চোট লেগেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ তবে, রাস্তা খারাপ ও নিয়ন্ত্রণহীন গাড়ি চলাচলের জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷

আসানসোল, 6 মে : বারাবনি থানার পাঁচগাঁছিয়া অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি ডাম্পার (An Over Loaded Dumper Hits Shops in Asansol) ৷ শুক্রবার ভোরের এই দুর্ঘটনায় দু’টি দোকানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ যদিও হতাহতের কোনও খবর নেই ৷ স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে সবসময় পাথরবোঝাই ওভার লোডেড ডাম্পার দ্রুতগতিতে চলাচল করে ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷

স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে বিকট শব্দ শুনে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় ৷ তাঁরা দেখেন একটি পাথর বোঝাই ডাম্পার রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি দোকানে ঢুকে পড়েছে ৷ ওই দু’টি দোকানের মধ্যে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান ছিল ৷ দোকানের মালিক সুহান সাউ জানান, তাঁর ইলেকট্রনিক্সের দোকান ৷ টিভি, ফ্রিজ, এসি, মোবাইল এইসব বিক্রি করেন ৷ সম্পূর্ণ দোকান ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ তাঁর আরও দাবি, কমপক্ষে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷

ওই দোকানের পাশেই ফ্যান-সহ অন্যান্য বৈদ্যুতিন জিনিসপত্র মেরামতি কাজ করেন সন্দীপ কর্মকার ৷ তাঁর দোকানেরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সন্দীপবাবু ৷ তিনি জানিয়েছেন, গরমকাল হওয়ায় বহু গ্রাহক ফ্যান সারাই করার জন্য তাঁর দোকানে দিয়ে গিয়েছিল ৷ সেই সব নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ তাঁর ৷ তাঁকেই সেই ক্ষতিপূরণ ভরতে হবে বলে দাবি করেন সন্দীপ কর্মকার ৷

আরও পড়ুন : Saltlake Road Accident : সল্টলেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি ; গুরুতর আহত চালক

এই দুর্ঘটনার পর চালক ও খালাসি গাড়ির মধ্যেই আটকে পড়েছিলেন ৷ পুলিশ এসে তাঁদের উদ্ধার করে ৷ দু’জনেরই অল্পবিস্তর চোট লেগেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ তবে, রাস্তা খারাপ ও নিয়ন্ত্রণহীন গাড়ি চলাচলের জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.