ETV Bharat / city

Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর - লটারির টিকিট

এক কোটি টাকার লটারি জিতলেন আসানসোল জামুড়িয়ার শ্রীপুরের বাসিন্দা শ্রীধর রুইদাস ৷ তবে এই লটারি ভাগ্যে এসেছে তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে ৷ আর তাই কোটিপতি জামাইকে দেখতে শনিবার ভিড় উপচে পড়েছে শ্রীধরের শ্বশুরবাড়ি শিবপুরে ৷

A Man from Sreepur Jamuria Win One Crore Rupees Lottery in Asansol
শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল! লটারির এক কোটি টাকা জিতে বাজিমাত জামাইয়ের
author img

By

Published : Sep 5, 2021, 3:24 PM IST

জামুড়িয়া, 5 সেপ্টেম্বর : সকাল সাড়ে এগারোটায় লটারির টিকিট কেটে ছিলেন ৷ আর বেলা দেড়টা নাগাদ জানতে পারেন লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন আসানসোলের জামুড়িয়ার শ্রীপুরের বাসিন্দা শ্রীধর রুইদাস ৷ তাঁর এই ভাগ্য পরিবর্তন হয়েছে শ্বশুরবাড়ি গিয়ে ৷ শনিবার জামুড়িয়ার শিবপুরে শ্বশুরবাড়িতে গিয়ে ওই লটারির টিকিট কেটেছিলেন পেশায় নিরাপত্তারক্ষী শ্রীধর রুইদাস ৷ আর এই খবর জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায় ৷ শ্রীধর রুইদাসকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে ৷

শনিবার সকালে জামুড়িয়ার শিবপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন শ্রীপুর এলাকার বাসিন্দা শ্রীধর রুইদাস ৷ সেখানে গিয়ে একটি দোকান থেকে লটারির টিকিট কেনেন তিনি ৷ বেলা দেড়টা নাগাদ তাঁর কাছে ফোন আসে লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতেছেন পেশায় নিরাপত্তারক্ষী ওই ব্যক্তি ৷ সেই খবর চাউর হতে বেশি সময় লাগেনি ৷ লোকমুখে হাওয়ার মতো ছড়িয়ে পড়ে সেই খবর ৷ এর পরেই শ্রীধর রুইদাসের সঙ্গে দেখা করতে তাঁর শ্বশুরবাড়িতে এমনকি শ্রীপুরের বাড়িতেও লোকজন ভিড় করতে থাকেন ৷

আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

খবরটি পুলিশের কানেও যায় ৷ এর পরেই তৎপর হয় পুলিশ ৷ কারণ আসানসোলের মতো জায়গায় একজন নিরাপত্তারক্ষীর এক কোটি টাকার লটারি জেতা অনেক বড় ব্যাপার ৷ তাই তাঁর প্রাণ সংশয় বা অন্য কোনও ক্ষতি হতে পারে ৷ সেই সম্ভাবনা রয়েছে বুঝতে পেরে পুলিশ শ্রীধর রুইদাসকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে ৷ লটারির টাকা হস্তান্তর হওয়া পর্যন্ত পুলিশ তাঁকে সুরক্ষিত স্থানে রাখবে ৷ লটারিতে জেতা টাকা দিয়ে তিনি কী করবেন, এই প্রশ্নের জবাবে শ্রীধর জানিয়েছেন, তাঁর লক্ষ্য মেয়েকে উচ্চশিক্ষিত করা ৷

আরও পড়ুন : Post Poll Violence Case: 2 পুলিশকর্তার বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ মৃত বিজেপি সমর্থকের পরিবারের

জামুড়িয়া, 5 সেপ্টেম্বর : সকাল সাড়ে এগারোটায় লটারির টিকিট কেটে ছিলেন ৷ আর বেলা দেড়টা নাগাদ জানতে পারেন লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন আসানসোলের জামুড়িয়ার শ্রীপুরের বাসিন্দা শ্রীধর রুইদাস ৷ তাঁর এই ভাগ্য পরিবর্তন হয়েছে শ্বশুরবাড়ি গিয়ে ৷ শনিবার জামুড়িয়ার শিবপুরে শ্বশুরবাড়িতে গিয়ে ওই লটারির টিকিট কেটেছিলেন পেশায় নিরাপত্তারক্ষী শ্রীধর রুইদাস ৷ আর এই খবর জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায় ৷ শ্রীধর রুইদাসকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে ৷

শনিবার সকালে জামুড়িয়ার শিবপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন শ্রীপুর এলাকার বাসিন্দা শ্রীধর রুইদাস ৷ সেখানে গিয়ে একটি দোকান থেকে লটারির টিকিট কেনেন তিনি ৷ বেলা দেড়টা নাগাদ তাঁর কাছে ফোন আসে লটারির প্রথম পুরস্কার 1 কোটি টাকা জিতেছেন পেশায় নিরাপত্তারক্ষী ওই ব্যক্তি ৷ সেই খবর চাউর হতে বেশি সময় লাগেনি ৷ লোকমুখে হাওয়ার মতো ছড়িয়ে পড়ে সেই খবর ৷ এর পরেই শ্রীধর রুইদাসের সঙ্গে দেখা করতে তাঁর শ্বশুরবাড়িতে এমনকি শ্রীপুরের বাড়িতেও লোকজন ভিড় করতে থাকেন ৷

আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

খবরটি পুলিশের কানেও যায় ৷ এর পরেই তৎপর হয় পুলিশ ৷ কারণ আসানসোলের মতো জায়গায় একজন নিরাপত্তারক্ষীর এক কোটি টাকার লটারি জেতা অনেক বড় ব্যাপার ৷ তাই তাঁর প্রাণ সংশয় বা অন্য কোনও ক্ষতি হতে পারে ৷ সেই সম্ভাবনা রয়েছে বুঝতে পেরে পুলিশ শ্রীধর রুইদাসকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে ৷ লটারির টাকা হস্তান্তর হওয়া পর্যন্ত পুলিশ তাঁকে সুরক্ষিত স্থানে রাখবে ৷ লটারিতে জেতা টাকা দিয়ে তিনি কী করবেন, এই প্রশ্নের জবাবে শ্রীধর জানিয়েছেন, তাঁর লক্ষ্য মেয়েকে উচ্চশিক্ষিত করা ৷

আরও পড়ুন : Post Poll Violence Case: 2 পুলিশকর্তার বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ মৃত বিজেপি সমর্থকের পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.