নয়াদিল্লি, 12 অক্টোবর: গত দু বছরে গৃহস্থালীর রান্নার গ্যাস এলপিজি দামের কমে বিক্রি করায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Government To Give Rs 22000 Crore)৷ তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানির খুচরা বিক্রেতাকে এককালীন 22,000 কোটি টাকা অনুদান (Grant for State Run Oil Firms) দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন - এই তিন রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিকে এককালীন অর্থ দেওয়া হবে ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে (Union Cabinet meeting) এই প্রস্তাবে সম্মতি মিলেছে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর ৷ 2020 সালের জুন মাস থেকে 2022 সালের জুন মাস পর্যন্ত গ্রাহকদের এলপিজি দামের থেকে কমে বিক্রি করায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্যই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকার নির্ধারিত দামে গ্রাহকদের গৃহস্থালীর রান্নার গ্যাস এলপিজি বিক্রি করেছে এই তিন সংস্থা ৷ 2020 সালের জুন মাস থেকে 2022 সালের জুন মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম প্রায় 300 শতাংশ বৃদ্ধি পেয়েছিল ৷
আরও পড়ুন: বণিকসভার বিচারে দেশের স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে বাংলা, মিলছে দু’টি পুরস্কার
একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক এলপিজির দামের ওঠানামা যাতে গ্রাহকদের বিশেষ প্রভাবিত করতে না পারে, সে জন্য খরচ বৃদ্ধি সম্পূর্ণরূপে গার্হস্থ্য এলপিজির গ্রাহকদের উপর ঠেলে দেওয়া হয়নি ৷ এই সময়ের মধ্যে গার্হস্থ্য এলপিজির দাম মাত্র 72 শতাংশ বেড়েছে ৷ এর ফলে তিনটি সংস্থাকে অনেকটা ক্ষতির মুখে পড়তে হয়েছে ৷ এই ক্ষতি সত্ত্বেও, তিনটি পিএসইউ কোম্পানি দেশে প্রয়োজনীয় রান্নার জ্বালানির ক্রমাগত সরবরাহ নিশ্চিত করেছে । সরকার তাই দেশীয় এলপিজিতে এই ক্ষতির জন্য তিনটি রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিকে এককালীন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় বিবৃতিতে ৷