ETV Bharat / city

সাহায্য করছে না মালিকপক্ষ, আসানসোলে বিক্ষোভ মিনিবাস কর্মীদের - bardhaman

লকডাউনের জেরে কাজ বন্ধ মিনিবাস কর্মীদের । হাতে থাকা টাকাও ফুরিয়েছে । পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা । এই অবস্থায় বাস মালিকদের থেকেও কোনওরকম সহায়তা পাচ্ছেন না । প্রতিবাদে বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান তাঁরা ।

aa
বিক্ষোভ বাসকর্মীদের
author img

By

Published : Apr 28, 2020, 2:31 PM IST

আসানসোল, 28 এপ্রিল : লকডাউনের কারণে এক মাসের বেশি হয়ে গেছে হাতে কাজ নেই । ত্রাণসামগ্রী যা মিলেছিল, তাও শেষ হয়ে গেছে । ফলে পেটে টান পড়ছে । সংসার নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না । মালিক কর্তৃপক্ষের থেকেও কোনওরকম সাহায্য মিলছে না । প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মিনিবাস কর্মীরা । অভাবের তাড়নায় কোরোনা আতঙ্ক ভুলেই জমায়েত করে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান তাঁরা ।

কোরোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন । আর এই লকডাউনের কারণে অত্যাবশ্যকীয় পরিষেবার কাজে নিযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব যানবাহন বন্ধ । বন্ধ রয়েছে মিনিবাস । মিনিবাস কর্মীরা কাজ পাচ্ছেন না । ফলে রুজি-রুটির টান পড়েছে । লকডাউন শুরুর সময় আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মীদের 25 কেজি করে চাল এবং সাড়ে 12 কেজি করে আলু দেওয়া হয়েছিল । কিন্তু সেটুকুই বা কতদিন চলে ? আর শুধু চাল বা আলু খেয়ে তো আর সংসার চলে না । বাকি আরও আনুষঙ্গিক নানান খরচ আছে । কীভাবেই বা সংসার চলবে রুজিহীন লকডাউনের সময় ? রোজ হাজিরা টাকায় কাজ করা মিনিবাস শ্রমিকরা তাই পড়েছেন সমস্যায় । অভিযোগ উঠছে, বাস মালিকরা তাঁদের এই অবস্থার কথা অনুভব করছেন না । বারবার বলা সত্ত্বেও কোনওরকম সহযোগিতা করছেন না। তাই অগত্যা বিক্ষোভে শামিল হন তাঁরা ।

আজ সকাল থেকে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে জমায়েত করে বিক্ষোভ দেখান । বাস চালকরা জানিয়েছেন, "আশ্বাস মিললেও মিনিবাস অ্যাসোসিয়েশন বা মালিকদের পক্ষ থেকে আর নতুন করে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । এরকম অবস্থা চললে আমরা পরিবার নিয়ে রাস্তায় নামব ।" আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলছেন, "বিষয়টি আমরা মানবিকভাবেই দেখছি । খুব দ্রুত বাস মালিকদের সঙ্গে কথা বলে বাসকর্মীদের পাশে কীভাবে থাকা যায় সেটা দেখা হচ্ছে । বাস মালিকদের দেওয়া সহায়তা ইতিমধ্যে অ্যাসোসিয়েশনে আসতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি বাস কর্মীদের সাহায্য করা হবে ।"

আসানসোল, 28 এপ্রিল : লকডাউনের কারণে এক মাসের বেশি হয়ে গেছে হাতে কাজ নেই । ত্রাণসামগ্রী যা মিলেছিল, তাও শেষ হয়ে গেছে । ফলে পেটে টান পড়ছে । সংসার নিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না । মালিক কর্তৃপক্ষের থেকেও কোনওরকম সাহায্য মিলছে না । প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মিনিবাস কর্মীরা । অভাবের তাড়নায় কোরোনা আতঙ্ক ভুলেই জমায়েত করে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান তাঁরা ।

কোরোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন । আর এই লকডাউনের কারণে অত্যাবশ্যকীয় পরিষেবার কাজে নিযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব যানবাহন বন্ধ । বন্ধ রয়েছে মিনিবাস । মিনিবাস কর্মীরা কাজ পাচ্ছেন না । ফলে রুজি-রুটির টান পড়েছে । লকডাউন শুরুর সময় আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মীদের 25 কেজি করে চাল এবং সাড়ে 12 কেজি করে আলু দেওয়া হয়েছিল । কিন্তু সেটুকুই বা কতদিন চলে ? আর শুধু চাল বা আলু খেয়ে তো আর সংসার চলে না । বাকি আরও আনুষঙ্গিক নানান খরচ আছে । কীভাবেই বা সংসার চলবে রুজিহীন লকডাউনের সময় ? রোজ হাজিরা টাকায় কাজ করা মিনিবাস শ্রমিকরা তাই পড়েছেন সমস্যায় । অভিযোগ উঠছে, বাস মালিকরা তাঁদের এই অবস্থার কথা অনুভব করছেন না । বারবার বলা সত্ত্বেও কোনওরকম সহযোগিতা করছেন না। তাই অগত্যা বিক্ষোভে শামিল হন তাঁরা ।

আজ সকাল থেকে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে জমায়েত করে বিক্ষোভ দেখান । বাস চালকরা জানিয়েছেন, "আশ্বাস মিললেও মিনিবাস অ্যাসোসিয়েশন বা মালিকদের পক্ষ থেকে আর নতুন করে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । এরকম অবস্থা চললে আমরা পরিবার নিয়ে রাস্তায় নামব ।" আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় বলছেন, "বিষয়টি আমরা মানবিকভাবেই দেখছি । খুব দ্রুত বাস মালিকদের সঙ্গে কথা বলে বাসকর্মীদের পাশে কীভাবে থাকা যায় সেটা দেখা হচ্ছে । বাস মালিকদের দেওয়া সহায়তা ইতিমধ্যে অ্যাসোসিয়েশনে আসতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি বাস কর্মীদের সাহায্য করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.