ETV Bharat / business

Jio AirFiber Launched: কলকাতা-সহ দেশের 8টি শহরে চালু হল জিও এয়ার ফাইবার, প্ল্যান শুরু কত থেকে? - রিলায়েন্স জিও

মঙ্গলবার কলকাতা-সহ ভারতের 8টি শহরে জিওএয়ার ফাইবার পরিষেবা চালু করেছে রিলায়েন্স ৷ মিলবে উচ্চগতির ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা ৷

Jio AirFiber
জিও এয়ারফাইবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 4:46 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দিন কলকাতা-সহ দেশের আটটি শহরে নতুন জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করল রিলায়েন্স ৷ এই ওয়্যারলেস ব্রডব্যান্ডে মিলবে উচ্চ-গতি সম্পন্ন ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা ৷ এমনটাই দাবি করা হয়েছে রিলায়েন্স জিও'র তরফে ৷ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে জিও'র বার্ষিক সাধারণ সভা ৷ সেখানেই এই ঘোষণা করা হয়েছে ৷ যে আটটি শহরে জিও ফাইবার পরিষেবা পাওয়া যাবে তা হল - আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনে ৷ এই টেলিকম অপারেটর সংস্থার লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয়দের বাড়িতে পৌঁছনো এবং পরিষেবা দেওয়া ৷ জানা গিয়েছে, জিও'র অপটিক্যাল ফাইবার পরিকাঠামো ভারত জুড়ে 1.5 মিলিয়ন কিলোমিটারের বেশি বিস্তৃত ।

জিও এয়ার ফাইবার কী?

জিও এয়ার ফাইবার কোনও তার ছাড়াই বাতাসে ফাইবারের মতো গতি সরবরাহ করে । ব্যবহারকারীদের কেবল এটি প্লাগ ইন করতে হবে ৷ সেটি করার পরেই এটি চালু করতে হবে ৷ ব্যাস, তাহলেই মিলবে ইন্টারনেট পরিষেবা ৷ এর জন্য গ্রাহকদের বাড়িতে একটি ব্যক্তিগত ওয়াই-ফাই হটস্পট থাকবে ।

জিও এয়ার ফাইবার হল, একটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সলিউশন, যা বাড়ি এবং অফিসে 1 জিবিপিএস পর্যন্ত বিশৃঙ্খলামুক্ত উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিয়ে আসে । স্মার্টফোন-সহ একাধিক যেমন ডিভাইস, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং সেট-টপ বক্সে এই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে ৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, একাধিক ডিভাইসে ব্যবহার করা হলেও গতির সঙ্গে কোনওরকম আপস করবে না ইন্টারনেট পরিষেবা ৷ একই সঙ্গে একাধিক ডিভাইস নিশ্চিন্তে সংযুক্ত করা যেতে পারে ।

একাধিক ডিভাইসে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা

ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ইন্টারনেট সংযোগ দেওযার ক্ষেত্রে প্রায়শই আমাদের দেশের বেশিরভাগ অংশে অনেক সময় লেগে যায় ৷ বাড়ির চারপাশে অপটিক্যাল-ফাইবার প্রসারিত করতে বিভিন্ন জটিলতার সম্মুখীণ হতে হয় ৷ সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা পেতে দেরি হয় ৷ এর কারণে লক্ষ লক্ষ গ্রাহক বাড়িতে হোম ব্রডব্যান্ড নিতে অনীহা বোধ করে ৷ এমনটাই ব্যাখ্যা করে বলেছে জিও এবং পাশাপাশি দাবি করেছে, এইসব বিষয় থেকে মুক্তি দেবে এয়ারফাইবার ৷ বাড়ি বাড়ি বিনা ঝামেলায় পৌঁছনই তাদের লক্ষ্য ও প্রাসঙ্গিকতা ।

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন,"আমাদের বিস্তৃত ফাইবার-টু-দ্য-হোম পরিষেবা জিও ফাইবার ৷ এটি ইতিমধ্যেই 10 মিলিয়নেরও বেশি গ্রাহকদের পরিষেবা দিচ্ছে ৷ প্রতি মাসে আরও কয়েক হাজার গ্রাহক সংযুক্ত হচ্ছেন ৷ কিন্তু এখনও লক্ষ লক্ষ বাড়ি এবং ছোট ব্যবসা রয়েছে যাদের দ্রুত গতিতে সংযুক্ত করতে হবে ৷"

তাঁর কথায়, জিওএয়ারফাইবার-এর সঙ্গে তাঁরা দেশের প্রতিটি বাড়িকে যুক্ত করবে এবং একই মানের ইন্টারনেট পরিষেবা দেবে ৷ দ্রুত বাড়িগুলিকে কভার করার জন্য জিও বাজার প্রসারিত করছে ৷ জিওএয়ারফাইবারে শিক্ষা, স্বাস্থ্য, নজরদারি এবং স্মার্ট হোম সমাধানগুলির সঙ্গে বিশ্বমানের ডিজিটাল বিনোদন, স্মার্ট হোম পরিষেবা এবং ব্রডব্যান্ড-সহ লক্ষ লক্ষ বাড়িতে পরিষেবা দিতে সক্ষম হবে ৷

কতটাকা থেকে শুরু প্ল্যান?

জিওএয়ারফাইবার-এর প্ল্যান শুরু হচ্ছে 599 টাকা থেকে ৷ এতে 30 এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে এবং পাশাপাশি মিলবে 550+ ডিজিটাল চ্যানেল এবং 14+ ওটিটি অ্যাপ ৷ জিও এয়ার ফাইবার ম্য়াক্স পর্যন্ত পরিষেবা প্রসারিত করা যাবে ৷ যার মূল্য 3999 টাকা ৷ এই পরিষেবায় মিলবে 550+ ডিজিটাল চ্যানেল এবং 14+ ওটিটি অ্যাপের সঙ্গে 1000 এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৷ প্ল্যানগুলি 6 মাস বা এক বছরের জন্য উপলব্ধ ।

কীভাবে পাওয়া যাবে পরিষেবা ?

একটি জিওএয়ারফাইবার সংযোগ পেতে আগ্রহী গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে 60008-60008 নম্বরে একটি মিসড কল দিতে পারেন ৷ অথবা জিও ওয়েবসাইট বা নিকটস্থ জিও স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারেন ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবায় চালু হচ্ছে জিও এয়ার-ফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির

জিও'র সামগ্রিক গ্রাহক সংখ্যা এখন 45 কোটির মাইলফলক অতিক্রম করেছে । উল্লেখযোগ্যভাবে, ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারীরা এই সংস্থা অক্টোবর 2022 থেকে দেশে উচ্চগতির 5জি পরিষেবা সরবরাহ করা শুরু করেছে ৷ 3জি এবং 4জি'র তুলনায় 5জি'র খুব কম লেটেন্সি রয়েছে ৷ যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ায় ৷ কম লেটেন্সি একটি বেশি দেরি না-করে খুব বেশি পরিমাণে ডেটা মেসেজ প্রক্রিয়াকরণের দক্ষতা রাখে ।

(সংবাদ সংস্থা-এএনআই)

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দিন কলকাতা-সহ দেশের আটটি শহরে নতুন জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করল রিলায়েন্স ৷ এই ওয়্যারলেস ব্রডব্যান্ডে মিলবে উচ্চ-গতি সম্পন্ন ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা ৷ এমনটাই দাবি করা হয়েছে রিলায়েন্স জিও'র তরফে ৷ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে জিও'র বার্ষিক সাধারণ সভা ৷ সেখানেই এই ঘোষণা করা হয়েছে ৷ যে আটটি শহরে জিও ফাইবার পরিষেবা পাওয়া যাবে তা হল - আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনে ৷ এই টেলিকম অপারেটর সংস্থার লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয়দের বাড়িতে পৌঁছনো এবং পরিষেবা দেওয়া ৷ জানা গিয়েছে, জিও'র অপটিক্যাল ফাইবার পরিকাঠামো ভারত জুড়ে 1.5 মিলিয়ন কিলোমিটারের বেশি বিস্তৃত ।

জিও এয়ার ফাইবার কী?

জিও এয়ার ফাইবার কোনও তার ছাড়াই বাতাসে ফাইবারের মতো গতি সরবরাহ করে । ব্যবহারকারীদের কেবল এটি প্লাগ ইন করতে হবে ৷ সেটি করার পরেই এটি চালু করতে হবে ৷ ব্যাস, তাহলেই মিলবে ইন্টারনেট পরিষেবা ৷ এর জন্য গ্রাহকদের বাড়িতে একটি ব্যক্তিগত ওয়াই-ফাই হটস্পট থাকবে ।

জিও এয়ার ফাইবার হল, একটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সলিউশন, যা বাড়ি এবং অফিসে 1 জিবিপিএস পর্যন্ত বিশৃঙ্খলামুক্ত উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিয়ে আসে । স্মার্টফোন-সহ একাধিক যেমন ডিভাইস, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং সেট-টপ বক্সে এই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে ৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, একাধিক ডিভাইসে ব্যবহার করা হলেও গতির সঙ্গে কোনওরকম আপস করবে না ইন্টারনেট পরিষেবা ৷ একই সঙ্গে একাধিক ডিভাইস নিশ্চিন্তে সংযুক্ত করা যেতে পারে ।

একাধিক ডিভাইসে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা

ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ইন্টারনেট সংযোগ দেওযার ক্ষেত্রে প্রায়শই আমাদের দেশের বেশিরভাগ অংশে অনেক সময় লেগে যায় ৷ বাড়ির চারপাশে অপটিক্যাল-ফাইবার প্রসারিত করতে বিভিন্ন জটিলতার সম্মুখীণ হতে হয় ৷ সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা পেতে দেরি হয় ৷ এর কারণে লক্ষ লক্ষ গ্রাহক বাড়িতে হোম ব্রডব্যান্ড নিতে অনীহা বোধ করে ৷ এমনটাই ব্যাখ্যা করে বলেছে জিও এবং পাশাপাশি দাবি করেছে, এইসব বিষয় থেকে মুক্তি দেবে এয়ারফাইবার ৷ বাড়ি বাড়ি বিনা ঝামেলায় পৌঁছনই তাদের লক্ষ্য ও প্রাসঙ্গিকতা ।

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন,"আমাদের বিস্তৃত ফাইবার-টু-দ্য-হোম পরিষেবা জিও ফাইবার ৷ এটি ইতিমধ্যেই 10 মিলিয়নেরও বেশি গ্রাহকদের পরিষেবা দিচ্ছে ৷ প্রতি মাসে আরও কয়েক হাজার গ্রাহক সংযুক্ত হচ্ছেন ৷ কিন্তু এখনও লক্ষ লক্ষ বাড়ি এবং ছোট ব্যবসা রয়েছে যাদের দ্রুত গতিতে সংযুক্ত করতে হবে ৷"

তাঁর কথায়, জিওএয়ারফাইবার-এর সঙ্গে তাঁরা দেশের প্রতিটি বাড়িকে যুক্ত করবে এবং একই মানের ইন্টারনেট পরিষেবা দেবে ৷ দ্রুত বাড়িগুলিকে কভার করার জন্য জিও বাজার প্রসারিত করছে ৷ জিওএয়ারফাইবারে শিক্ষা, স্বাস্থ্য, নজরদারি এবং স্মার্ট হোম সমাধানগুলির সঙ্গে বিশ্বমানের ডিজিটাল বিনোদন, স্মার্ট হোম পরিষেবা এবং ব্রডব্যান্ড-সহ লক্ষ লক্ষ বাড়িতে পরিষেবা দিতে সক্ষম হবে ৷

কতটাকা থেকে শুরু প্ল্যান?

জিওএয়ারফাইবার-এর প্ল্যান শুরু হচ্ছে 599 টাকা থেকে ৷ এতে 30 এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে এবং পাশাপাশি মিলবে 550+ ডিজিটাল চ্যানেল এবং 14+ ওটিটি অ্যাপ ৷ জিও এয়ার ফাইবার ম্য়াক্স পর্যন্ত পরিষেবা প্রসারিত করা যাবে ৷ যার মূল্য 3999 টাকা ৷ এই পরিষেবায় মিলবে 550+ ডিজিটাল চ্যানেল এবং 14+ ওটিটি অ্যাপের সঙ্গে 1000 এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ ৷ প্ল্যানগুলি 6 মাস বা এক বছরের জন্য উপলব্ধ ।

কীভাবে পাওয়া যাবে পরিষেবা ?

একটি জিওএয়ারফাইবার সংযোগ পেতে আগ্রহী গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে 60008-60008 নম্বরে একটি মিসড কল দিতে পারেন ৷ অথবা জিও ওয়েবসাইট বা নিকটস্থ জিও স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারেন ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবায় চালু হচ্ছে জিও এয়ার-ফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির

জিও'র সামগ্রিক গ্রাহক সংখ্যা এখন 45 কোটির মাইলফলক অতিক্রম করেছে । উল্লেখযোগ্যভাবে, ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারীরা এই সংস্থা অক্টোবর 2022 থেকে দেশে উচ্চগতির 5জি পরিষেবা সরবরাহ করা শুরু করেছে ৷ 3জি এবং 4জি'র তুলনায় 5জি'র খুব কম লেটেন্সি রয়েছে ৷ যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ায় ৷ কম লেটেন্সি একটি বেশি দেরি না-করে খুব বেশি পরিমাণে ডেটা মেসেজ প্রক্রিয়াকরণের দক্ষতা রাখে ।

(সংবাদ সংস্থা-এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.