ETV Bharat / business

Layoff News 2023: ফেব্রুয়ারিতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারালেন 17 হাজার, 2023-এ ছাঁটাই লক্ষাধিক কর্মী - ছাঁটাই লক্ষাধিক কর্মী

ছাঁটাইয়ের বোঝা এমনভাবে কর্মচারীদের উপর পড়ছে যে, মনে হচ্ছে নতুন রেকর্ড তৈরি হবে । শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই 17 হাজারেরও (Layoff in February) বেশি কর্মী চাকরি হারিয়েছেন (Layoff News 2023)। জানুয়ারিতে চাকরি গিয়েছে প্রায় 1 লক্ষ মানুষের ৷

Layoff News 2023 ETv Bharat
ছাঁটাই লক্ষাধিক কর্মী
author img

By

Published : Feb 12, 2023, 6:15 PM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: সবে নতুন বছর শুরু হয়েছে ৷ এরই মধ্যে ব্যাপক মাত্রায় কর্মী ছাঁটাই (Layoff News 2023) চিন্তা বাড়িয়েছে আম জনতার ৷ এই ফেব্রুয়ারি মাসেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারিয়েছেন 17,400রও বেশি কর্মচারী (Layoff in February)৷ ভারতেও অনেকে বেকার হয়েছেন ৷ 2023 সালে এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় 340টি কোম্পানি 1.10 লক্ষেরও বেশি কর্মী ছাঁটাই করেছে । চলতি মাসে ছাঁটাই শুরু করা অন্যতম প্রধান কোম্পানিগুলির মধ্যে রয়েছে ইয়াহু, বাইজুস, গোড্যাডি, গিটহাব, ইবে, অটো ডেস্ক ও ওএলএক্স গ্রুপ ৷

জানুয়ারি মাসে চাকরি হারিয়েছেন 1 লাখ: লেঅফ ডট এফওয়াইআই (Layoff.FYI)-এর ওয়েবসাইট বলছে, বছরের প্রথম মাসে বিশ্বব্যাপী প্রায় 1 লাখ মানুষ চাকরি হারিয়েছেন । শুধুমাত্র জানুয়ারি মাসেই গড়ে 3,300 টিরও বেশি প্রযুক্তি কর্মীকে বিশ্বব্যাপী 288টিরও বেশি সংস্থা ছাঁটাই করেছে । মন্দার আশঙ্কায় আগামী দিনে আরও চাকরি ছাঁটাই হওয়ার সম্ভাবনা রয়েছে । গত বছর নভেম্বরে 11,000 কর্মী ছাঁটাই করার পরে মেটা তাদের কর্মী সংখ্যা আরও কমানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে ।

2022 সালে 1.5 লাখেরও বেশি ছাঁটাই: এভিয়েশন কোম্পানি বোয়িং চলতি বছর ফিনান্স এবং এইচআর-এ 2,000 চাকরি কমিয়ে দিচ্ছে এবং তারা এই চাকরিগুলির এক-তৃতীয়াংশ বেঙ্গালুরুতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-কে আউটসোর্স করে । 2022 সালে 1,000টিরও বেশি কোম্পানি 1,54,336 জন কর্মী ছাঁটাই করেছে । এখনও পর্যন্ত আড়াই লাখেরও বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন ।

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে কমছে দর্শক, 7 হাজার কর্মী ছাঁটাই করল ডিজনি !

চাকরি হারালেন আড়াই লাখেরও বেশি কর্মী: টুইটার থেকে শুরু হয়েছে ছাঁটাই প্রক্রিয়া ৷ ছাঁটাইয়ের এই প্রক্রিয়া এভাবেই চলবে ? তাহলে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ 2023 সালে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী 17,400 জন লোক চাকরি হারিয়েছেন । আর জানুয়ারি মাসে প্রায় ১ লাখ ছাঁটাই হয়েছেন । 2022 সাল থেকে এখনও পর্যন্ত আড়াই লাখেরও বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন ।

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: সবে নতুন বছর শুরু হয়েছে ৷ এরই মধ্যে ব্যাপক মাত্রায় কর্মী ছাঁটাই (Layoff News 2023) চিন্তা বাড়িয়েছে আম জনতার ৷ এই ফেব্রুয়ারি মাসেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারিয়েছেন 17,400রও বেশি কর্মচারী (Layoff in February)৷ ভারতেও অনেকে বেকার হয়েছেন ৷ 2023 সালে এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় 340টি কোম্পানি 1.10 লক্ষেরও বেশি কর্মী ছাঁটাই করেছে । চলতি মাসে ছাঁটাই শুরু করা অন্যতম প্রধান কোম্পানিগুলির মধ্যে রয়েছে ইয়াহু, বাইজুস, গোড্যাডি, গিটহাব, ইবে, অটো ডেস্ক ও ওএলএক্স গ্রুপ ৷

জানুয়ারি মাসে চাকরি হারিয়েছেন 1 লাখ: লেঅফ ডট এফওয়াইআই (Layoff.FYI)-এর ওয়েবসাইট বলছে, বছরের প্রথম মাসে বিশ্বব্যাপী প্রায় 1 লাখ মানুষ চাকরি হারিয়েছেন । শুধুমাত্র জানুয়ারি মাসেই গড়ে 3,300 টিরও বেশি প্রযুক্তি কর্মীকে বিশ্বব্যাপী 288টিরও বেশি সংস্থা ছাঁটাই করেছে । মন্দার আশঙ্কায় আগামী দিনে আরও চাকরি ছাঁটাই হওয়ার সম্ভাবনা রয়েছে । গত বছর নভেম্বরে 11,000 কর্মী ছাঁটাই করার পরে মেটা তাদের কর্মী সংখ্যা আরও কমানোর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে ।

2022 সালে 1.5 লাখেরও বেশি ছাঁটাই: এভিয়েশন কোম্পানি বোয়িং চলতি বছর ফিনান্স এবং এইচআর-এ 2,000 চাকরি কমিয়ে দিচ্ছে এবং তারা এই চাকরিগুলির এক-তৃতীয়াংশ বেঙ্গালুরুতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-কে আউটসোর্স করে । 2022 সালে 1,000টিরও বেশি কোম্পানি 1,54,336 জন কর্মী ছাঁটাই করেছে । এখনও পর্যন্ত আড়াই লাখেরও বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন ।

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে কমছে দর্শক, 7 হাজার কর্মী ছাঁটাই করল ডিজনি !

চাকরি হারালেন আড়াই লাখেরও বেশি কর্মী: টুইটার থেকে শুরু হয়েছে ছাঁটাই প্রক্রিয়া ৷ ছাঁটাইয়ের এই প্রক্রিয়া এভাবেই চলবে ? তাহলে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ 2023 সালে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী 17,400 জন লোক চাকরি হারিয়েছেন । আর জানুয়ারি মাসে প্রায় ১ লাখ ছাঁটাই হয়েছেন । 2022 সাল থেকে এখনও পর্যন্ত আড়াই লাখেরও বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.