ETV Bharat / business

Digital Payments: কীভাবে ডিজিটাল পেমেন্টের সময় প্রতারণা থেকে বাঁচবেন?

এখন ক্যাশলেস ডিজিটাল পেমেন্টের যুগ ৷ তাল মিলিয়ে বাড়ছে ডিজিটাল পেমেন্টের প্রবণতা ৷ অন্যদিকে, পাশাপাশি বাড়ছে ডিজিটাল জালিয়াতি । তাই একটু অসাবধানতা কষ্ট করে উপার্জন করা অর্থ কেড়ে নিতে পারে । জেনে নিন নিরাপদ থাকতে এবং সমস্যামুক্ত ডিজিটাল পেমেন্ট করতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ।

fraud prone digital payments
ডিজিটাল পেমেন্ট
author img

By

Published : Jul 4, 2023, 11:20 AM IST

হায়দরাবাদ, 4 জুলাই: এখন ডিজিটাল যুগ ৷ হাতে মোবাইল আর অ্যাকাউন্টে টাকা থাকলে জীবন অনেকটাই সোজা ৷ ডিজিটাল পেমেন্ট করতে পারবেন যে কেউ ৷ ডিজিটাল পেমেন্টের অনেক সুবিধা । আপনাকে নগদ টাকা সঙ্গে নিয়ে ঘুরতে হয় না । আজকাল রাস্তার ছোট দোকান থেকে রেস্তরাঁয় গিয়ে আমরা ডিজিটালভাবে ছোট বা বড় যে কোনও পরিমাণ টাকা পেমেন্ট করতে পারি ৷ মোটামুটি সবার কাছে এখন ডিজিটাল পেমেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে ৷

  • সাইবার দস্যুদের হানা থেকে কীভাবে বাঁচবেন ?

সবাই ডিজিটাল মাধ্যমে গ্রাহকদের কাছে থেকে টাকা গ্রহণ করছে । তবে যত ডিজিটাল পেমেন্টের রমরমা বাড়ছে সঙ্গে উপদ্রব দেখা দিচ্ছে সাইবার দস্যুদের ৷ তারা ওত পেতে রয়েছে । সাইবার অপরাধীরা অনেক বেশি জাল বিস্তার করে রেখেছে ৷ তারা খুব গুছিয়ে ছলেবলে কথার জালে ফেলে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে ৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন লিংক বা মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে তাদের ফাঁদে নিয়ে নেয় ।

পরিসংখ্যান থেকে উঠে এসেছে যে ডিজিটাল জালিয়াতির হার আগের তুলনায় এখন প্রায় 28 শতাংশে বেড়েছে । তা সত্ত্বেও দ্রুত গতিতে বিশ্বে বাড়ছে ডিজিটাল পেমেন্টের প্রবণতা ৷ এখন ডিজিটাল পেমেন্ট সকলের কাছে অনিবার্য হয়ে উঠেছে । সুতরাং পেমন্টের সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি । এখন অনেক ডিজিটাল পেমেন্ট অ্যাপ পাওয়া যায় । এই অ্যাপগুলি ব্যবহার করার জন্য গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডের বিবরণ জানাতে হয় ।

ফলে অ্যাপটি যে নির্ভরযোগ্য তা দু'বার যাচাই করার পরই ব্যবহার শুরু করুন । এমন অ্যাপ ব্যবহার করা উচিত যা আমাদের আর্থিক তথ্য সুরক্ষিত রাখে । নইলে প্রতারণার শিকার হতে পারেন ৷ তাই আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন তা আপনার তথ্য কতটা ব্যবহার করছে জানতে শর্তাবলী আগে পড়ে নিন ।

  • ফ্রি ওয়াই-ফাইয়ে পেমেন্ট নয়

এখন অনেক জায়গায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাওয়া যায় । আপনি অন্য কোনও কাজে এটি ব্যবহার করতে পারেন ৷ কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেমন, ব্যাঙ্কিং বা ইউপিআই অ্যাপ ব্যবহার করার সময় কোনও পরিস্থিতিতেই ফ্রি ওয়াই-ফাই দিয়ে পেমেন্ট করবেন না । প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অনেক সাইবার দস্যু মোবাইল ফোন হ্যাক করার জন্য বিনামূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করছে । আপনার মোবাইল ফোনে টাকা পেমেন্টের অ্যাপ ব্যবহার করতে একটি দ্বি-পদক্ষেপ নিরাপত্তা (টু স্টেপ সিকিওরিটি) ব্যবস্থা রাখুন । অ্যাপটি চালু করতে এবং লেনদেন করতে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত । বায়োমেট্রিকও ব্যবহার করতে পারেন ।

  • ছয় সংখ্যার পাসওয়ার্ড রাখুন

অনেকেই ডিজিটাল লেনদেনের জন্য সহজ পাসওয়ার্ড রাখেন । এটা কোনো অবস্থাতেই সঠিক নয় । ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সময় একটি চার বা ছয় সংখ্যার পিন রাখা প্রয়োজন । কোনো অবস্থাতেই এই পাসওয়ার্ড কাউকে বলবেন না । অনেকে 1234 এর মত পাসওয়ার্ড রাখেন । এটা মোটেও নিরাপদ নয় । সম্পূর্ণ সুরক্ষা পেতে গেলে পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা উচিত ।

  • জাল কিউআর কোড থেকে সাবধান

দোকানে পেমেন্ট করার জন্য কিউআর কোড রয়েছে । কেউ সেখানে কোড স্ক্যান করতে পারে এবং মুহূর্তের মধ্যে টাকা সংশ্লিষ্টের কাছে চলে যায় । কখনও কখনও প্রতারণামূলক কিউআর কোডও থাকতে পারে । না জেনে স্ক্যান করলে আপানার ফোনের সব তথ্য পৌঁছে যাবে সাইবার জালিয়াতিদের কাছে । তাই কোন কোড স্ক্যান করার আগে তা দুবার চেক করুন । বিস্তারিত জানতে দোকানদারকে জিজ্ঞাসা করুন । তবেই লেনদেন সম্পূর্ণ করুন ।

আরও পড়ুন: নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন করতে এগুলি মেনে চলুন

ডিজিটাল পেমেন্ট এখন জীবনের একটি অংশ । সমস্ত সতর্কতা অবলম্বন করে এই লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করুন । টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্টের সুবিধার্থে পলিসিধারীদের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস(ইউপিআই) ভিত্তিক পেমেন্ট উপলব্ধ করেছে । এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেমেন্ট করা যাবে । কোম্পানির তরফে জানানো হয়েছে এতে এর ফলে পলিসি হোল্ডার সহজেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবে । তাদের লক্ষ্য হল পলিসি পুনর্নবীকরণ সহজ করা ৷

হায়দরাবাদ, 4 জুলাই: এখন ডিজিটাল যুগ ৷ হাতে মোবাইল আর অ্যাকাউন্টে টাকা থাকলে জীবন অনেকটাই সোজা ৷ ডিজিটাল পেমেন্ট করতে পারবেন যে কেউ ৷ ডিজিটাল পেমেন্টের অনেক সুবিধা । আপনাকে নগদ টাকা সঙ্গে নিয়ে ঘুরতে হয় না । আজকাল রাস্তার ছোট দোকান থেকে রেস্তরাঁয় গিয়ে আমরা ডিজিটালভাবে ছোট বা বড় যে কোনও পরিমাণ টাকা পেমেন্ট করতে পারি ৷ মোটামুটি সবার কাছে এখন ডিজিটাল পেমেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে ৷

  • সাইবার দস্যুদের হানা থেকে কীভাবে বাঁচবেন ?

সবাই ডিজিটাল মাধ্যমে গ্রাহকদের কাছে থেকে টাকা গ্রহণ করছে । তবে যত ডিজিটাল পেমেন্টের রমরমা বাড়ছে সঙ্গে উপদ্রব দেখা দিচ্ছে সাইবার দস্যুদের ৷ তারা ওত পেতে রয়েছে । সাইবার অপরাধীরা অনেক বেশি জাল বিস্তার করে রেখেছে ৷ তারা খুব গুছিয়ে ছলেবলে কথার জালে ফেলে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে ৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন লিংক বা মেসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে তাদের ফাঁদে নিয়ে নেয় ।

পরিসংখ্যান থেকে উঠে এসেছে যে ডিজিটাল জালিয়াতির হার আগের তুলনায় এখন প্রায় 28 শতাংশে বেড়েছে । তা সত্ত্বেও দ্রুত গতিতে বিশ্বে বাড়ছে ডিজিটাল পেমেন্টের প্রবণতা ৷ এখন ডিজিটাল পেমেন্ট সকলের কাছে অনিবার্য হয়ে উঠেছে । সুতরাং পেমন্টের সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি । এখন অনেক ডিজিটাল পেমেন্ট অ্যাপ পাওয়া যায় । এই অ্যাপগুলি ব্যবহার করার জন্য গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডের বিবরণ জানাতে হয় ।

ফলে অ্যাপটি যে নির্ভরযোগ্য তা দু'বার যাচাই করার পরই ব্যবহার শুরু করুন । এমন অ্যাপ ব্যবহার করা উচিত যা আমাদের আর্থিক তথ্য সুরক্ষিত রাখে । নইলে প্রতারণার শিকার হতে পারেন ৷ তাই আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন তা আপনার তথ্য কতটা ব্যবহার করছে জানতে শর্তাবলী আগে পড়ে নিন ।

  • ফ্রি ওয়াই-ফাইয়ে পেমেন্ট নয়

এখন অনেক জায়গায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাওয়া যায় । আপনি অন্য কোনও কাজে এটি ব্যবহার করতে পারেন ৷ কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেমন, ব্যাঙ্কিং বা ইউপিআই অ্যাপ ব্যবহার করার সময় কোনও পরিস্থিতিতেই ফ্রি ওয়াই-ফাই দিয়ে পেমেন্ট করবেন না । প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অনেক সাইবার দস্যু মোবাইল ফোন হ্যাক করার জন্য বিনামূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করছে । আপনার মোবাইল ফোনে টাকা পেমেন্টের অ্যাপ ব্যবহার করতে একটি দ্বি-পদক্ষেপ নিরাপত্তা (টু স্টেপ সিকিওরিটি) ব্যবস্থা রাখুন । অ্যাপটি চালু করতে এবং লেনদেন করতে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত । বায়োমেট্রিকও ব্যবহার করতে পারেন ।

  • ছয় সংখ্যার পাসওয়ার্ড রাখুন

অনেকেই ডিজিটাল লেনদেনের জন্য সহজ পাসওয়ার্ড রাখেন । এটা কোনো অবস্থাতেই সঠিক নয় । ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সময় একটি চার বা ছয় সংখ্যার পিন রাখা প্রয়োজন । কোনো অবস্থাতেই এই পাসওয়ার্ড কাউকে বলবেন না । অনেকে 1234 এর মত পাসওয়ার্ড রাখেন । এটা মোটেও নিরাপদ নয় । সম্পূর্ণ সুরক্ষা পেতে গেলে পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা উচিত ।

  • জাল কিউআর কোড থেকে সাবধান

দোকানে পেমেন্ট করার জন্য কিউআর কোড রয়েছে । কেউ সেখানে কোড স্ক্যান করতে পারে এবং মুহূর্তের মধ্যে টাকা সংশ্লিষ্টের কাছে চলে যায় । কখনও কখনও প্রতারণামূলক কিউআর কোডও থাকতে পারে । না জেনে স্ক্যান করলে আপানার ফোনের সব তথ্য পৌঁছে যাবে সাইবার জালিয়াতিদের কাছে । তাই কোন কোড স্ক্যান করার আগে তা দুবার চেক করুন । বিস্তারিত জানতে দোকানদারকে জিজ্ঞাসা করুন । তবেই লেনদেন সম্পূর্ণ করুন ।

আরও পড়ুন: নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন করতে এগুলি মেনে চলুন

ডিজিটাল পেমেন্ট এখন জীবনের একটি অংশ । সমস্ত সতর্কতা অবলম্বন করে এই লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করুন । টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্টের সুবিধার্থে পলিসিধারীদের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস(ইউপিআই) ভিত্তিক পেমেন্ট উপলব্ধ করেছে । এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেমেন্ট করা যাবে । কোম্পানির তরফে জানানো হয়েছে এতে এর ফলে পলিসি হোল্ডার সহজেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবে । তাদের লক্ষ্য হল পলিসি পুনর্নবীকরণ সহজ করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.