ETV Bharat / business

পদ্ম ঝড়ে তেজি সূচক, মোদিতেই ভরসা বিনিয়োগকারীদের ! - পদ্ম ঝড়ে ঊর্ধ্বমুখী সেনসেক্স

Stock Market Soars to Record High: উত্তরের তিনটি রাজ্যে রেকর্ড আসনে জয়ী বিজেপি ৷ তার পরেই স্টক মার্কেট আকাশচুম্বী হয়েছিল ৷ BSE সেনসেক্স 877.43 পয়েন্ট বা 1.30 শতাংশ লাফিয়েছে । নিফটিও 284.80 পয়েন্ট বা 1.41 শতাংশ বেড়ে 20,552.70 এর সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে।

Stock Market Soars to Record High:
পদ্ম ঝড়ে ঊর্ধ্বমুখী সেনসেক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 1:15 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর: রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছে বিজেপি ৷ তিন রাজ্যে পদ্ম ঝড়ের দাপটে কংগ্রেস কুপোকাত হলেও শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ৷ সোমবার বাজার খুলতেই সূচকের ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের আশা আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ বিজেপির এই জয় যে অর্থনীতি ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরাও ৷ রবিবার 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 80 মার্কিন ডলারের নীচে নেমে গিয়েছে ৷ যা বিনিয়োগকারীদের মধ্যেও আশা জাগিয়েছে ৷ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আশার সঞ্চার করেছে ৷

সোমবার বাজার শেয়ার বাজার খুলতেই মুম্বই স্টকএক্স চেঞ্জের সূচক 877.43 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 68,358.62তে পৌঁছে গিয়েছে ৷ পাশাপাশি নিফটির সূচক 284.80 পয়েন্ট 20,552.70তে পৌঁছেছে ৷ যা বিগত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ৷ এদিনই আদানি এন্টারপ্রাইজ, আদানি স্পোর্টসের শেয়ারের দাম যাথাক্রমে 6.79 ও 4.52 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এছড়াও এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, ভারতী এয়ারটেল, এটিপিসি, এবং লারসেন ও ট্রুব্রোর বাজারদরও ছিল লাভজনক ৷ বিশেষজ্ঞদের মতে এই সমস্ত শেয়ারে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেবেন ৷

অপরদিরকে মারুতি, ব্রিটানিয়া, ও ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজের শেয়ার এই ঊর্ধগতির ট্রেন্ডে গা ভাসাতে পারেনি ৷ তথ্য অনুয়ায়ী, শুক্রবারই বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলি প্রায় 1,589.61 কোটি টাকার বিনিয়োগ করেছে শেয়ার বাজারে ৷ জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস- এর পক্ষ থেকে বিনিয়োগ বিশেষজ্ঞ ভি কে বিজয়কুমার বলেন, "বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার উপর বিশেষ প্রভাব ফেলে ৷ বিনিয়োগকারীরা বাজার- বান্ধব সরকার পছন্দ করেন ৷ তবে নির্বাচনের ফল আশাতীত ভালো হওয়ায় বাজারে তার প্রভাব ইতিবাচক হবে ৷" দেশের বাজারে পাশাপাশি মার্কিন শেয়ার সূচকও বৃদ্ধি পেয়েছিল ৷ শুক্রবার বাজার বন্ধের সময় পর্যন্ত মার্কিন শেয়ার বাজারের সূচক ছিল ঊর্ধ্বমুখী ৷

বিশ্ববাজারে তেলের দামও কমছে ৷ গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড 0.63 শতাংশ কমে প্রতি দাম হয়েছে 78.38 মার্কিন ডলার ৷ বিশ্ব বাজারে ক্রু়ড অয়েলের দাম কমা এক প্রকার ইতিবাচক বলে মনে করছেন বিশেজ্ঞরা ৷ তার উপর চলতি সপ্তাহেই শীর্ষ ব্যাংক সুদের হার সম্পর্কিত নতুন কিছু ঘোষণা করতে পারে ৷ শুক্রবার, নিফটি 134.75 পয়েন্ট বা 0.67 শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ 20,267.90-এ স্থির হয়েছিল ৷

গত সপ্তাহে, বিএসই বেঞ্চমার্ক 1,511.15 পয়েন্ট বা 2.29 শতাংশ পৌঁছে গিয়েছিল ৷ যেখানে নিফটি 473.2 পয়েন্ট বা 2.39 শতাংশ বেড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলির মূলধন শুক্রবার প্রথমবার 4 ট্রিলিয়ন (টাকা 334.72 ট্রিলিয়ন) মার্কিন ডলার অতিক্রম করেছে ৷ মুম্বই স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলি বুধবার (29 নভেম্বর) প্রথম 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলকে ছুঁয়েছে ৷

আরও পড়ুন:

  1. নিষেধ থাকা সত্ত্বেও কীভাবে লুকআউট নোটিশ, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিআইডির জবাব তলব তেলেঙ্গানা হাইকোর্টের
  2. এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে ইচ্ছুক সংস্থা ? নতুন নির্দেশিকা প্রকাশ বোম্বে স্টক এক্সচেঞ্জের
  3. চিনের নিউমোনিয়া পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের রফতানিকারীদের, সংক্রমণ ছড়ালে ব্যবসায় প্রভাব পড়ার শঙ্কা

মুম্বই, 4 ডিসেম্বর: রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছে বিজেপি ৷ তিন রাজ্যে পদ্ম ঝড়ের দাপটে কংগ্রেস কুপোকাত হলেও শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ৷ সোমবার বাজার খুলতেই সূচকের ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের আশা আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না ৷ বিজেপির এই জয় যে অর্থনীতি ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরাও ৷ রবিবার 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 80 মার্কিন ডলারের নীচে নেমে গিয়েছে ৷ যা বিনিয়োগকারীদের মধ্যেও আশা জাগিয়েছে ৷ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও আশার সঞ্চার করেছে ৷

সোমবার বাজার শেয়ার বাজার খুলতেই মুম্বই স্টকএক্স চেঞ্জের সূচক 877.43 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 68,358.62তে পৌঁছে গিয়েছে ৷ পাশাপাশি নিফটির সূচক 284.80 পয়েন্ট 20,552.70তে পৌঁছেছে ৷ যা বিগত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ৷ এদিনই আদানি এন্টারপ্রাইজ, আদানি স্পোর্টসের শেয়ারের দাম যাথাক্রমে 6.79 ও 4.52 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এছড়াও এসবিআই, আইসিআইসিআই ব্যাংক, ভারতী এয়ারটেল, এটিপিসি, এবং লারসেন ও ট্রুব্রোর বাজারদরও ছিল লাভজনক ৷ বিশেষজ্ঞদের মতে এই সমস্ত শেয়ারে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেবেন ৷

অপরদিরকে মারুতি, ব্রিটানিয়া, ও ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজের শেয়ার এই ঊর্ধগতির ট্রেন্ডে গা ভাসাতে পারেনি ৷ তথ্য অনুয়ায়ী, শুক্রবারই বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলি প্রায় 1,589.61 কোটি টাকার বিনিয়োগ করেছে শেয়ার বাজারে ৷ জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস- এর পক্ষ থেকে বিনিয়োগ বিশেষজ্ঞ ভি কে বিজয়কুমার বলেন, "বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার উপর বিশেষ প্রভাব ফেলে ৷ বিনিয়োগকারীরা বাজার- বান্ধব সরকার পছন্দ করেন ৷ তবে নির্বাচনের ফল আশাতীত ভালো হওয়ায় বাজারে তার প্রভাব ইতিবাচক হবে ৷" দেশের বাজারে পাশাপাশি মার্কিন শেয়ার সূচকও বৃদ্ধি পেয়েছিল ৷ শুক্রবার বাজার বন্ধের সময় পর্যন্ত মার্কিন শেয়ার বাজারের সূচক ছিল ঊর্ধ্বমুখী ৷

বিশ্ববাজারে তেলের দামও কমছে ৷ গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড 0.63 শতাংশ কমে প্রতি দাম হয়েছে 78.38 মার্কিন ডলার ৷ বিশ্ব বাজারে ক্রু়ড অয়েলের দাম কমা এক প্রকার ইতিবাচক বলে মনে করছেন বিশেজ্ঞরা ৷ তার উপর চলতি সপ্তাহেই শীর্ষ ব্যাংক সুদের হার সম্পর্কিত নতুন কিছু ঘোষণা করতে পারে ৷ শুক্রবার, নিফটি 134.75 পয়েন্ট বা 0.67 শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ 20,267.90-এ স্থির হয়েছিল ৷

গত সপ্তাহে, বিএসই বেঞ্চমার্ক 1,511.15 পয়েন্ট বা 2.29 শতাংশ পৌঁছে গিয়েছিল ৷ যেখানে নিফটি 473.2 পয়েন্ট বা 2.39 শতাংশ বেড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলির মূলধন শুক্রবার প্রথমবার 4 ট্রিলিয়ন (টাকা 334.72 ট্রিলিয়ন) মার্কিন ডলার অতিক্রম করেছে ৷ মুম্বই স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলি বুধবার (29 নভেম্বর) প্রথম 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলকে ছুঁয়েছে ৷

আরও পড়ুন:

  1. নিষেধ থাকা সত্ত্বেও কীভাবে লুকআউট নোটিশ, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিআইডির জবাব তলব তেলেঙ্গানা হাইকোর্টের
  2. এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে ইচ্ছুক সংস্থা ? নতুন নির্দেশিকা প্রকাশ বোম্বে স্টক এক্সচেঞ্জের
  3. চিনের নিউমোনিয়া পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের রফতানিকারীদের, সংক্রমণ ছড়ালে ব্যবসায় প্রভাব পড়ার শঙ্কা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.