ETV Bharat / business

TCS Suspends 4 Employees: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তদন্তের পর 4 কর্মীকে সাসপেন্ড করল টিসিএস - টাটা কনসালটেন্সি সার্ভিসেস

টাটা কনসালটেন্সি সার্ভিসেসের 4 কর্মীর বিরুদ্ধে সংস্থার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ৷ তদন্তের পর ওই 4 জনকে সাসপেন্ড করল টাটা গ্রুপের এই সংস্থা ৷ অভিযোগ ওই 4 কর্মী সংস্থার কাজে নিজেদের পছন্দের ভেন্ডরদের চুক্তিবদ্ধ করিয়েছেন ৷

TCS Suspends 4 Employees ETV BHARAT
TCS Suspends 4 Employees
author img

By

Published : Jun 24, 2023, 2:11 PM IST

মুম্বই, 24 জুন: সংস্থার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4 কর্মীকে সাসপেন্ড করল টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সংস্থার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে ৷ একমাস আগে দাখিল হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

শুক্রবার সন্ধ্যের পর টিসিএস-এর তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেখানে বলা হয়েছে, একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, অভিযোগগুলির সঙ্গে কাউকে বা সংস্থার সঙ্গে প্রতারণা ও আর্থিক জালিয়াতির কোনও সম্পর্ক নেই ৷ গতকাল সকালে সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় ৷ তার পরেই সংস্থার তরফে এই বিবৃতি প্রকাশ করে বলা হয়, "নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির যে অভিযোগ করা হয়েছিল, তা ভুল ৷"

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ যথেষ্ট বিশ্বাসী ৷ তারা নির্ধারিত নিয়োগ অনুযায়ী বিভিন্ন প্রজেক্টে কর্মীদের নিযুক্ত করে এবং তা পুরোপুরি কন্ট্র্যাক্টর বা ঠিকাদার সংস্থার মাধ্যমে হয় ৷’’ কিন্তু, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ঠিকাদারদের দ্বারা নিযুক্ত এই ধরনের চুক্তি সংস্থান নিয়োগে বেনিয়ম করা হয়েছে ৷ এর সঙ্গে সংস্থার প্রধান কর্মকর্তাদের কেউ এই ধরনের বেনিয়মের সঙ্গে জড়িত নন বলে জানানো হয়েছে টিসিএস-এর তরফে ৷

আরও পড়ুন: টিঙ্গো ইনকর্পোরেটেডের বিরুদ্ধে হিন্ডেনবার্গ কী কী অভিযোগ এনেছে ?

পুরো বিষয়টি টিসিএস সংস্থার আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ৷ যেখানে সংস্থার কয়েকজন কর্মী এবং ভেন্ডর, যাঁরা ঠিকাদার সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৷ তবে, সেখানে কোনও আর্থিক চুক্তি বা লেনদেনের বিষয় তদন্তে উঠে আসেনি ৷ সেখানে কয়েকজন কর্মী নিজেদের পছন্দসই ভেন্ডরকে পরিষেবা প্রদানের জন্য বাছাই করেছেন ৷ সেই কারণে ওই 4 জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে টিসিএস ৷ তবে, এই ঘটনার পর সংস্থার শেয়ারবাজারে দর 0.66 শতাংশ পড়ে গিয়েছে ৷

মুম্বই, 24 জুন: সংস্থার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4 কর্মীকে সাসপেন্ড করল টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সংস্থার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে ৷ একমাস আগে দাখিল হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

শুক্রবার সন্ধ্যের পর টিসিএস-এর তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ সেখানে বলা হয়েছে, একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, অভিযোগগুলির সঙ্গে কাউকে বা সংস্থার সঙ্গে প্রতারণা ও আর্থিক জালিয়াতির কোনও সম্পর্ক নেই ৷ গতকাল সকালে সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় ৷ তার পরেই সংস্থার তরফে এই বিবৃতি প্রকাশ করে বলা হয়, "নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির যে অভিযোগ করা হয়েছিল, তা ভুল ৷"

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ যথেষ্ট বিশ্বাসী ৷ তারা নির্ধারিত নিয়োগ অনুযায়ী বিভিন্ন প্রজেক্টে কর্মীদের নিযুক্ত করে এবং তা পুরোপুরি কন্ট্র্যাক্টর বা ঠিকাদার সংস্থার মাধ্যমে হয় ৷’’ কিন্তু, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ঠিকাদারদের দ্বারা নিযুক্ত এই ধরনের চুক্তি সংস্থান নিয়োগে বেনিয়ম করা হয়েছে ৷ এর সঙ্গে সংস্থার প্রধান কর্মকর্তাদের কেউ এই ধরনের বেনিয়মের সঙ্গে জড়িত নন বলে জানানো হয়েছে টিসিএস-এর তরফে ৷

আরও পড়ুন: টিঙ্গো ইনকর্পোরেটেডের বিরুদ্ধে হিন্ডেনবার্গ কী কী অভিযোগ এনেছে ?

পুরো বিষয়টি টিসিএস সংস্থার আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ৷ যেখানে সংস্থার কয়েকজন কর্মী এবং ভেন্ডর, যাঁরা ঠিকাদার সংস্থা বাছাইয়ের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৷ তবে, সেখানে কোনও আর্থিক চুক্তি বা লেনদেনের বিষয় তদন্তে উঠে আসেনি ৷ সেখানে কয়েকজন কর্মী নিজেদের পছন্দসই ভেন্ডরকে পরিষেবা প্রদানের জন্য বাছাই করেছেন ৷ সেই কারণে ওই 4 জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে টিসিএস ৷ তবে, এই ঘটনার পর সংস্থার শেয়ারবাজারে দর 0.66 শতাংশ পড়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.