ETV Bharat / city

অভুক্তদের ৫০০ দিন ধরে খাবার তুলে দিয়ে নজির - distribution foods to poor people

ফুটপাতে থাকা হতদরিদ্র মানুষ, গৃহহীন গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছে আসানসোলের একটি মানবাধিকার সংগঠন ।এক-দুদিন নয়, টানা 500 দিনে পড়ল ।

distribute foods
অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিয়ে নজির
author img

By

Published : Feb 10, 2020, 12:05 AM IST

আসানসোল, 9 ফেব্রুয়ারি : একদিন নয় । দুদিন নয় । টানা ৫০০ দিন । ফুটপাতে থাকা হতদরিদ্র মানুষ, গৃহহীন গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছে আসানসোলের একটি মানবাধিকার সংগঠন । শীত, গ্রীষ্ম, বর্ষা, উৎসব, আনন্দ, শোকে একদিনের জন্যও বন্ধ হয়নি এই প্রকল্প । প্রত্যেকদিন দায়িত্ব নিয়ে সংগঠনের ছেলেমেয়েরা খাবার পৌঁছে দেয় আসানসোল স্টেশনে, বার্নপুর বারি ময়দানে কিংবা আসানসোল বাজার অঞ্চলের ফুটপাতে।


সচ্ছল ব্যক্তিদের মধ্যে অনেকে প্রয়োজনের বেশি খাবার নিয়ে তা নষ্ট করে । অথচ ফুটপাতে, রেলওয়ে স্টেশনে, ময়দানে পড়ে থাকা অনেক গরিব মানুষের পেটে দু'বেলা দুমুঠো খাবার জোটে না । আসানসোলের স্টেশন চত্বরে,বাজারে বা ময়দানে এইসব মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে এক মাবাধিকার সংগঠন । 500 দিন ধরে অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন এই সংগঠনের সদস্যরা । কিন্তু এই ৫০০ দিন পেরিয়ে আসা এতটা সহজ ছিল না । অভুক্ত মানুষদের কথা ভেবে সংগঠনের মহিলারা প্রথমে বাড়ি বাড়ি থেকে রুটি-সবজি নিয়ে আসতেন । তারপর সেটা বিতরণ করা হত স্টেশন, ফুটপাতবাসীদের ।

foods
অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিয়ে নজির

সংগঠনের চেয়ারম্যান বুম্বা মুখার্জি বলেন, "আস্তে আস্তে মানুষ যত জানতে পেরেছে তত মানুষ আমাদের সঙ্গে জুড়েছেন। আজ আমরা ১০০ জনের বেশি মানুষকে প্রতিদিন খাওয়াতে পারি । আমাদের ইচ্ছে এরকম করে হাজার হাজার দিন পেরিয়ে যাওয়ার ।"

সংগঠনের সদস্যা পূজা মুখার্জি জানান, "আমরা যখন নিজেদের বিভিন্ন বিশেষ দিনগুলি সেলিব্রেট করতাম, আনন্দ করতাম, তখন ওদের কথা মনে পড়ত। অনেকেই আছেন যাঁরা অভুক্ত অবস্থায় রাত কাটান। এখন আমাদের স্পেশাল দিনগুলো ওদের সঙ্গে পালন করি। আমাদের আরও আনন্দ বেড়ে যায়।"

ফুটপাতে থাকা হতদরিদ্র মানুষ, গৃহহীন গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছে আসানসোলের একটি মানবাধিকার সংগঠন


সংগঠনের সদস্যরা এখন নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী সহ অন্যান্য অনুষ্ঠানে ভালো খাবার নিয়ে পৌঁছে যায় এই অভুক্ত মানুষগুলোর কাছে। তাঁদের সঙ্গেই পালন হয় বিশেষ দিনগুলি। প্রত্যেকদিন স্টেশনে, ফুটপাতে থাকা নিরন্ন মানুষগুলো অপেক্ষা করে থাকেন কখন খাবার আসবে। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। সোশাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই তাঁদের স্পেশাল দিনগুলো এই সংগঠনের সঙ্গে এসে পালন করেন। ফলে অর্থের যোগান কোনওমতে হয়ে যায়। তবু কষ্ট করেই চলছে। স্বেচ্ছাশ্রম যুবক, যুবতি, গৃহবধূরা যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যই নজিরবিহীন।

আসানসোল, 9 ফেব্রুয়ারি : একদিন নয় । দুদিন নয় । টানা ৫০০ দিন । ফুটপাতে থাকা হতদরিদ্র মানুষ, গৃহহীন গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছে আসানসোলের একটি মানবাধিকার সংগঠন । শীত, গ্রীষ্ম, বর্ষা, উৎসব, আনন্দ, শোকে একদিনের জন্যও বন্ধ হয়নি এই প্রকল্প । প্রত্যেকদিন দায়িত্ব নিয়ে সংগঠনের ছেলেমেয়েরা খাবার পৌঁছে দেয় আসানসোল স্টেশনে, বার্নপুর বারি ময়দানে কিংবা আসানসোল বাজার অঞ্চলের ফুটপাতে।


সচ্ছল ব্যক্তিদের মধ্যে অনেকে প্রয়োজনের বেশি খাবার নিয়ে তা নষ্ট করে । অথচ ফুটপাতে, রেলওয়ে স্টেশনে, ময়দানে পড়ে থাকা অনেক গরিব মানুষের পেটে দু'বেলা দুমুঠো খাবার জোটে না । আসানসোলের স্টেশন চত্বরে,বাজারে বা ময়দানে এইসব মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে এক মাবাধিকার সংগঠন । 500 দিন ধরে অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন এই সংগঠনের সদস্যরা । কিন্তু এই ৫০০ দিন পেরিয়ে আসা এতটা সহজ ছিল না । অভুক্ত মানুষদের কথা ভেবে সংগঠনের মহিলারা প্রথমে বাড়ি বাড়ি থেকে রুটি-সবজি নিয়ে আসতেন । তারপর সেটা বিতরণ করা হত স্টেশন, ফুটপাতবাসীদের ।

foods
অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিয়ে নজির

সংগঠনের চেয়ারম্যান বুম্বা মুখার্জি বলেন, "আস্তে আস্তে মানুষ যত জানতে পেরেছে তত মানুষ আমাদের সঙ্গে জুড়েছেন। আজ আমরা ১০০ জনের বেশি মানুষকে প্রতিদিন খাওয়াতে পারি । আমাদের ইচ্ছে এরকম করে হাজার হাজার দিন পেরিয়ে যাওয়ার ।"

সংগঠনের সদস্যা পূজা মুখার্জি জানান, "আমরা যখন নিজেদের বিভিন্ন বিশেষ দিনগুলি সেলিব্রেট করতাম, আনন্দ করতাম, তখন ওদের কথা মনে পড়ত। অনেকেই আছেন যাঁরা অভুক্ত অবস্থায় রাত কাটান। এখন আমাদের স্পেশাল দিনগুলো ওদের সঙ্গে পালন করি। আমাদের আরও আনন্দ বেড়ে যায়।"

ফুটপাতে থাকা হতদরিদ্র মানুষ, গৃহহীন গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছে আসানসোলের একটি মানবাধিকার সংগঠন


সংগঠনের সদস্যরা এখন নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী সহ অন্যান্য অনুষ্ঠানে ভালো খাবার নিয়ে পৌঁছে যায় এই অভুক্ত মানুষগুলোর কাছে। তাঁদের সঙ্গেই পালন হয় বিশেষ দিনগুলি। প্রত্যেকদিন স্টেশনে, ফুটপাতে থাকা নিরন্ন মানুষগুলো অপেক্ষা করে থাকেন কখন খাবার আসবে। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। সোশাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই তাঁদের স্পেশাল দিনগুলো এই সংগঠনের সঙ্গে এসে পালন করেন। ফলে অর্থের যোগান কোনওমতে হয়ে যায়। তবু কষ্ট করেই চলছে। স্বেচ্ছাশ্রম যুবক, যুবতি, গৃহবধূরা যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যই নজিরবিহীন।

Intro:এক- দুদিন নয়। টানা ৫০০ দিন। ৫০০ দিন ধরে ফুটপাতবাসী গৃহহীনদের মুখে খাবার তুলে দিচ্ছেন আসানসোলের একটি মানবধিকার সংগঠন। শীত, গ্রীষ্ম বর্ষা,উৎসব, আনন্দ,শোকে একদিনের জন্য বন্ধ হয়নি এই প্রকল্প। প্রত্যেকদিন দায়িত্ব নিয়ে সংগঠনের ছেলে মেয়েরা খাবার পৌঁছে দেয় আসানসোল স্টেশনে, বার্নপুর বারী ময়দানে কিংবা আসানসোল বাজার অঞ্চলের ফুটপাতে।


Body:কিন্তু এই ৫০০ পেরিয়ে আসা এতটা সহজ ছিলনা। অভুক্ত মানুষদের কথা ভেবে সংগঠনের মহিলারা প্রথমে বাড়ি বাড়ি থেকে রুটি-সবজি নিয়ে আসতো। তারপর সেটা বিতরণ করা হত স্টেশন, ফুটপাতে থাকা মানুষদের। সংগঠনের চেয়ারম্যান বুম্বা মুখার্জি জানালেন "আস্তে আস্তে মানুষ যত জানতে পেরেছে তত মানুষ আমাদের সঙ্গে জুড়েছেন। আজ আমরা ১০০ জনের বেশী মানুষকে প্রতিদিন খাওয়াতে পারি। আমাদের ইচ্ছে এরকম করে হাজার হাজার দিন পেরিয়ে যাওয়ার।"
সংগঠনের সদস্যা পূজা মুখার্জী জানান "আমরা যখন নিজেদের বিভিন্ন বিশেষ দিনগুলি সেলিব্রেট করি, আনন্দ করি, তখন ওদের কথা মনে পড়তো। অনেকেই আছেন যারা অভুক্ত অবস্থায় রাত কাটান। এখন আমাদের স্পেশাল দিন গুলো ওদের সঙ্গে পালন করি। আমাদের আরও আনন্দ বেড়ে যায়।
সংগঠনের সদস্যরা এখন নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী সহ অন্যান্য অনুষ্ঠানে ভালো খাবার নিয়ে পৌঁছে যায় এই অভুক্ত মানুষগুলোর কাছে। তাদের সঙ্গেই পালন হয় বিশেষ দিনগুলি। প্রত্যেকদিন স্টেশনে,ফুটপাতে থাকা নিরন্ন মানুষগুলো অপেক্ষা করে কখন খাবার আসবে। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই তাদের নিজেদের স্পেশাল দিনগুলো এই সংগঠনের সঙ্গে এসে পালন করেন। ফলে অর্থের যোগান কোনমতে হয়ে যায়। তবু কষ্ট করেই চলছে। স্বেচ্ছাশ্রম দিয়ে এই যে যুবক, যুবতী, গৃহবধূরা যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যই নজিরবিহীন।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.