ETV Bharat / business

Zero Cost Term Plan: মেয়াদি জীবন বিমায় লগ্নি টানতে ‘জিরো কস্ট টার্ম ইনসুরেন্স সুবিধা গ্রাহকদের - জীবন বিমা

মেয়াদি জীবন বিমার (Life Insurance) ক্ষেত্রে গ্রাহকরা ম্যাচুরিটির সুবিধা পান না ৷ তাই মেয়াদি বা টার্ম পলিসি অনেকেই নিতে চান না ৷ ফলে বর্তমানে বিমা সংস্থাগুলি (Insurance Companies) গ্রাহকদের এর প্রতি উৎসাহ বাড়াতে মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম জমা করলে, সেই টাকা মেয়াদ শেষে ফেরতের সুবিধা দিচ্ছে ৷ এটাকেই বলা হচ্ছে, ‘জিরো কস্ট টার্ম ইনসুরেন্স’ (Zero Cost Term Plan) ৷

Zero Cost Term Plan for Policy Holders by Insurance Companies
Zero Cost Term Plan for Policy Holders by Insurance Companies
author img

By

Published : Oct 11, 2022, 12:48 PM IST

Updated : Oct 11, 2022, 1:01 PM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর: বিভিন্ন বিমা নীতিগুলি আমাদের পুরো পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে ৷ কিন্তু, আমাদের মধ্যে অধিকাংশই তা নিতে অস্বীকার করি ৷ কারণ এতে দ্রুত আর্থিক সুবিধা পাওয়া যায় না ৷ জীবন পরিকল্পনার ক্ষেত্রে কোনওরকম পৃষ্ঠপোষকতার সম্পর্ক নেই ৷ সেই দিকে নজর রেখেই আমাদের আর্থিক পরিকল্পনাগুলিকে রূপায়িত করতে হবে ৷ যদি, একজন উপার্জনকারীর কিছু হয়, তার জন্য আর্থিক সমস্যাগুলির প্রভাব ওই ব্যক্তির পুরো পরিবারের উপরে গিয়ে পড়তে পারে ৷

তাই এটা বলার অপেক্ষা রাখে না, একজন উপার্জনকারীকে তাঁর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং সেই মতো বিনিয়োগ করতে হবে ৷ তাই জীবন বিমা (Life Insurance) করালে, এটি সব ধরনের আর্থিক সমস্যা থেকে সংশ্লীষ্ট ব্যক্তির পরিবারকে বাঁচাবে ৷ এমনকী পরিবারের একমাত্র অন্ন উপার্জনকারী কোনও দুর্ঘটনায় মারা গেলেও তা কাজে আসবে ৷ এই মুহূর্তে জীবন বিমা সংস্থাগুলি একাধিক পরিকল্পনা নিয়ে এসেছে তাঁদের গ্রাহকদের কথা মাথায় রেখে ৷ মেয়াদি বিমা, এন্ডোমেন্ট, ইউনিট লিঙ্কড ইনসুরেন্স প্ল্যানস বা ইউএলআইপি, মানি ব্যাক পলিসি ইত্যাদি ৷

এই সব টার্ম পলিসিগুলি কম প্রিমিয়ামে সর্বাধিক সুরক্ষা প্রদান করে (Zero Cost Term Plan for Policy Holders) ৷ প্রসঙ্গত, এই ট্রাম বা মেয়াদি পরিকল্পনাগুলিতে বিমার ম্যাচুরিটির সুবিধা পাওয়া যায় না, যদি, বিমা চলাকালীন বিমাগ্রাহকের কিছু হয়ে যায় ৷ তাই অনেক মানুষই টার্ম প্ল্যান কেনেন না এই ভেবে যে, এই প্ল্যানগুলিতে ম্যাচুরিটি না থাকায় তাঁদের বিনিয়োগ জলে যাবে ৷ গ্রাহকদের এই চিন্তার কথা মাথায় রেখে অনেক জীবন বিমা সংস্থা ট্রাম প্ল্যান বা মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে প্রিমিয়াম ফেরত পাওয়ার সুবিধা নিয়ে এসেছে ৷

আরও পড়ুন: ‘আপনার সাধ্যের মধ্যে খরচ’ নীতি, গাড়ির বিমা কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ

এক্ষেত্রে যদি, বিমা গ্রাহক পলিসির পূর্ণ মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম জমা দেন ৷ তবে, সেই মেয়াদ পর্যন্ত দেওয়া প্রতিটি প্রিমিয়াম সংশ্লীষ্ট বিমা সংস্থা তার গ্রাহককে ফিরিয়ে দেয় ৷ বিমা সংস্থাগুলি এই ধরনের পরিষেবার নাম দিয়েছে, ‘জিরো কস্ট টার্ম ইনসুরেন্স’ (Zero Cost Term Plan) ৷ এমনকি সংস্থাগুলি নির্দিষ্ট সময়ের পর ওই বিমা প্রত্যাহার করে নেওয়ার সুবিধাও প্রদান করছে ৷

হায়দরাবাদ, 11 অক্টোবর: বিভিন্ন বিমা নীতিগুলি আমাদের পুরো পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে ৷ কিন্তু, আমাদের মধ্যে অধিকাংশই তা নিতে অস্বীকার করি ৷ কারণ এতে দ্রুত আর্থিক সুবিধা পাওয়া যায় না ৷ জীবন পরিকল্পনার ক্ষেত্রে কোনওরকম পৃষ্ঠপোষকতার সম্পর্ক নেই ৷ সেই দিকে নজর রেখেই আমাদের আর্থিক পরিকল্পনাগুলিকে রূপায়িত করতে হবে ৷ যদি, একজন উপার্জনকারীর কিছু হয়, তার জন্য আর্থিক সমস্যাগুলির প্রভাব ওই ব্যক্তির পুরো পরিবারের উপরে গিয়ে পড়তে পারে ৷

তাই এটা বলার অপেক্ষা রাখে না, একজন উপার্জনকারীকে তাঁর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং সেই মতো বিনিয়োগ করতে হবে ৷ তাই জীবন বিমা (Life Insurance) করালে, এটি সব ধরনের আর্থিক সমস্যা থেকে সংশ্লীষ্ট ব্যক্তির পরিবারকে বাঁচাবে ৷ এমনকী পরিবারের একমাত্র অন্ন উপার্জনকারী কোনও দুর্ঘটনায় মারা গেলেও তা কাজে আসবে ৷ এই মুহূর্তে জীবন বিমা সংস্থাগুলি একাধিক পরিকল্পনা নিয়ে এসেছে তাঁদের গ্রাহকদের কথা মাথায় রেখে ৷ মেয়াদি বিমা, এন্ডোমেন্ট, ইউনিট লিঙ্কড ইনসুরেন্স প্ল্যানস বা ইউএলআইপি, মানি ব্যাক পলিসি ইত্যাদি ৷

এই সব টার্ম পলিসিগুলি কম প্রিমিয়ামে সর্বাধিক সুরক্ষা প্রদান করে (Zero Cost Term Plan for Policy Holders) ৷ প্রসঙ্গত, এই ট্রাম বা মেয়াদি পরিকল্পনাগুলিতে বিমার ম্যাচুরিটির সুবিধা পাওয়া যায় না, যদি, বিমা চলাকালীন বিমাগ্রাহকের কিছু হয়ে যায় ৷ তাই অনেক মানুষই টার্ম প্ল্যান কেনেন না এই ভেবে যে, এই প্ল্যানগুলিতে ম্যাচুরিটি না থাকায় তাঁদের বিনিয়োগ জলে যাবে ৷ গ্রাহকদের এই চিন্তার কথা মাথায় রেখে অনেক জীবন বিমা সংস্থা ট্রাম প্ল্যান বা মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে প্রিমিয়াম ফেরত পাওয়ার সুবিধা নিয়ে এসেছে ৷

আরও পড়ুন: ‘আপনার সাধ্যের মধ্যে খরচ’ নীতি, গাড়ির বিমা কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ

এক্ষেত্রে যদি, বিমা গ্রাহক পলিসির পূর্ণ মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম জমা দেন ৷ তবে, সেই মেয়াদ পর্যন্ত দেওয়া প্রতিটি প্রিমিয়াম সংশ্লীষ্ট বিমা সংস্থা তার গ্রাহককে ফিরিয়ে দেয় ৷ বিমা সংস্থাগুলি এই ধরনের পরিষেবার নাম দিয়েছে, ‘জিরো কস্ট টার্ম ইনসুরেন্স’ (Zero Cost Term Plan) ৷ এমনকি সংস্থাগুলি নির্দিষ্ট সময়ের পর ওই বিমা প্রত্যাহার করে নেওয়ার সুবিধাও প্রদান করছে ৷

Last Updated : Oct 11, 2022, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.