ETV Bharat / business

Battery Swapping Stations in India: এইচপিসিএলের সঙ্গে হাত মিলিয়ে দেশে ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়বে গোগোরো - গোগোরো

Gogoro inks pact with HPCL: এইচপিসিএলের সঙ্গে চুক্তি সাক্ষর গোগোরোর ৷ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়তে চলেছে এই ব্যাটারি সোয়াপিং কোম্পানি ৷

Battery Swapping Stations in India
ব্যাটারি সোয়াপিং কোম্পানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:15 PM IST

মুম্বই, 6 নভেম্বর: আগামী বছরে সারা দেশে ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়তে চলেছে গোগোরো ৷ এইচপিসিএলের (হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড) সঙ্গে এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে নাসডাক তালিকাভুক্ত এই ব্যাটারি সোয়াপিং কোম্পানি ৷ এমনটাই সোমবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা ৷

ওই বিবৃতিতে বলা হয়েছে, এইচপিসিএলের সঙ্গে সহযোগিতায় গোগোরো বৈদ্যুতিক দু-চাকার গাড়ির জন্য একটি বিস্তৃত ব্যাটারি সোয়াপিং বা অদলবদল পরিকাঠামো তৈরি করতে চলেছে ৷ এটি সারা দেশে এইচপিসিএলের রিটেল আউটলেটগুলিতে ব্যাটারি সোয়াপিং স্টেশনগুলি চালু হবে ৷ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড একটি পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থা ৷ এর 21 হাজারেরও বেশি রিটেল আউটলেট রয়েছে । গোগোরোর প্রতিষ্ঠাতা এবং সিইও হোরেস লুক বলেছেন, "আমরা এইচপিসিএলের সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছি ৷ এই পার্টনারশিপের মাধ্যমে আগামী বছরগুলিতে সারা দেশে ওই কোম্পানির রিটেল আউটলেটগুলিতে হাজার হাজার গোগোরো ব্যাটারি সোয়াপিং স্টেশন চালু করা হবে ৷"

তাঁর কথায়, খুব শীঘ্র ভারতের বিভিন্ন শহরে টু-হুইলার পরিবহণ তেল থেকে রূপান্তরিত হয়ে সম্পূর্ণ ব্যাটারিচালিত হয়ে যাবে ৷ এই বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ তবে দিন দিন এটা স্পষ্ট হচ্ছে যে ব্যাটারি সোয়াপিং ব্যাপকভাবে গ্রহণের জন্য একটি জটিল বিষয় ৷ তাই সোয়াপিং পরিকাঠামো তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: হাতের নাগালে পিক্সেল সিরিজের ফোন, ভারতে ডিভাইসগুলি তৈরির ভাবনা গুগলের

তিনি জানান, গোগোরো ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং জাতীয় ও রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে একটি ব্যাটারি সোয়াপিং এবং বৈদ্যুতিক যানবাহনের ইকোসিস্টেম তৈরি করবে, যা উন্মুক্ত, অ্যাক্সেসযোগ্য এবং স্কেলযোগ্য হবে । এইচপিসিএলের মার্কেটিং ডিরেক্টর অমিত গর্গ বলেছেন, "এইচপিসিএল এবং গোগোরো হাত মিলিয়েছে ৷ এই পদক্ষেপ ভারতের শহর জুড়ে নিরাপদ, পরিষ্কার এবং সহজেই পাওয়া যায় এমন শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন ইকোসিস্টেমকে বৃদ্ধি করবে এবং বজায় রাখবে ৷" গোগোরো আজ পর্যন্ত প্রায় 500 মিলিয়ন ব্যাটারি সোয়াপিং করেছে এবং এর মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা এইচপিসিএল গ্রহণ এবং অনুকরণ করতে পারে ৷

মুম্বই, 6 নভেম্বর: আগামী বছরে সারা দেশে ব্যাটারি সোয়াপিং স্টেশন গড়তে চলেছে গোগোরো ৷ এইচপিসিএলের (হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড) সঙ্গে এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে নাসডাক তালিকাভুক্ত এই ব্যাটারি সোয়াপিং কোম্পানি ৷ এমনটাই সোমবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে তারা ৷

ওই বিবৃতিতে বলা হয়েছে, এইচপিসিএলের সঙ্গে সহযোগিতায় গোগোরো বৈদ্যুতিক দু-চাকার গাড়ির জন্য একটি বিস্তৃত ব্যাটারি সোয়াপিং বা অদলবদল পরিকাঠামো তৈরি করতে চলেছে ৷ এটি সারা দেশে এইচপিসিএলের রিটেল আউটলেটগুলিতে ব্যাটারি সোয়াপিং স্টেশনগুলি চালু হবে ৷ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড একটি পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থা ৷ এর 21 হাজারেরও বেশি রিটেল আউটলেট রয়েছে । গোগোরোর প্রতিষ্ঠাতা এবং সিইও হোরেস লুক বলেছেন, "আমরা এইচপিসিএলের সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছি ৷ এই পার্টনারশিপের মাধ্যমে আগামী বছরগুলিতে সারা দেশে ওই কোম্পানির রিটেল আউটলেটগুলিতে হাজার হাজার গোগোরো ব্যাটারি সোয়াপিং স্টেশন চালু করা হবে ৷"

তাঁর কথায়, খুব শীঘ্র ভারতের বিভিন্ন শহরে টু-হুইলার পরিবহণ তেল থেকে রূপান্তরিত হয়ে সম্পূর্ণ ব্যাটারিচালিত হয়ে যাবে ৷ এই বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ তবে দিন দিন এটা স্পষ্ট হচ্ছে যে ব্যাটারি সোয়াপিং ব্যাপকভাবে গ্রহণের জন্য একটি জটিল বিষয় ৷ তাই সোয়াপিং পরিকাঠামো তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

আরও পড়ুন: হাতের নাগালে পিক্সেল সিরিজের ফোন, ভারতে ডিভাইসগুলি তৈরির ভাবনা গুগলের

তিনি জানান, গোগোরো ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং জাতীয় ও রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে একটি ব্যাটারি সোয়াপিং এবং বৈদ্যুতিক যানবাহনের ইকোসিস্টেম তৈরি করবে, যা উন্মুক্ত, অ্যাক্সেসযোগ্য এবং স্কেলযোগ্য হবে । এইচপিসিএলের মার্কেটিং ডিরেক্টর অমিত গর্গ বলেছেন, "এইচপিসিএল এবং গোগোরো হাত মিলিয়েছে ৷ এই পদক্ষেপ ভারতের শহর জুড়ে নিরাপদ, পরিষ্কার এবং সহজেই পাওয়া যায় এমন শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন ইকোসিস্টেমকে বৃদ্ধি করবে এবং বজায় রাখবে ৷" গোগোরো আজ পর্যন্ত প্রায় 500 মিলিয়ন ব্যাটারি সোয়াপিং করেছে এবং এর মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা এইচপিসিএল গ্রহণ এবং অনুকরণ করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.