নয়াদিল্লি, 16 নভেম্বর: বৃহস্পতিবার এক লাফে 400 পয়েন্ট বেড়ে 66 হাজারের সূচক ছুঁল সেনসেক্স । এর ফলে বর্তমানে বিএসই সেনসেক্স 66 হাজার পয়েন্টের উপরে লেনদেন করছে ৷ এনটিপিসি 2 শতাংশ ও টিসিএস 2 শতাংশ বেড়েছে ।
দীপাবলির ছুটির পর বৃহস্পতিবারই খুলেছে শেয়ার বাজার ৷ আর প্রথমদিনেই সেনসেক্স বৃদ্ধি শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ৷ বিনিয়োগকারীদের কাছে এটি অবশ্যই সুখবর ৷ তবে এদিন সেনসেক্স বাড়ার কারণ উৎসবের মরশুমে প্রচুর পরিমাণে ব্যবসা হয়েছে ৷ এর ফলে বেড়েছে লেনদেন ৷ তারই প্রভাব আজ দেখা গেল সেনসেক্সে ৷
জিওজিট ফিনান্সিয়াল সার্ভিসেস-এর প্রধান বিনিয়োগ কৌশলবিদ ভিকে বিজয়কুমার এ বিষয়ে বলেন, "বাজারে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল ডিআইআই, এইচএনআই এবং খুচরা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান প্রভাব এবং এফপিআই-এর হ্রাসপ্রাপ্ত প্রভাব ৷ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত এফপিআইগুলি এক্সচেঞ্জের মাধ্যমে 83 হাজার 422 কোটি টাকার স্টক বিক্রি করেছে । এই সময়ের মধ্যে ডিআইআই একাই 77 হাজার 995 কোটি টাকার স্টক কিনেছে । ডিআইআই এবং ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্রয় দ্বারা এফপিআই বিক্রি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে যাচ্ছে । এই কারণেই নিফটি প্রায় 19 হাজার 675- এর একই স্তরে রয়েছে, যা অগস্টের শুরুতে ছিল ।"
বাজারের স্থিতিস্থাপকতা এবং বুধবারের মতো অনুকূল দিনে শক্তিশালী পদক্ষেপগুলি এফপিআই কৌশলে বিনিয়োগে পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে । সে কারণেই নভেম্বরের অন্য সব দিন বিক্রি অব্যাহত থাকার পর বুধবার 550 কোটি টাকা আয় হয়েছে । ব্যাংকিং স্টক, বিশেষ করে লার্জ-ক্যাপ-এর জন্য এফআইআইয়ের ক্রেতা বাড়তে সুবিধা হয়, যেগুলোর মূল্য আকর্ষণীয় । এ ক্ষেত্রে অটোমোবাইল একটি শক্তিশালী উইকেট ৷ এমনটাই জানিয়েছেন জিওজিট ফিনান্সিয়াল সার্ভিসেস-এর প্রধান বিনিয়োগ কৌশলবিদ ভিকে বিজয়কুমার ৷
আরও পড়ুন: