ETV Bharat / business

Nirmala Sitharaman: প্রধানমন্ত্রী জন ধন যোজনা দেশের অর্থনীতিতে বিপ্লব এনেছে, দাবি নির্মলা সীতারমনের - কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Ninth Anniversary of Pradhan Mantri Jan Dhan Yojana: প্রধানমন্ত্রী জন ধন যোজনা 50 কোটিরও বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সাহায্য করেছে ৷ সোমবার এই যোজনার নবম বার্ষিকীতে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

Finance Minister Nirmala Sitharaman
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 3:27 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: প্রধানমন্ত্রী জন ধন যোজনা দেশের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছে ৷ সোমবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তাঁর কথায়, এই যোজনার ফলে 50 কোটিরও বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যবস্থার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে ৷ যার ফলে ক্রমবর্ধমান জমা আমানত 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ।

বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগগুলির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা ৷ এর নবম বার্ষিকীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের 55.5 শতাংশ মহিলারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এবং 67 শতাংশ অ্যাকাউন্ট খোলা হয়েছে গ্রামীণ/মফস্বল এলাকায় । এই স্কিমের অধীনে, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা মার্চ 2015 সালে14.72 কোটি ছিল ৷ সেখানে থেকে 3.4 গুণ বেড়ে 16 অগস্ট 2023 সালে হয়েছে 50.09 কোটি ।

মোট আমানত মার্চ 2015 সালে ছিল 15 হাজার 670 কোটি টাকা ৷ সেখান থেকে বেড়ে 2023 সালের অগস্ট পর্যন্ত 2.03 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে । জন ধন অ্যাকাউন্টে গড় জমা টাকা 3.8 গুণ বেড়েছে ৷ 2015 সালের মার্চ পর্যন্ত যা ছিল 1 হাজার 65 টাকা ৷ তার থেকে বেড়ে 2023 সালের অগস্ট মাসে হয়েছে 4 হাজার 63 টাকা ৷ এই অ্যাকাউন্টগুলিতে কোনওরকম চার্জ ছাড়াই প্রায় 34 কোটি রুপে কার্ড ইস্যু করা হয়েছে ৷ যা 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভারও প্রদান করে বলে নির্মলা সীতারামন জানান ।

তাঁর কথায়, এই স্কিমের অধীনে জিরো-ব্যালেন্স অ্যাকাউন্টগুলি অগস্ট 2023 পর্যন্ত মোট অ্যাকাউন্টের 8 শতাংশে নেমে এসেছে, যা 2015 সালে মার্চে ছিল 58 শতাংশ । সীতারামন বলেন, "9 বছর ধরে প্রধানমন্ত্রী জন ধন যোজনা -এর নেতৃত্বে ডিজিটাল ব্যবস্থায় আর্থিক অন্তর্ভুক্তি দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে । স্টেকহোল্ডার, ব্যাংক, বিমা কোম্পানী এবং সরকারি আধিকারিকদের সহযোগিতামূলক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী জন ধন যোজনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে ৷ এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তির আমূল পরিবর্তন ঘটিয়েছে ।"

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ বলেছেন, "জন ধন আধার মোবাইল (জেএএম) সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরকারি সুবিধাগুলিকে নির্বিঘ্নে স্থানান্তর করতে সক্ষম করেছে ৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্টগুলি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মতো মানুষ-কেন্দ্রিক উদ্যোগের ভিত্তি হয়ে উঠেছে এবং সমাজের সমস্ত অংশের, বিশেষ করে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার বৃদ্ধিতে অবদান রেখেছে ৷"

আরও পড়ুন: মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক নির্মলার, ঋণ সংকট নিয়ে কথা

প্রধানমন্ত্রী জন ধন যোজনা 2014 সালে 28 অগস্ট চালু করা হয়েছিল ৷ এটি চালু করার উদ্দেশ্য ছিল, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা ৷ প্রতিটি পরিবারের জন্য জিরো-ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সর্বজনীন ব্যাংকিং পরিষেবা প্রদান করা । (সংবাদ সংস্থা-পিটিআই)

নয়াদিল্লি, 28 অগস্ট: প্রধানমন্ত্রী জন ধন যোজনা দেশের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছে ৷ সোমবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ তাঁর কথায়, এই যোজনার ফলে 50 কোটিরও বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যবস্থার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে ৷ যার ফলে ক্রমবর্ধমান জমা আমানত 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ।

বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগগুলির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা ৷ এর নবম বার্ষিকীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের 55.5 শতাংশ মহিলারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এবং 67 শতাংশ অ্যাকাউন্ট খোলা হয়েছে গ্রামীণ/মফস্বল এলাকায় । এই স্কিমের অধীনে, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা মার্চ 2015 সালে14.72 কোটি ছিল ৷ সেখানে থেকে 3.4 গুণ বেড়ে 16 অগস্ট 2023 সালে হয়েছে 50.09 কোটি ।

মোট আমানত মার্চ 2015 সালে ছিল 15 হাজার 670 কোটি টাকা ৷ সেখান থেকে বেড়ে 2023 সালের অগস্ট পর্যন্ত 2.03 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে । জন ধন অ্যাকাউন্টে গড় জমা টাকা 3.8 গুণ বেড়েছে ৷ 2015 সালের মার্চ পর্যন্ত যা ছিল 1 হাজার 65 টাকা ৷ তার থেকে বেড়ে 2023 সালের অগস্ট মাসে হয়েছে 4 হাজার 63 টাকা ৷ এই অ্যাকাউন্টগুলিতে কোনওরকম চার্জ ছাড়াই প্রায় 34 কোটি রুপে কার্ড ইস্যু করা হয়েছে ৷ যা 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভারও প্রদান করে বলে নির্মলা সীতারামন জানান ।

তাঁর কথায়, এই স্কিমের অধীনে জিরো-ব্যালেন্স অ্যাকাউন্টগুলি অগস্ট 2023 পর্যন্ত মোট অ্যাকাউন্টের 8 শতাংশে নেমে এসেছে, যা 2015 সালে মার্চে ছিল 58 শতাংশ । সীতারামন বলেন, "9 বছর ধরে প্রধানমন্ত্রী জন ধন যোজনা -এর নেতৃত্বে ডিজিটাল ব্যবস্থায় আর্থিক অন্তর্ভুক্তি দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে । স্টেকহোল্ডার, ব্যাংক, বিমা কোম্পানী এবং সরকারি আধিকারিকদের সহযোগিতামূলক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী জন ধন যোজনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে ৷ এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তির আমূল পরিবর্তন ঘটিয়েছে ।"

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ বলেছেন, "জন ধন আধার মোবাইল (জেএএম) সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরকারি সুবিধাগুলিকে নির্বিঘ্নে স্থানান্তর করতে সক্ষম করেছে ৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্টগুলি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মতো মানুষ-কেন্দ্রিক উদ্যোগের ভিত্তি হয়ে উঠেছে এবং সমাজের সমস্ত অংশের, বিশেষ করে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার বৃদ্ধিতে অবদান রেখেছে ৷"

আরও পড়ুন: মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক নির্মলার, ঋণ সংকট নিয়ে কথা

প্রধানমন্ত্রী জন ধন যোজনা 2014 সালে 28 অগস্ট চালু করা হয়েছিল ৷ এটি চালু করার উদ্দেশ্য ছিল, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা ৷ প্রতিটি পরিবারের জন্য জিরো-ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সর্বজনীন ব্যাংকিং পরিষেবা প্রদান করা । (সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.