ETV Bharat / city

Jamuria Rape Case নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণ বাবার,পকসো আইনে 20 বছরের কারাদণ্ড দিল আদালত - Protection of Children from Sexual Offences

স্বামীর বিরুদ্ধে প্রথম পক্ষের মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন স্ত্রী (Jamuria Rape Case)। প্রায় দু'বছর বিচার চলার পর রায় দিল আদালত ।

20 years imprisonment for rape convict under POCSO Act in Asansol
Jamuria Rape Case
author img

By

Published : Aug 22, 2022, 7:53 AM IST

আসানসোল, 21 অগস্ট: নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণ করেছিল বাবা । এই অপরাধে বাবার 20 বছরের জেল হল । জামুড়িয়ার এই নারকীয় ঘটনার রায় দিয়েছে আসানসোলের পকসো আদালত । জামুড়িয়ার নিউ জামশোল এলাকার বছর দুয়েক আগে এই ঘটনাটি ঘটেছিল (Jamuria Rape Case) । স্বামীর বিরুদ্ধে নিজের প্রথম পক্ষের মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন স্ত্রী । সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল স্বামীকে। বিচার চলার পর আসানসোল পকসো আদালতের বিচারক শরণ্যা সেন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পকসো(Protection of Children from Sexual Offences) আইনের দুটি ধারায় মোট 20 বছর করে সশ্রম কারদণ্ডের সাজা শোনালেন ।

পকসো আইনে দোষী বাবার 20 বছরের সশ্রম কারদণ্ড

20 বছর জেলের পাশাপাশি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে দোষীকে । এই মামলার সরকারী আইনজীবী তাপস উকিল বলেন,"2020 সালের 29 জানুয়ারি এক মহিলা জামুড়িয়া থানায় অভিযোগ করেন যে তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী প্রথম পক্ষের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। ওইদিনই জামুড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । 2020 সালের 30 জানুয়ারি অভিযুক্তকে প্রথমবার আদালতে পেশ করা হয়।"

আরও পড়ুন : ধর্ষণের ঘটনায় মুকুন্দপুর এলাকায় লাইট লাগানোর নির্দেশ হাইকোর্টের

মামলা চলাকালীন মেয়েটি পেটে ব্যাথা অনুভব করে । তার মা আদালতের কাছে চিকিৎসা প্রার্থনা করেন । জানা যায় সে গর্ভবতী । এরপর সিডব্লুসি'র (Child Welfare Committee) তত্ত্বাবধানে আসানসোল জেলা হাসপাতালে তার গর্ভপাত করা হয় । এদিকে আইপিসির বিভিন্ন পকসো ধারায় মামলা চলে । মোট 9 জন সাক্ষী দিয়েছেন এই মামলায় (20 years imprisonment for rape convict under POCSO Act) ।

আসানসোল, 21 অগস্ট: নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণ করেছিল বাবা । এই অপরাধে বাবার 20 বছরের জেল হল । জামুড়িয়ার এই নারকীয় ঘটনার রায় দিয়েছে আসানসোলের পকসো আদালত । জামুড়িয়ার নিউ জামশোল এলাকার বছর দুয়েক আগে এই ঘটনাটি ঘটেছিল (Jamuria Rape Case) । স্বামীর বিরুদ্ধে নিজের প্রথম পক্ষের মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন স্ত্রী । সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল স্বামীকে। বিচার চলার পর আসানসোল পকসো আদালতের বিচারক শরণ্যা সেন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পকসো(Protection of Children from Sexual Offences) আইনের দুটি ধারায় মোট 20 বছর করে সশ্রম কারদণ্ডের সাজা শোনালেন ।

পকসো আইনে দোষী বাবার 20 বছরের সশ্রম কারদণ্ড

20 বছর জেলের পাশাপাশি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে দোষীকে । এই মামলার সরকারী আইনজীবী তাপস উকিল বলেন,"2020 সালের 29 জানুয়ারি এক মহিলা জামুড়িয়া থানায় অভিযোগ করেন যে তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী প্রথম পক্ষের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। ওইদিনই জামুড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । 2020 সালের 30 জানুয়ারি অভিযুক্তকে প্রথমবার আদালতে পেশ করা হয়।"

আরও পড়ুন : ধর্ষণের ঘটনায় মুকুন্দপুর এলাকায় লাইট লাগানোর নির্দেশ হাইকোর্টের

মামলা চলাকালীন মেয়েটি পেটে ব্যাথা অনুভব করে । তার মা আদালতের কাছে চিকিৎসা প্রার্থনা করেন । জানা যায় সে গর্ভবতী । এরপর সিডব্লুসি'র (Child Welfare Committee) তত্ত্বাবধানে আসানসোল জেলা হাসপাতালে তার গর্ভপাত করা হয় । এদিকে আইপিসির বিভিন্ন পকসো ধারায় মামলা চলে । মোট 9 জন সাক্ষী দিয়েছেন এই মামলায় (20 years imprisonment for rape convict under POCSO Act) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.