ETV Bharat / business

Share Market: পর পর ছ’দিন রেকর্ড বৃদ্ধির পর শেয়ার বাজারে পতন - Sensex tumbles in early trade

গত ছ’দিন ধরে শেয়ার বাজারে রেকর্ড বৃদ্ধি দেখা যাচ্ছিল ৷ কিন্তু ইনফোসিস 2024 অর্থবর্ষে লক্ষ্যমাত্রা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় শুক্রবার বাজার খুলতেই পতন লক্ষ্য করা গেল ৷

Share Market
Share Market
author img

By

Published : Jul 21, 2023, 1:17 PM IST

মুম্বই, 21 জুলাই: একের পর রেকর্ড ভাঙার পর শুক্রবার সকালে শেয়ার বাজারে কিছুটা পতন লক্ষ্য করা গেল ৷ 2024 অর্থবর্ষে বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে আইটি বেহেমথ ইনফোসিস ৷ এই খবর সামনে আসার পরই এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি হ্রাস পেয়েছে । বাজারের ব্লুচিপ সংস্থা হিসেবে পরিচিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের শেয়ারের দামেও পতন হয়েছে ৷

এ দিন সকালে 30-শেয়ারের বিএসই সেনসেক্স প্রাথমিক বাণিজ্যে 749.75 পয়েন্ট কমে 66,822.15-তে নেমেছে । এনএসই নিফটি 203.15 পয়েন্ট কমে 19,776-এ দাঁড়িয়েছে । ফলে দু’টি বেঞ্চমার্কই নড়েবড়ে অবস্থায় বাণিজ্য শুরু করেছে ৷

জুন ত্রৈমাসিকে ইনফোসিসের বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 11 শতাংশ ৷ কিন্তু তা 8 শতাংশে শেষ হবে বলে মনে করা হচ্ছে ৷ এই পূর্বাভাস আসার পরই ওই সংস্থার তরফ থেকে 2024 আর্থিক বছরের বৃদ্ধির লক্ষ্যমাত্রা 1 থেকে 3.5 শতাংশ কমিয়ে দেওয়া হয় ৷ আর তার প্রভাব এসে পড়ে মূলত সেনসেক্সের উপর ৷

আরও পড়ুন: সর্বকালীন রেকর্ড গড়ে 64 হাজারে সেনসেক্স, নিফটি পৌঁছল 19 হাজারে

এ দিন শেয়ার বাজারে পতনের প্রভাব পড়েছে এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো, হিন্দুস্তান ইউনিলিভার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টেক মাহিন্দ্রার মতো সংস্থাগুলির উপর ৷ আবার এর মধ্যেও লাভ করেছে লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নেসলে, পাওয়ার গ্রিড ও টাটা মোটরসের মতো সংস্থাগুলি ৷

অন্যদিকে এশিয়ার অন্য শেয়ার বাজারগুলির মধ্যে টোকিও-তে ভালো ব্যবসা হয়নি ৷ সিওল, সাংহাই ও হংকং-এ অবশ্য শেয়ার বাজার এ দিন ঊর্ধ্বমুখী ৷ বৃহস্পতিবার মার্কিন বাজারগুলি বেশিরভাগ নিচের দিকে শেষ হয়েছে । গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড 0.78 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি 80.26 মার্কিন ডলার হয়েছে ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বিএসই বেঞ্চমার্ক 474.46 পয়েন্ট বা 0.71 শতাংশ বেড়ে বৃহস্পতিবার 67,571.90-এ শেষ হয়৷ যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছিল ৷ এই নিয়ে পর পর ছ’দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল ৷ তবে বৃহস্পতিবার একটা সময় এই ইক্যুইটি বেঞ্চমার্ক 521.73 পয়েন্ট বা 0.77 শতাংশ বেড়ে 67,619.17-এ পৌঁছে গিয়েছিল ৷ এখনও পর্যন্ত কোনও দিনে এটাই সেরা বৃদ্ধি ৷

আরও পড়ুন: 18 দেশে প্রাথমিক মুদ্রা হিসাবে গতি লাভ করেছে ভারতীয় টাকা

গতকাল নিফটিও 146 পয়েন্ট বা 0.74 শতাংশ বেড়ে 19,979.15-এর রেকর্ড উচ্চতায় শেষ হয় । বাজার কেনা-বেচা চলাকালীন, এটি 158.7 পয়েন্ট বা 0.80 শতাংশ বেড়ে 19,991.85-এর রেকর্ড সর্বোচ্চ বৃদ্ধিতে পৌঁছেছিল ৷ অন্যদিকে এক্সচেঞ্জ ডেটা অনুসারে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই বৃহস্পতিবার 3,370.90 কোটি টাকার ইক্যুইটি কিনেছে ৷

মুম্বই, 21 জুলাই: একের পর রেকর্ড ভাঙার পর শুক্রবার সকালে শেয়ার বাজারে কিছুটা পতন লক্ষ্য করা গেল ৷ 2024 অর্থবর্ষে বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে আইটি বেহেমথ ইনফোসিস ৷ এই খবর সামনে আসার পরই এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি হ্রাস পেয়েছে । বাজারের ব্লুচিপ সংস্থা হিসেবে পরিচিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের শেয়ারের দামেও পতন হয়েছে ৷

এ দিন সকালে 30-শেয়ারের বিএসই সেনসেক্স প্রাথমিক বাণিজ্যে 749.75 পয়েন্ট কমে 66,822.15-তে নেমেছে । এনএসই নিফটি 203.15 পয়েন্ট কমে 19,776-এ দাঁড়িয়েছে । ফলে দু’টি বেঞ্চমার্কই নড়েবড়ে অবস্থায় বাণিজ্য শুরু করেছে ৷

জুন ত্রৈমাসিকে ইনফোসিসের বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 11 শতাংশ ৷ কিন্তু তা 8 শতাংশে শেষ হবে বলে মনে করা হচ্ছে ৷ এই পূর্বাভাস আসার পরই ওই সংস্থার তরফ থেকে 2024 আর্থিক বছরের বৃদ্ধির লক্ষ্যমাত্রা 1 থেকে 3.5 শতাংশ কমিয়ে দেওয়া হয় ৷ আর তার প্রভাব এসে পড়ে মূলত সেনসেক্সের উপর ৷

আরও পড়ুন: সর্বকালীন রেকর্ড গড়ে 64 হাজারে সেনসেক্স, নিফটি পৌঁছল 19 হাজারে

এ দিন শেয়ার বাজারে পতনের প্রভাব পড়েছে এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো, হিন্দুস্তান ইউনিলিভার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টেক মাহিন্দ্রার মতো সংস্থাগুলির উপর ৷ আবার এর মধ্যেও লাভ করেছে লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নেসলে, পাওয়ার গ্রিড ও টাটা মোটরসের মতো সংস্থাগুলি ৷

অন্যদিকে এশিয়ার অন্য শেয়ার বাজারগুলির মধ্যে টোকিও-তে ভালো ব্যবসা হয়নি ৷ সিওল, সাংহাই ও হংকং-এ অবশ্য শেয়ার বাজার এ দিন ঊর্ধ্বমুখী ৷ বৃহস্পতিবার মার্কিন বাজারগুলি বেশিরভাগ নিচের দিকে শেষ হয়েছে । গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড 0.78 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি 80.26 মার্কিন ডলার হয়েছে ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বিএসই বেঞ্চমার্ক 474.46 পয়েন্ট বা 0.71 শতাংশ বেড়ে বৃহস্পতিবার 67,571.90-এ শেষ হয়৷ যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছিল ৷ এই নিয়ে পর পর ছ’দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল ৷ তবে বৃহস্পতিবার একটা সময় এই ইক্যুইটি বেঞ্চমার্ক 521.73 পয়েন্ট বা 0.77 শতাংশ বেড়ে 67,619.17-এ পৌঁছে গিয়েছিল ৷ এখনও পর্যন্ত কোনও দিনে এটাই সেরা বৃদ্ধি ৷

আরও পড়ুন: 18 দেশে প্রাথমিক মুদ্রা হিসাবে গতি লাভ করেছে ভারতীয় টাকা

গতকাল নিফটিও 146 পয়েন্ট বা 0.74 শতাংশ বেড়ে 19,979.15-এর রেকর্ড উচ্চতায় শেষ হয় । বাজার কেনা-বেচা চলাকালীন, এটি 158.7 পয়েন্ট বা 0.80 শতাংশ বেড়ে 19,991.85-এর রেকর্ড সর্বোচ্চ বৃদ্ধিতে পৌঁছেছিল ৷ অন্যদিকে এক্সচেঞ্জ ডেটা অনুসারে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই বৃহস্পতিবার 3,370.90 কোটি টাকার ইক্যুইটি কিনেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.