ETV Bharat / business

RBI Forex Reserves: 9 মাসে আরবিআই-এর বিদেশি মুদ্রার ভান্ডারের পরিমাণ সর্বোচ্চ - ফরেক্স

ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিদেশি মুদ্রার পরিমাণ 586.4 বিলিয়ন ডলার ৷ গত 9 মাসে যা সর্বোচ্চ বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷

RBI Forex Reserves ETV BHARAT
RBI Forex Reserves
author img

By

Published : Apr 22, 2023, 10:12 PM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল: ভারতীয় ফরেক্স বা বিদেশি মুদ্রার ভান্ডার নিয়ে সুখবর শোনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহ উর্ধ্বমুখী এর দর বেড়েছে ৷ গত 14 এপ্রিল 2023 সাল থেকে ভারতের বিদেশি মুদ্রার কোষাগারে 1.63 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিদেশি মুদ্রার পরিমাণ 586.4 বিলিয়ন ডলার বলে জানানো হয়েছে ৷ এর আগে গত 7 এপ্রিল বিদেশি মুদ্রার ভান্ডারে 6.3 বিলিয়ন ডলারের বৃদ্ধি দেখা গিয়েছিল ৷

বিদেশি মুদ্রার ভান্ডার নিয়ে শনিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি তথ্য প্রকাশ করেছে ৷ সেখানে বলা হয়েছে, ভারতের বিদেশি মুদ্রার ভান্ডারে বৃদ্ধির পরিমাণ গত 9 মাসে সবচেয়ে বেশি হয়েছে ৷ ফলে বিদেশি মুদ্রার ভান্ডার সর্বোচ্চ 586.4 বিলিয়ন ডলারে পৌঁছেছে ৷ 2022 সালের শুরুতে, ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার 633 বিলিয়ন ডলার ছিল ৷ আর 2021 সালের অক্টোবর মাসে বিদেশি মুদ্রার ভান্ডার সর্বোচ্চ 645 বিলিয়ন ডলার ছিল বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ এই বৃদ্ধির সঙ্গেই বিদেশি সম্পদের পরিমাণও 1.58 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ৷ এই বৃদ্ধির পর মোট বিদেশি সম্পদের পরিমাণ 516.63 বিলিয়ন ডলার হয়েছে ৷

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

তবে, বিদেশি মুদ্রা ও সম্পদের বৃদ্ধির পাশাপাশি ক্ষতিও হয়েছে ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সোনার সঞ্চয়ে 5.21 মিলিয়ন ডলার পতন হয়েছে ৷ ফলে সঞ্চিত সোনার বর্তমান দর 46.17 বিলিয়ন ডলার হয়েছে ৷ বিশ্ব অর্থনীতিতে নানান ঘটনাক্রমে, ভারতীয় মুদ্রার বিনিময় হারে পতন আটকাতে রিজার্ভ ব্যাংকের দেশীয় সঞ্চয় ব্যবহার করা হয়েছিল ৷ সেই কারণে, পরবর্তী সময়ে সেখানেও পতন দেখা গিয়েছে ৷ গত মাসে বিদেশি মুদ্রার সঞ্চয়ে যে পতন হয়েছিল, তার অন্যতম কারণ তার আগে বৃদ্ধির পরিমাণ অনেক বেশি ছিল ৷ তাই বিদেশি মুদ্রার সঞ্চয়ের নীতির কারণে ভারতীয় মুদ্রার বিশ্ব বাজারে পতন দেখা দিয়েছে ৷

নয়াদিল্লি, 22 এপ্রিল: ভারতীয় ফরেক্স বা বিদেশি মুদ্রার ভান্ডার নিয়ে সুখবর শোনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহ উর্ধ্বমুখী এর দর বেড়েছে ৷ গত 14 এপ্রিল 2023 সাল থেকে ভারতের বিদেশি মুদ্রার কোষাগারে 1.63 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকে বিদেশি মুদ্রার পরিমাণ 586.4 বিলিয়ন ডলার বলে জানানো হয়েছে ৷ এর আগে গত 7 এপ্রিল বিদেশি মুদ্রার ভান্ডারে 6.3 বিলিয়ন ডলারের বৃদ্ধি দেখা গিয়েছিল ৷

বিদেশি মুদ্রার ভান্ডার নিয়ে শনিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি তথ্য প্রকাশ করেছে ৷ সেখানে বলা হয়েছে, ভারতের বিদেশি মুদ্রার ভান্ডারে বৃদ্ধির পরিমাণ গত 9 মাসে সবচেয়ে বেশি হয়েছে ৷ ফলে বিদেশি মুদ্রার ভান্ডার সর্বোচ্চ 586.4 বিলিয়ন ডলারে পৌঁছেছে ৷ 2022 সালের শুরুতে, ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার 633 বিলিয়ন ডলার ছিল ৷ আর 2021 সালের অক্টোবর মাসে বিদেশি মুদ্রার ভান্ডার সর্বোচ্চ 645 বিলিয়ন ডলার ছিল বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ এই বৃদ্ধির সঙ্গেই বিদেশি সম্পদের পরিমাণও 1.58 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে ৷ এই বৃদ্ধির পর মোট বিদেশি সম্পদের পরিমাণ 516.63 বিলিয়ন ডলার হয়েছে ৷

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

তবে, বিদেশি মুদ্রা ও সম্পদের বৃদ্ধির পাশাপাশি ক্ষতিও হয়েছে ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সোনার সঞ্চয়ে 5.21 মিলিয়ন ডলার পতন হয়েছে ৷ ফলে সঞ্চিত সোনার বর্তমান দর 46.17 বিলিয়ন ডলার হয়েছে ৷ বিশ্ব অর্থনীতিতে নানান ঘটনাক্রমে, ভারতীয় মুদ্রার বিনিময় হারে পতন আটকাতে রিজার্ভ ব্যাংকের দেশীয় সঞ্চয় ব্যবহার করা হয়েছিল ৷ সেই কারণে, পরবর্তী সময়ে সেখানেও পতন দেখা গিয়েছে ৷ গত মাসে বিদেশি মুদ্রার সঞ্চয়ে যে পতন হয়েছিল, তার অন্যতম কারণ তার আগে বৃদ্ধির পরিমাণ অনেক বেশি ছিল ৷ তাই বিদেশি মুদ্রার সঞ্চয়ের নীতির কারণে ভারতীয় মুদ্রার বিশ্ব বাজারে পতন দেখা দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.