ETV Bharat / business

International IP Index: ইন্টেলেকচুয়াল প্রপারটি সূচকে 55টি দেশের মধ্যে ভারত 42 নম্বরে - india ranks 42 in 55 countries

ইন্টেলেকচুয়াল প্রপারটি ইনডেক্স (International IP Index) বা সূচকের তালিকায় বিশ্ব অর্থনীতির 55টি দেশের মধ্যে ভারত 42 নম্বরে জায়গা পেয়েছে ৷ শুক্রবার ইউএস চেম্বার্স অফ কমার্সের প্রকাশিত বার্ষিক রিপোর্টে এর উল্লেখ করা হয়েছে ৷

International IP Index ETV BHARAT
International IP Index
author img

By

Published : Feb 25, 2023, 10:55 AM IST

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 25 ফেব্রুয়ারি: ইউএস চেম্বার্স অফ কমার্সের প্রকাশিত আন্তর্জাতিক আইপি অর্থাৎ, ইন্টেলেকচুয়াল প্রপারটি ইনডেক্স বা সূচকের তালিকায় 55টি শীর্ষস্থানীয় বিশ্ব অর্থনীতির মধ্যে ভারত 42তম স্থান পেল (India Ranks 42 in 55 Countries on International IP Index) ৷ ফলে মনে করা হচ্ছে, ভারত ইন্টেলেকচুয়াল প্রপারটির ক্ষেত্রে উদ্ভাবনের সাহায্যে দেশের অর্থনীতিতে বদল আনতে পারে আগামিদিনে ৷ সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপারটি ক্ষেত্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পেতে পারে ।

এ নিয়ে ইউএস চেম্বার্স অফ কমার্সে (US Chambers of Commerce)-র গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট প্যাট্রিক কিলব্রিড জানান, বিশ্বমঞ্চে ভারতের অর্থনৈতিক প্রভাব ও আকৃতি ক্রমশ বাড়ছে ৷ আর তাই ইন্টেলেকচুয়াল প্রপারটি মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে বাজারকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে ভারত ৷ শুক্রবার ইউএস চেম্বার্স অফ কমার্স এ সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে ৷

এই রিপোর্টে পেটেন্ট, কপিরাইট আইন থেকে শুরু করে আইপি অ্যাসেটকে মুদ্রায় পরিণত করার উপায় উল্লেখ রয়েছে ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক চুক্তির অনুমোদনের মতো বিষয়গুলিও তুলে ধরা হয়েছে ৷ ভারত অনবরত কঠোর বিধিনিষেধ আরোপ করে কপিরাইট সংক্রান্ত বিষয়গুলিকে সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ বহু ক্ষেত্রে তা সফল হয়েছে ৷ আর সেই কারণেই বিশ্বের প্রথম 55টি দেশের মধ্যে 42 নম্বরে নিজেদের জায়গা করে নিয়েছে 140 কোটির দেশ ৷

আরও পড়ুন: স্থিতিশীল থাকবে দেশের 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা, বলছে মুডিসের রেটিং

ওই রিপোর্টে বলা হয়েছে, ভারত বর্তমানে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের ক্ষেত্রে উদারতা দেখাচ্ছে ৷ সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপারটির মাধ্যমে ট্যাক্স ইনসেন্টিভও গড়ে তুলছে ৷ পাশাপাশি ইন্টারনেটে জালিয়াতি বা নকল করার ক্ষেত্রে ক্রমশ সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে ৷ ভারত কপিরাইট-লঙ্ঘনকারী বিষয়বস্তুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এবং এই সংক্রান্ত ব্যবস্থাকে আরও উন্নত করেছে বলে ইউএস চেম্বার্স অফ কমার্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপারটি সংক্রান্ত সুরক্ষাকে আরও সহজে বোঝাতে একটি নির্দিষ্ট ফ্রেম ওয়ার্ক তৈরি করেছে ৷ যা সহজে ইন্টারনেট প্রোটোকলকে আরও সুরক্ষিত করবে ৷

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 25 ফেব্রুয়ারি: ইউএস চেম্বার্স অফ কমার্সের প্রকাশিত আন্তর্জাতিক আইপি অর্থাৎ, ইন্টেলেকচুয়াল প্রপারটি ইনডেক্স বা সূচকের তালিকায় 55টি শীর্ষস্থানীয় বিশ্ব অর্থনীতির মধ্যে ভারত 42তম স্থান পেল (India Ranks 42 in 55 Countries on International IP Index) ৷ ফলে মনে করা হচ্ছে, ভারত ইন্টেলেকচুয়াল প্রপারটির ক্ষেত্রে উদ্ভাবনের সাহায্যে দেশের অর্থনীতিতে বদল আনতে পারে আগামিদিনে ৷ সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপারটি ক্ষেত্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পেতে পারে ।

এ নিয়ে ইউএস চেম্বার্স অফ কমার্সে (US Chambers of Commerce)-র গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট প্যাট্রিক কিলব্রিড জানান, বিশ্বমঞ্চে ভারতের অর্থনৈতিক প্রভাব ও আকৃতি ক্রমশ বাড়ছে ৷ আর তাই ইন্টেলেকচুয়াল প্রপারটি মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে বাজারকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে ভারত ৷ শুক্রবার ইউএস চেম্বার্স অফ কমার্স এ সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে ৷

এই রিপোর্টে পেটেন্ট, কপিরাইট আইন থেকে শুরু করে আইপি অ্যাসেটকে মুদ্রায় পরিণত করার উপায় উল্লেখ রয়েছে ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক চুক্তির অনুমোদনের মতো বিষয়গুলিও তুলে ধরা হয়েছে ৷ ভারত অনবরত কঠোর বিধিনিষেধ আরোপ করে কপিরাইট সংক্রান্ত বিষয়গুলিকে সুরক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ বহু ক্ষেত্রে তা সফল হয়েছে ৷ আর সেই কারণেই বিশ্বের প্রথম 55টি দেশের মধ্যে 42 নম্বরে নিজেদের জায়গা করে নিয়েছে 140 কোটির দেশ ৷

আরও পড়ুন: স্থিতিশীল থাকবে দেশের 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা, বলছে মুডিসের রেটিং

ওই রিপোর্টে বলা হয়েছে, ভারত বর্তমানে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের ক্ষেত্রে উদারতা দেখাচ্ছে ৷ সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপারটির মাধ্যমে ট্যাক্স ইনসেন্টিভও গড়ে তুলছে ৷ পাশাপাশি ইন্টারনেটে জালিয়াতি বা নকল করার ক্ষেত্রে ক্রমশ সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে ৷ ভারত কপিরাইট-লঙ্ঘনকারী বিষয়বস্তুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এবং এই সংক্রান্ত ব্যবস্থাকে আরও উন্নত করেছে বলে ইউএস চেম্বার্স অফ কমার্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ সেই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপারটি সংক্রান্ত সুরক্ষাকে আরও সহজে বোঝাতে একটি নির্দিষ্ট ফ্রেম ওয়ার্ক তৈরি করেছে ৷ যা সহজে ইন্টারনেট প্রোটোকলকে আরও সুরক্ষিত করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.