মুম্বই, 21 সেপ্টেম্বর: ফের পতন হল শেয়ারবাজারের (Share Markets Fall) ৷ বুধবার দিনের শুরুতেই বাজার খুলতেই 227.93 পয়েন্ট পড়ে বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স নেমে যায় 59,491.81 পয়েন্টে ৷ পতন হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক নিফটি'রও ৷ বাজার খুলতেই 55.05 পয়েন্ট পড়ে 17,761.20 পয়েন্টে নেমে আসে নিফটি ৷ পড়ে অবশ্য কিছুটা থিতু হয় শেয়ার সূচক (Share Markets fall in early trade) ৷
এদিন যেসব সংস্থার শেয়ারে পতন হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, টিসিএস, কোটাক মহিন্দ্রা ৷
আরও পড়ুন: স্পাইসজেট 80 জন পাইলটকে বিনা বেতনে তিন মাসের ছুটিতে পাঠালো
মঙ্গলবার বাজার বন্ধের সময় আগের দিনের তুলনায় 578.51 পয়েন্ট উপরে উঠে 59,719.74 পয়েন্টে থেমেছিল সেনসেক্স (Sensex) ৷ নিফটি (NIFTY) বন্ধ হয়েছিল 17,816.25 পয়েন্টে ৷ যা আগের দিনের তুলনায় 194 পয়েন্ট বেশি ৷