মুম্বই, 21 ফেব্রুয়ারি: দেশের রাষ্ট্রায়ত্ত তিনটি তেল পরিশোধন এবং বিপণন সংস্থা - ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) - এর রেটিং নিশ্চিত করল মুডিস ইনভেস্টর্স সার্ভিস (Moody's Rating)৷ এই তিনটি সংস্থার অবস্থা স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছে এই সংস্থা (Moodys rating on Indian Oil Companies Stable)৷
মুডিসের সহকারী ভাইস প্রেসিডেন্ট এবং বিশ্লেষক শ্বেতা পাতোদিয়া বলেছেন, "রেটিং নিশ্চিতকরণ আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে ৷ আমাদের মতে রাষ্ট্রীয় মালিকানাধীন পরিশোধন এবং বিপণন সংস্থাগুলির অপারেটিং কর্মক্ষমতা উন্নত হতে থাকবে কারণ অপরিশোধিত তেলের দাম কম থাকায় বিপণনের ক্ষতি কমাবে এবং কাজের মূলধনের প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণ করবে ৷"
পাতোদিয়া আরও বলেন যে, এই কোম্পানিগুলির জন্য রেটিং দৃষ্টিভঙ্গিতে মুডিসের প্রত্যাশার কথা বলা হয়েছে ৷ মুডিসের আশা, সরকার সমর্থন অব্যাহত রাখবে এবং তেল বিপণন সংস্থাগুলিকে তাদের অতীত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে । রেটিং দৃষ্টিভঙ্গির পিছনে যুক্তি ব্যাখ্যা করে মুডিস বলেছে যে, 30 সেপ্টেম্বর 2022 (এপ্রিল-সেপ্টেম্বর) শেষ হওয়া ছয় মাসের গড় মূল্য 105 মার্কিন ডলারের তুলনায় 2022 সালের অক্টোবর থেকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 17 শতাংশ কমে ব্যারেল প্রতি 85 ডলারের কাছাকাছি হয়েছে । এছাড়াও বলা হয়েছে যে, তেল বিপণন সংস্থাগুলির (ওএমসি) মুনাফা বেড়েছে কারণ এই সময়ের মধ্যে পেট্রলিয়াম পণ্যগুলির খুচরা বিক্রয় মূল্য "অপরিবর্তিত" রয়েছে ।
আরও পড়ুন: 'আগামী 1-2 বছর চিন্তার', আদানিদের মাথাব্যথা বাড়াল আরেক মার্কিন সংস্থার রিপোর্ট
রাশিয়ার অপরিশোধিত তেলের বর্ধিত ক্রয় ভারতীয় শোধকদেরও উপকৃত করেছে বলে মত মুডিসের । সংঘাতের আগে, রাশিয়ার অপরিশোধিত তেল ভারতীয় শোধকদের জন্য মোট অপরিশোধিত তেল খরচের 2 শতাংশেরও কম ছিল ৷ কিন্তু সেই সময়ের থেকে দাম প্রায় 15-20 শতাংশে বেড়েছে বলে জানানো হয়েছে ৷ আগামী 12-18 মাসে এই প্রবণতা অব্যাহত থাকবে এবং ভারতীয় শোধকরা তাতে উপকৃত হতে পারে বলে আশা পাতোদিয়ার ৷
মুডিস আরও উল্লেখ করেছে যে, দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিই (IOCL, BPCL, HPCL) তাদের স্বল্পমেয়াদী ঋণের তুলনায় কম নগদ ভারসাম্য বজায় রাখে ৷