ETV Bharat / business

India Q1 GDP: লাফিয়ে বাড়ল আর্থিক বৃদ্ধির হার, প্রত্যাশার থেকে কম বলছেন বিশেষজ্ঞরা - ভারতের অর্থনীতি

চলতি আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই বাড়ল (India Q1 GDP)৷ প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার হয়েছে 13.5 শতাংশ ৷ যদিও প্রত্যাশার থেকে এই হার কমই বেড়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের ৷

indias-q1-gdp-logs-13-dot-5-percent-growth-economics-experts-say-it-is-lower-than-expected
থাম্বনেইল
author img

By

Published : Sep 1, 2022, 1:06 PM IST

Updated : Sep 1, 2022, 1:48 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি (India economic growth) এক লাফে অনেকটা বাড়ল ৷ 2021-2022 সালের শেষ কোয়ার্টারে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল 4.1 শতাংশ (GDP)৷ তবে চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে সেই সংখ্যাটাই বেড়ে 13.5 শতাংশ হয়েছে ৷ যদিও বাজারের প্রত্যাশা মতো আর্থির বৃদ্ধির হার বাড়েনি বলেই মত বিশেষজ্ঞদের (India Q1 GDP)৷

চলতি বছর দেশের আর্থিক বৃদ্ধির হার এই প্রথম দুই সংখ্যায় পৌঁছল ৷ শেষবার এটি দুই সংখ্যায় গিয়েছিল 2021-22 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৷ সেই সময় জিডিপি হয়েছিল 20.1 শতাংশ ৷ ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বিবৃতি দিয়ে জানিয়েছে, 2022-এ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের সাধারণ জিডিপি বৃদ্ধি পেয়েছে 26.7 শতাংশ । তুলনায় 2021-22 সালের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল 32.4 শতাংশ ।

রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস ছিল, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 16.2 শতাংশ ৷ তবে তার থেকে কিছুটা কম 13.5 শতাংশ হয়েছে বৃদ্ধির হার ৷ তবে রেটিং এজেন্সি আইসিআরএ-র পূর্বাভাসে এই সময়কালে আর্থিক বৃদ্ধির হার 13 শতাংশ বলা হয়েছিল ৷ 2021-2022 সালের প্রথম কোয়ার্টারে জিডিপি 20.1 শতাংশ হওয়ার পর থেকে পরপর কমতে থাকে আর্থিক বৃদ্ধির হার ৷ সে বছর দ্বিতীয় ত্রৈমাসিকে এটা ছিল 8.4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 5.4 শতাংশ, চতুর্থ ত্রৈমাসিকে তা আরও কমে হয় 4.1 শতাংশ ৷ বর্তমান আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার 7.2 শতাংশ হবে বলে আশা করছে রিজার্ভ ব্যাংক ৷

আরও পড়ুন: আগামী অর্থবর্ষে 8-8.5 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রের

সিআরআইএসআইএল লিমিটেডের মুখ্য অর্থনীতিবিদ ধর্মাকীর্তি যোশি জানিয়েছেন, "প্রথম ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার থেকে কম হয়েছে ৷" মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মুখ্য অর্থনীতিবিদ নিখিল গুপ্তার মতে, "সবমিলিয়ে এটা নিশ্চিত যে ভারতের বৃদ্ধির রিকভারি খুব শক্তপোক্ত ভাবে হয়নি ৷"

করোনার আগের সময়ের থেকে দেশের জিডিরি-র খুব বেশি উন্নতি হয়নি বলেই মনে করছেন অর্থনীতিবিদরা ৷ অতিমারীর প্রভাব কাটলেও দেশের অর্থনীতির বিশেষ উন্নতি হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি (India economic growth) এক লাফে অনেকটা বাড়ল ৷ 2021-2022 সালের শেষ কোয়ার্টারে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল 4.1 শতাংশ (GDP)৷ তবে চলতি আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে সেই সংখ্যাটাই বেড়ে 13.5 শতাংশ হয়েছে ৷ যদিও বাজারের প্রত্যাশা মতো আর্থির বৃদ্ধির হার বাড়েনি বলেই মত বিশেষজ্ঞদের (India Q1 GDP)৷

চলতি বছর দেশের আর্থিক বৃদ্ধির হার এই প্রথম দুই সংখ্যায় পৌঁছল ৷ শেষবার এটি দুই সংখ্যায় গিয়েছিল 2021-22 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৷ সেই সময় জিডিপি হয়েছিল 20.1 শতাংশ ৷ ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বিবৃতি দিয়ে জানিয়েছে, 2022-এ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের সাধারণ জিডিপি বৃদ্ধি পেয়েছে 26.7 শতাংশ । তুলনায় 2021-22 সালের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল 32.4 শতাংশ ।

রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস ছিল, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 16.2 শতাংশ ৷ তবে তার থেকে কিছুটা কম 13.5 শতাংশ হয়েছে বৃদ্ধির হার ৷ তবে রেটিং এজেন্সি আইসিআরএ-র পূর্বাভাসে এই সময়কালে আর্থিক বৃদ্ধির হার 13 শতাংশ বলা হয়েছিল ৷ 2021-2022 সালের প্রথম কোয়ার্টারে জিডিপি 20.1 শতাংশ হওয়ার পর থেকে পরপর কমতে থাকে আর্থিক বৃদ্ধির হার ৷ সে বছর দ্বিতীয় ত্রৈমাসিকে এটা ছিল 8.4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 5.4 শতাংশ, চতুর্থ ত্রৈমাসিকে তা আরও কমে হয় 4.1 শতাংশ ৷ বর্তমান আর্থিক বছরে আর্থিক বৃদ্ধির হার 7.2 শতাংশ হবে বলে আশা করছে রিজার্ভ ব্যাংক ৷

আরও পড়ুন: আগামী অর্থবর্ষে 8-8.5 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রের

সিআরআইএসআইএল লিমিটেডের মুখ্য অর্থনীতিবিদ ধর্মাকীর্তি যোশি জানিয়েছেন, "প্রথম ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার থেকে কম হয়েছে ৷" মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মুখ্য অর্থনীতিবিদ নিখিল গুপ্তার মতে, "সবমিলিয়ে এটা নিশ্চিত যে ভারতের বৃদ্ধির রিকভারি খুব শক্তপোক্ত ভাবে হয়নি ৷"

করোনার আগের সময়ের থেকে দেশের জিডিরি-র খুব বেশি উন্নতি হয়নি বলেই মনে করছেন অর্থনীতিবিদরা ৷ অতিমারীর প্রভাব কাটলেও দেশের অর্থনীতির বিশেষ উন্নতি হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

Last Updated : Sep 1, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.