ETV Bharat / city

Threat Letter Case হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় গোপন জবানবন্দি দিলেন মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায় (Bappa Chatterjee) ৷ শুক্রবার আসানসোল ফৌজদারি আদালতে গোপন জবানবন্দি দেন তিনি ৷ তাঁর দাবি, তিনি নির্দোষ ৷

accused Bappa Chatterjee statement recorded in Threat Letter case
Threat Letter Case হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি
author img

By

Published : Aug 26, 2022, 6:39 PM IST

আসানসোল, 26 অগস্ট: আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায়ের (Bappa Chatterjee) গোপন জবানবন্দি রেকর্ড করা হল ৷ শুক্রবার আসানসোল ফৌজদারি আদালতের বিচারক প্রান্তিকরঞ্জন বসুর কাছে গোপন জবানবন্দি দেন বাপ্পা ৷ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাপ্পা দাবি করেন, তিনি নির্দোষ ৷

গরুপাচার কাণ্ড (West Bengal Cattle Smuggling Case) নিয়ে রাজ্যজুড়ে হইচইয়ের মধ্যেই গত 23 অগস্ট সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর খবর ৷ সাংবাদমাধ্যমে জানা যায়, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে স্পষ্ট লেখা হয়, যদি গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জামিন না দেওয়া হয়, তাহলে বিচারকের পরিবারের সবাইকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে !

আরও পড়ুন: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি, কে এই বাপ্পা চট্টোপাধ্যায়

সেই চিঠিতে প্রেরকের নাম ছিল 'বাপ্পা চট্টোপাধ্যায়' ৷ পরে জানা যায়, বাপ্পা চট্টোপাধ্য়ায় নামে এক ব্যক্তি বর্ধমান এগজিকিউটিভ কোর্টে পেশকার হিসাবে কাজ করেন ৷ ওই চিঠিতে সেই বাপ্পা চট্টোপাধ্য়ায়ের স্বাক্ষর এবং সরকারি সিলমোহর ছিল ৷ এই ঘটনার পরই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারই ভিত্তিতে বর্ধমানের শাঁখারিপাড়া থেকে বাপ্পা চট্টোপাধ্যায়কে পাকড়াও করা হয় ৷ পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

আসানসোল ফৌজদারি আদালতে গোপন জবানবন্দি দিলেন বাপ্পা চট্টোপাধ্যায় ৷

এদিন আসানসোল আদালত থেকে বেরিয়ে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "আইন আইনের পথে চলবে ৷ আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, সেই সবেরই উত্তর দিয়েছি ৷ আমি কিছু করিনি ৷ আমি নির্দোষ ৷" সাংবাদিকদের প্রশ্নের মুখে বাপ্পা আরও দাবি করেন, বিচারককে পাঠানো হুমকি চিঠিতে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে ৷ এমনকী, ওই চিঠিতে ব্যবহৃত সরকারি সিলমোহরও নকল বলে দাবি করেছেন বাপ্পা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেননি বাপ্পা চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ বাপ্পার এই দাবি সত্যি হলে, কে এত বড় কাণ্ড ঘটাল ? নাকি বাপ্পা এখন মিথ্যা কথা বলছেন ? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ ৷ তবে, এই ঘটনার পিছনে রাজনৈতিক যড়যন্ত্র নেই বলেই দাবি করেছেন ধৃত যুবক ৷

আসানসোল, 26 অগস্ট: আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায়ের (Bappa Chatterjee) গোপন জবানবন্দি রেকর্ড করা হল ৷ শুক্রবার আসানসোল ফৌজদারি আদালতের বিচারক প্রান্তিকরঞ্জন বসুর কাছে গোপন জবানবন্দি দেন বাপ্পা ৷ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাপ্পা দাবি করেন, তিনি নির্দোষ ৷

গরুপাচার কাণ্ড (West Bengal Cattle Smuggling Case) নিয়ে রাজ্যজুড়ে হইচইয়ের মধ্যেই গত 23 অগস্ট সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর খবর ৷ সাংবাদমাধ্যমে জানা যায়, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে স্পষ্ট লেখা হয়, যদি গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জামিন না দেওয়া হয়, তাহলে বিচারকের পরিবারের সবাইকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে !

আরও পড়ুন: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি, কে এই বাপ্পা চট্টোপাধ্যায়

সেই চিঠিতে প্রেরকের নাম ছিল 'বাপ্পা চট্টোপাধ্যায়' ৷ পরে জানা যায়, বাপ্পা চট্টোপাধ্য়ায় নামে এক ব্যক্তি বর্ধমান এগজিকিউটিভ কোর্টে পেশকার হিসাবে কাজ করেন ৷ ওই চিঠিতে সেই বাপ্পা চট্টোপাধ্য়ায়ের স্বাক্ষর এবং সরকারি সিলমোহর ছিল ৷ এই ঘটনার পরই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারই ভিত্তিতে বর্ধমানের শাঁখারিপাড়া থেকে বাপ্পা চট্টোপাধ্যায়কে পাকড়াও করা হয় ৷ পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

আসানসোল ফৌজদারি আদালতে গোপন জবানবন্দি দিলেন বাপ্পা চট্টোপাধ্যায় ৷

এদিন আসানসোল আদালত থেকে বেরিয়ে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "আইন আইনের পথে চলবে ৷ আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, সেই সবেরই উত্তর দিয়েছি ৷ আমি কিছু করিনি ৷ আমি নির্দোষ ৷" সাংবাদিকদের প্রশ্নের মুখে বাপ্পা আরও দাবি করেন, বিচারককে পাঠানো হুমকি চিঠিতে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে ৷ এমনকী, ওই চিঠিতে ব্যবহৃত সরকারি সিলমোহরও নকল বলে দাবি করেছেন বাপ্পা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেননি বাপ্পা চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ বাপ্পার এই দাবি সত্যি হলে, কে এত বড় কাণ্ড ঘটাল ? নাকি বাপ্পা এখন মিথ্যা কথা বলছেন ? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ ৷ তবে, এই ঘটনার পিছনে রাজনৈতিক যড়যন্ত্র নেই বলেই দাবি করেছেন ধৃত যুবক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.