ETV Bharat / business

71 হাজারে বিএসই সেনসেক্স, শেয়ার বাজারে রেকর্ডের সৌজন্য়ে লাভ ইক্যুইটি বিনিয়োগকারীদের - ইক্যুইটি বিনিয়োগকারী

Sensex Scales 71K Peak: শুক্রবার বিএসই সেনসেক্স প্রথমবার 71 হাজারে পৌঁছেছে ৷ এর ফলে ইক্যুইটি বিনিয়োগকারীদের লাভ হয়েছে 2 লাখ কোটি টাকার বেশি ৷

Sensex Scales 71K Peak
Sensex Scales 71K Peak
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 4:28 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিএসই সেনসেক্স প্রথমবার পৌঁছালো 71 হাজারে ৷ শুক্রবার সকালে শেয়ার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে 71 হাজারে পৌঁছয় বিএসই সেনসেক্স ৷ এর ফলে ইক্যুইটি বিনিয়োগকারীরা 2 লাখ কোটি টাকার বেশি লাভ করেছেন ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তার মূল সুদের হার অপরিবর্তিত রেখেছে ৷ পরের বছর সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ৷ পাশাপাশি বিদেশি তহবিল প্রবাহ (ইন-ফ্লো) বজায় রাখার কথা বলেছে ৷ তার পরই বিশ্বের বাজারে আশাবাদী প্রবণতা তৈরি হয়েছে ৷ সেই প্রভাব পড়ে ভারতের শেয়ার বাজারেও ৷ যার ফলে তিনদিন ধরে ঊর্ধ্বমুখী বিএসই সেনসেক্স ৷ এ দিন সকালের লেনদেনের সময় 30-শেয়ারের বিএসই সেনসেক্স 71,084.08 এ পৌঁছে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছয় ৷ এর জন্য বৃহস্পতিবার যেখানে বাজার বন্ধ হয়েছিল, সেখান থেকে 569.88 পয়েন্ট বাড়তেই এই রেকর্ড হয় ।

বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন (এমক্য়াপ) শুরুর দিকের লেনদেনে 357 লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে । বেঞ্চমার্ক সেনসেক্স সোমবার প্রাথমিক লেনদেনে প্রথমবারের মতো 70 হাজারের স্তর অতিক্রম করে । সেই উচ্চতাকেও শুক্রবার ছাপিয়ে গেল বিএসই ৷

এ দিন সেনসেক্স সংস্থাগুলির মধ্যে, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো ও জেএসডব্লিউ স্টিল সকালের লেনদেনের সময় প্রধান লাভকারী সংস্থা। নেসলে, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক আইটিসি পিছিয়ে ছিল । এশিয়ার বাজারের মধ্যে সিওল, টোকিও, সাংহাই ও হংকং লাভের সঙ্গে ব্যবসা করেছে । বৃহস্পতিবার মার্কিন বাজার ঊর্ধ্বমুখী অবস্থায় শেষ হয়েছে । তাছাড়া জানা গিয়েছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বৃহস্পতিবার 3,570.07 কোটি টাকার ইক্যুইটি কিনেছে ৷

আরও পড়ুন:

  1. পদ্ম ঝড়ে তেজি সূচক, মোদিতেই ভরসা বিনিয়োগকারীদের !
  2. ঘাটতি নিয়েই খুলল বাজার; সেনসেক্স 66,400 পয়েন্ট
  3. পর পর ছ’দিন রেকর্ড বৃদ্ধির পর শেয়ার বাজারে পতন

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিএসই সেনসেক্স প্রথমবার পৌঁছালো 71 হাজারে ৷ শুক্রবার সকালে শেয়ার বাজার খোলার কিছুক্ষণের মধ্যে 71 হাজারে পৌঁছয় বিএসই সেনসেক্স ৷ এর ফলে ইক্যুইটি বিনিয়োগকারীরা 2 লাখ কোটি টাকার বেশি লাভ করেছেন ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তার মূল সুদের হার অপরিবর্তিত রেখেছে ৷ পরের বছর সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ৷ পাশাপাশি বিদেশি তহবিল প্রবাহ (ইন-ফ্লো) বজায় রাখার কথা বলেছে ৷ তার পরই বিশ্বের বাজারে আশাবাদী প্রবণতা তৈরি হয়েছে ৷ সেই প্রভাব পড়ে ভারতের শেয়ার বাজারেও ৷ যার ফলে তিনদিন ধরে ঊর্ধ্বমুখী বিএসই সেনসেক্স ৷ এ দিন সকালের লেনদেনের সময় 30-শেয়ারের বিএসই সেনসেক্স 71,084.08 এ পৌঁছে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছয় ৷ এর জন্য বৃহস্পতিবার যেখানে বাজার বন্ধ হয়েছিল, সেখান থেকে 569.88 পয়েন্ট বাড়তেই এই রেকর্ড হয় ।

বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন (এমক্য়াপ) শুরুর দিকের লেনদেনে 357 লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে । বেঞ্চমার্ক সেনসেক্স সোমবার প্রাথমিক লেনদেনে প্রথমবারের মতো 70 হাজারের স্তর অতিক্রম করে । সেই উচ্চতাকেও শুক্রবার ছাপিয়ে গেল বিএসই ৷

এ দিন সেনসেক্স সংস্থাগুলির মধ্যে, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, উইপ্রো ও জেএসডব্লিউ স্টিল সকালের লেনদেনের সময় প্রধান লাভকারী সংস্থা। নেসলে, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক আইটিসি পিছিয়ে ছিল । এশিয়ার বাজারের মধ্যে সিওল, টোকিও, সাংহাই ও হংকং লাভের সঙ্গে ব্যবসা করেছে । বৃহস্পতিবার মার্কিন বাজার ঊর্ধ্বমুখী অবস্থায় শেষ হয়েছে । তাছাড়া জানা গিয়েছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বৃহস্পতিবার 3,570.07 কোটি টাকার ইক্যুইটি কিনেছে ৷

আরও পড়ুন:

  1. পদ্ম ঝড়ে তেজি সূচক, মোদিতেই ভরসা বিনিয়োগকারীদের !
  2. ঘাটতি নিয়েই খুলল বাজার; সেনসেক্স 66,400 পয়েন্ট
  3. পর পর ছ’দিন রেকর্ড বৃদ্ধির পর শেয়ার বাজারে পতন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.