নয়াদিল্লি, 8 ডিসেম্বর: দেশের অভ্যন্তরীণ জোগান বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজের রফতানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার । ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড একটি বিজ্ঞপ্তিতে বলেছে, "পেঁয়াজের রফতানি নীতি...মুক্ত থেকে 2024 31 মার্চ পর্যন্ত নিষিদ্ধ করে সংশোধন করা হয়েছে ৷"
পেঁয়াজ একটি রাজনৈতিক-সংবেদনশীল পণ্য । সামনের বছরেই লোকসভা নির্বাচন ৷ এই অবস্থায় বর্তমানে দিল্লির বিক্রেতারা প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে বিক্রি করছেন 70-80 টাকায় । কলকাতায় পেঁয়াজের দাম 60 টাকার আশেপাশে রয়েছে ৷ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বড় এ বার পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ এর আগে, অক্টোবরে উপভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য খুচরা বাজারে প্রতি কেজি 25 টাকা ভর্তুকিযুক্ত হারে বাফার পেঁয়াজ স্টক বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার এর আগে বেশ কিছু পদক্ষেপ করেছে । চলতি বছরের 28 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে প্রতি টন 800 মার্কিন ডলারের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) আরোপ করা হয়েছিল । অগস্টে 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উপর 40 শতাংশ রফতানি শুল্ক আরোপ করে দেশে । ডিজিএফটি আরও বলেছে যে, তাদের অনুরোধের ভিত্তিতে অন্যান্য দেশে সরকার অনুমতি দিলে তার ভিত্তিতে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হবে । পেঁয়াজের চালান, যার লোডিং এই বিজ্ঞপ্তির আগে শুরু হয়েছিল, তা রফতানি করার অনুমতি দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ৷
যেখানে শিপিং বিল দাখিল করা হয়েছে এবং পেঁয়াজ লোড করার জন্য জাহাজগুলি ইতিমধ্যে ভারতীয় বন্দরে নোঙর করেছে এবং এই বিজ্ঞপ্তির আগে তাদের রোটেশন নম্বর বরাদ্দ করা হয়েছে, সেই চালানটি রফতানির জন্য অনুমোদিত বলে জানানো হয়েছে, অর্থাৎ সে ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা থাকছে না ।
এ দিনের এই বিজ্ঞপ্তির আগে কাস্টমসের কাছে পেঁয়াজের চালান হস্তান্তর করা হলে এবং সেগুলি সিস্টেমে নিবন্ধিত হলেও পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ৷ এই ধরনের চালানের রফতানির সময়কাল হবে আগামী বছরের 5 জানুয়ারি পর্যন্ত ।
চলতি অর্থবছরের 1 এপ্রিল থেকে 4 অগস্টের মধ্যে দেশ থেকে 9 লাখ 75 হাজার টন পেঁয়াজ রফতানি হয়েছে । মূল্যের দিক থেকে শীর্ষ তিনটি আমদানিকারক দেশ হল বাংলাদেশ, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী । চলমান খারিফ মরশুমে পেঁয়াজের কভারেজের ব্যবধান বৃদ্ধির খবরের মধ্যে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে । 14 নভেম্বর প্রকাশিত ডাব্লুপিআই তথ্য অনুসারে, শাকসবজি এবং আলুর মূল্যস্ফীতি যথাক্রমে (-) 21.04 শতাংশ এবং (-) 29.27 শতাংশ হয়েছে ৷ সেখানে পেঁয়াজের মুদ্রাস্ফীতির হার চড়ে গিয়ে অক্টোবরে ছিল 62.60 শতাংশ ৷
আরও পড়ুন: