ETV Bharat / city

Student Died By Electrocution ছাদে পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলে ৷ বিদ্যুতের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার (A Student Died by Electrocution) ৷ এলাকায় শোকের ছায়া ৷

author img

By

Published : Aug 15, 2022, 9:24 PM IST

Student Died By Electrocution
ছাদে পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

আসানসোল, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সকালে শোকের ছায়া আসানসোলে ৷ বাড়ির ছাদে জাতীয় পতাকা লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার । মৃতের নাম সৌমিক দত্ত (20)। সোমবার আসানসোল উত্তর থানার কল্যাণপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে (A Student Died by Electrocution In Asansole)।

জানা গিয়েছে, কল্যাণপুরের বাসিন্দা সৌমিক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া । ওড়িশার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়াশুনো করত ৷ স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়ি এসেছিলেন ওই ছাত্র । ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসাবে নিজের বাড়িতে এদিন পতাকা লাগাচ্ছিলেন ওই পড়ুয়া ৷ বাড়ির ছাদের সামনেই রয়েছে বিদ্যুতের হাইভোল্টেজ হাইটেনশন তার। সেই তারে অসাবধানবশত পতাকা বাঁধার লোহার তারটি স্পর্শ হয়ে যাওয়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সৌমিক। স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়ির কাছে দির্ঘদিন ধরে বিপদজ্জনক অবস্থায় ইলেকট্রিকের তারটি রয়েছে ৷ বৃষ্টির কারণে বিদ্যুতের তারটি হয়তো শর্ট সার্কিট হয়ে গিয়েছিল ৷ তাতেই ঘটেছে এদিন দুর্ঘটনাটি ৷ আগামিদিনে যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের কাছে আর্জি দ্রুত বিদ্যুতের তারটির ব্যবস্থা করার ৷

পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

আরও পড়ুন: পরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, শহরের মৃত্যুফাঁদ রুখতে কড়া বার্তা নবান্নের

প্রত্যক্ষদর্শীদের কথায়, জেলা হাসপাতালে সৌমিকদের দেহ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমিকভাবে অনুমান ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ছাত্রের ৷ দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পাঠানো হয়েছে । এই প্রসঙ্গেই স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘সৌমিক এদিন বৃষ্টির মধ্যে বাড়ির ছাদে উঠে পতাকা বাঁধছিল ৷ সেই সময় জাতীয় পতাকা বাঁধার জন্য ব্যবহৃত লোহার তারটি কোনওভাবে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে গিয়েছিল ৷ তার জেরেই তড়িতাহত হয়ে মৃত্য়ু হয়েছে তাঁর ৷‘‘

আসানসোল, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের সকালে শোকের ছায়া আসানসোলে ৷ বাড়ির ছাদে জাতীয় পতাকা লাগাতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার । মৃতের নাম সৌমিক দত্ত (20)। সোমবার আসানসোল উত্তর থানার কল্যাণপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে (A Student Died by Electrocution In Asansole)।

জানা গিয়েছে, কল্যাণপুরের বাসিন্দা সৌমিক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া । ওড়িশার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়াশুনো করত ৷ স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়ি এসেছিলেন ওই ছাত্র । ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসাবে নিজের বাড়িতে এদিন পতাকা লাগাচ্ছিলেন ওই পড়ুয়া ৷ বাড়ির ছাদের সামনেই রয়েছে বিদ্যুতের হাইভোল্টেজ হাইটেনশন তার। সেই তারে অসাবধানবশত পতাকা বাঁধার লোহার তারটি স্পর্শ হয়ে যাওয়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সৌমিক। স্থানীয় এক বাসিন্দা জানান, বাড়ির কাছে দির্ঘদিন ধরে বিপদজ্জনক অবস্থায় ইলেকট্রিকের তারটি রয়েছে ৷ বৃষ্টির কারণে বিদ্যুতের তারটি হয়তো শর্ট সার্কিট হয়ে গিয়েছিল ৷ তাতেই ঘটেছে এদিন দুর্ঘটনাটি ৷ আগামিদিনে যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের কাছে আর্জি দ্রুত বিদ্যুতের তারটির ব্যবস্থা করার ৷

পতাকা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের

আরও পড়ুন: পরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, শহরের মৃত্যুফাঁদ রুখতে কড়া বার্তা নবান্নের

প্রত্যক্ষদর্শীদের কথায়, জেলা হাসপাতালে সৌমিকদের দেহ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমিকভাবে অনুমান ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ছাত্রের ৷ দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পাঠানো হয়েছে । এই প্রসঙ্গেই স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘সৌমিক এদিন বৃষ্টির মধ্যে বাড়ির ছাদে উঠে পতাকা বাঁধছিল ৷ সেই সময় জাতীয় পতাকা বাঁধার জন্য ব্যবহৃত লোহার তারটি কোনওভাবে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে গিয়েছিল ৷ তার জেরেই তড়িতাহত হয়ে মৃত্য়ু হয়েছে তাঁর ৷‘‘

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.