হায়দরাবাদ, 18 অক্টোবর: পরিবারে হঠাৎ অসুস্থতার কারণে কোনও অপ্রত্যাশিত ব্যয় মেটাতে পুরোপুরি প্রস্তুত না-থাকলে, যে কোনও ব্যক্তি আর্থিক চাপ অনুভব করতে পারেন ৷ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার জন্য, সকলের উচিত আগাম অর্থ খরচ করে স্বাস্থ্য বীমা কেনা ৷ যাতে প্রয়োজনের সময় চিকিৎসা করাতে সেই বীমা সাহায্য করে ৷ আর তাই সেরা অপশন হল, ভালো একটা স্বাস্থ্য বীমা কেনা ৷ তবে, সেই স্বাস্থ্য বীমা কেনার সময় সতর্ক থাকতে হবে ৷ যাতে প্রয়োজনের সময় জরুরি অবস্থায় তা সঠিক সময়ে কাজে আসে (Fully Insure Your family) ৷
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগের ঝুঁকি বেড়ে যায় ৷ বিশেষ করে, রোজকার বেনিয়ম জীবনযাপনের কারণে যুবসমাজের সকলের মধ্যেই বাড়ছে রোগের প্রকোপ ৷ বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা একবার 30 বছর পেরিয়ে গেলে, ডায়াবেটিস এবং রক্তচাপের মতো বিভিন্ন দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা দিচ্ছে ৷ এমনকি অল্প বয়সে হৃদরোগ এবং কিডনির সমস্যাও খুব স্বাভাবিক হয়ে গিয়েছে বর্তমান জীবনযাপনের কারণে ৷ আর এই বিষয়গুলিকে মাথায় রেখে আমাদের সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য বীমা কেনার ক্ষেত্রে ৷
আরও পড়ুন: দীর্ঘমেয়াদে ভালো লাভের জন্য ইউএলআইপি-তে বিনিয়োগ কার্যকরী
ক্রমবর্ধমান চিকিৎসার ব্যয়ের পরিপ্রেক্ষিতে, বর্তমানে মূল বিষয়টি হল, কত অংকের স্বাস্থ্য বীমা নির্বাচন করতে হবে ৷ অনেকে নিজেদের অফিস থেকে গ্রুপ বীমা পলিসি পায় ৷ তবে, এর বাইরেও সবাইকে নিজেদের স্বাস্থ্য বীমা করাতে হবে ৷ সেই দিক থেকে বিচার করলে দেখা যাবে, কোম্পানিগুলি ফ্যামিলি ফ্লোটার পলিসিও দিয়ে থাকে ৷ আর এ ক্ষেত্রে, সবাইকে পরিবারের স্বাস্থ্য সম্পর্কে একটি সামগ্রিক ধারণা রাখতে হবে ৷ সেই মতো কোনও রোগ থাকলে সেগুলিকে তালিকাভুক্ত করতে হবে ৷ সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচ বাড়বে (Rising medical costs) ৷ তাই মোট কত অংকের স্বাস্থ্য বীমা একজন কিনবেন তা, এই মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে ঠিক করতে হবে ৷