নয়াদিল্লি, 28 মে : ভারতে গাড়ি তৈরির কারখানা করবে না টেসলা ৷ শুক্রবার টুইটারে এই ঘোষণা করেছেন সংস্থার সিইও এলন মাস্ক (Tesla CEO Elon Musk) ৷ তবে তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি ৷ বিশ্বের সবচেয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী এই সংস্থার সিইও টুইটারে লিখেছেন, যে সব জায়গায় প্রথমে তাঁদের গাড়ি বিক্রি ও মেরামত করার অনুমতি দেওয়া হয় না ৷ সেখানে টেসলা কারখানা তৈরি করবে না (Elon Musk says Tesla has no plans to set up plant in India) ৷
কিন্তু ইলন মাস্ক টুইট করেছেন মধুসূদন নামে এক ভারতীয় টুইটের উত্তর দিতে গিয়ে ৷ মধুসূদন বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করেন ৷ তিনি জানতে চান যে ভবিষ্যতে ভারতে টেসলার কোনও কারখানা তৈরি করতে চান কি না ! সেই প্রশ্নেরই উত্তর দেন মাস্ক ৷
-
Tesla will not put a manufacturing plant in any location where we are not allowed first to sell & service cars
— Elon Musk (@elonmusk) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tesla will not put a manufacturing plant in any location where we are not allowed first to sell & service cars
— Elon Musk (@elonmusk) May 27, 2022Tesla will not put a manufacturing plant in any location where we are not allowed first to sell & service cars
— Elon Musk (@elonmusk) May 27, 2022
ভারতের উৎপাদন শুল্ক নিয়ে আপত্তি তুলেছিল টেসলা ৷ তাদের দাবি ছিল, ভারতে এই শুল্ক বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ৷ তখন ভারত সরকারের (India Government) তরফ থেকে এদেশেই গাড়ি তৈরির কারখানা গড়ার প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু সেই প্রস্তাব নিয়ে টেসলা কোনও কিছুই ভাবছে না, তা এলন মাস্কের টুইটেই স্পষ্ট হচ্ছে ৷
টেসলা ভারতে কারখানা তৈরির আগে বাজারের চাহিদা যাচাই করে দেখতে চেয়েছিল ৷ তাই তারা আগে গাড়ি বিক্রি শুরু করে পরে পরিস্থিতি বুঝে কারখানা তৈরির পরিকল্পনা করেছিল ৷ কিন্তু ভারত সরকার রাজি না হওয়ায় সেই সম্ভাবনাও খারিজ হয়ে গেল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারত সরকার 40 হাজার মার্কিন ডলার উপরে যে বৈদ্যুতিক গাড়িগুলির দাম, সেগুলির ক্ষেত্রে 100 শতাংশ আমদানি শুল্কে নেয় ৷ আর তার থেকে কম দামের গাড়িগুলির ক্ষেত্রে 60 শতাংশ আমদানি শুল্ক দিতে হয় ৷ সেই নিরিখে টেসলার গাড়ি বাইরে থেকে আমদানি করতে গেলে ভারতে তার দাম অনেক বেশি হয়ে যেত ৷
আরও পড়ুন : Elon Musk Coca Cola Tweet : কোকাকোলা কিনে তাতে মাদক ফেরাবেন ! একের পর এক রহস্যময় টুইট ইলনের