নয়াদিল্লি, 31 মার্চ: বাড়তে চলেছে মারুতি সুজুকি সংস্থার গাড়ির দাম ৷ আগামী এপ্রিল থেকেই এই সংস্থার তৈরির সব যাত্রীবাহী গাড়ি ও এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের দাম বাড়তে চলেছে ৷ এই মুহূর্তে ভারতে চার চাকার গাড়ি বিক্রি করে এমন সংস্থাগুলির মধ্যে মারুতি সুজুকির তৈরি গাড়িগুলির দাম সবচেয়ে বেশি ৷ ভারতে এই সংস্থা জাপানের সুজুকি কর্পোরেশনের সহযোগী হিসেবে কাজ করে ৷
এই সংস্থা দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু গাড়ির মডেল তৈরি করে ৷ যার মধ্যে রয়েছে ওয়াগনার, সেলেরিও, অল্টো, সুইফট ও ব্যালেনোর মতো গাড়ি ৷ এছাড়াও রয়েছে ডিজায়ার, সিয়াজ ৷ এই গাড়ি দু’টি আবার পেট্রল বা সিএনজি, উভয় জ্বালানিতেই চালানো যায় ৷ তাছাড়া ভারতীয় ক্রেতাদের কাছে সাত আসনের এর্টিগা এবং পাঁচ আসনের ব্রেজা ও ইকোও বেশ জনপ্রিয় ৷ যাত্রীবাহী যানের পাশাপাশি এই সংস্থা সিএনজি, পেট্রল ও ডিজেল চালিত হালকা বাণিজ্যিক যানবাহন তৈরি করে ৷
এদিকে এই সংস্থা গাড়ির দাম বাড়ানোর কথা বলেছে ঠিকই ৷ কিন্তু দাম কত শতাংশ বাড়ছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ অন্যদিকে ভারতের দু’টি বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস ও মহিন্দ্রা গ্রুপও সম্ভবত শীঘ্রই তাদের গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে ৷ তবে এই নিয়ে এখনও কিছু বিস্তারিত জানা যায়নি ৷
মহিন্দ্রা গ্রুপ গতমাসেই তাদের এক্সইউভি 700 ও মহিন্দ্রা থর প্রিমিয়াম এসইউভির দাম প্রতিটি মডেলে 50 থেকে 60 হাজার টাকা বাড়িয়েছে ৷ দাম বাড়ানো হয়েছে স্করপিও-রও ৷ গাড়ি নির্মাতারা ক্রমবর্ধমান ইনপুট খরচ, লজিস্টিক খরচ ও সরবরাহ সংক্রান্ত বাধার কারণে দাম বাড়িয়ে চলেছে ৷ এর ফলে গত বছর বেশ কয়েকটি দেশে গাড়ি উৎপাদনে মারাত্মক খারাপ প্রভাব পড়েছিল ৷
মারুতি সুজুকির ক্ষেত্রেও দাম বৃদ্ধি নিয়ে একই কারণ দেখানো হয়েছে ৷ তবে ভারতের সংস্থা নয় আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় জার্মানির দু’টি গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ বেঞ্জ ও অডি-ও গাড়ির দাম বাড়িয়েছে ৷ তারাও দাম বৃদ্ধি নিয়ে একই কারণ দেখিয়েছে ৷ জানা যাচ্ছে, একই কারণ দেখিয়ে গাড়ির বৃদ্ধির পথে হাঁটতে পারে রেনাল্ট ইন্ডিয়াও ৷
আরও পড়ুন: ভারতের বাজারে নতুন দু’টি এসইউভি আনল মারুতি সুজুকি