ETV Bharat / business

Economic Survey: 2020-21 থেকে তিন বছর ধরে কমছে বেকারত্বের হার, দাবি অর্থনৈতিক সমীক্ষায়

2020-21 থেকে তিন অর্থবছর ধরে কমছে বেকারত্বের হার (Unemployment rates falling)৷ এমনই দাবি করা হল অর্থনৈতিক সমীক্ষায় (Economic Survey)৷ আজ বাজেট অধিবেশনে (Budget 2023) অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন নির্মলা সীতারমন ৷

Economic Survey ETV Bharat
অর্থনৈতিক সমীক্ষা
author img

By

Published : Jan 31, 2023, 8:15 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: প্রাক-কোভিড স্তরের থেকে ভারতের শ্রমের বাজার পুনরুদ্ধার করা গিয়েছে ৷ বেকারত্বের হার (Unemployment rates falling) 2020-21 থেকে তিনটি আর্থিক বছরে ক্রমে হ্রাস পেয়েছে । মঙ্গলবার বাজেট অধিবেশনে (Budget 2023) পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষার (Economic Survey) নথিতে এমনই দাবি করা হয়েছে ৷

কমেছে বেকারত্বের হার: অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, "শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই শ্রমের বাজারগুলি প্রাক-কোভিড স্তরের থেকে পুনরুদ্ধার করা গিয়েছে ৷ বেকারত্বের হার 2018-19 সালে 5.8 শতাংশ থেকে 2020-21 সালে 4.2 শতাংশে নেমে এসেছে ৷" সমীক্ষার নথিতে বলা হয়েছে যে, অতিমারি শ্রমের বাজার এবং কর্মসংস্থানের অনুপাত উভয়কেই প্রভাবিত করেছে ৷ গত কয়েক বছরে নিরন্তর প্রচেষ্টা এবং অতিমারির পরে দ্রুত প্রতিক্রিয়া এবং দ্রুত টিকাকরণ সাহায্য করেছে ।

অর্থনৈতিক সমীক্ষা পেশের পর বিবৃতি কেন্দ্রের: কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সমীক্ষা পেশের পরে একটি বিবৃতিতে বলেছে "সময়ের সঙ্গে সঙ্গে 100 জনেরও বেশি শ্রমিক নিয়োগকারী বড় কারখানাগুলির একটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তাদের সংখ্যা ছোট কারখানার সংখ্যার তুলনায় আর্থিক বছর 17 থেকে আর্থিক বছর 20 পর্যন্ত 12.7 শতাংশ বেড়েছে ৷"

আরও পড়ুন: সংসদে প্রথম ভাষণে রাষ্ট্রপতি মুর্মুর মুখে কুন্তলা কুমারীর কবিতা, কে তিনি ?

অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলার: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে 2022-23-এর জন্য অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন । প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের তত্ত্বাবধানে প্রণয়ন করা অর্থনৈতিক সমীক্ষা নথি, বর্তমান অর্থবছর 2022-23 (এপ্রিল-মার্চ) এবং পরবর্তী বছরের জন্য দৃষ্টিভঙ্গির অর্থনীতির অবস্থা এবং বিভিন্ন সূচকের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে ৷

অর্থনৈতিক সমীক্ষায় আগামী অর্থবছর 2023-24-এ প্রকৃত অর্থে 6.5 শতাংশ দেশের বৃদ্ধি অনুমান করা হয়েছে । অর্থনৈতিক সমীক্ষা সমীক্ষায় বলা হয়েছে, "বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের গতিপথের উপর নির্ভর করে বেসলাইন জিডিপি বৃদ্ধির প্রকৃত ফলাফল সম্ভবত 6.0 শতাংশ থেকে 6.8 শতাংশের মধ্যে থাকবে ৷"

বুধবার সংসদে বাজেট পেশ: বাজেট 2023-24 পেশ করা হবে বুধবার ৷ 2024 সালের এপ্রিল-মে মাসে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এটাই দ্বিতীয় মেয়াদে মোদি সরকারের শেষ পূর্ণ বাজেট বলে মনে করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি: প্রাক-কোভিড স্তরের থেকে ভারতের শ্রমের বাজার পুনরুদ্ধার করা গিয়েছে ৷ বেকারত্বের হার (Unemployment rates falling) 2020-21 থেকে তিনটি আর্থিক বছরে ক্রমে হ্রাস পেয়েছে । মঙ্গলবার বাজেট অধিবেশনে (Budget 2023) পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষার (Economic Survey) নথিতে এমনই দাবি করা হয়েছে ৷

কমেছে বেকারত্বের হার: অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, "শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই শ্রমের বাজারগুলি প্রাক-কোভিড স্তরের থেকে পুনরুদ্ধার করা গিয়েছে ৷ বেকারত্বের হার 2018-19 সালে 5.8 শতাংশ থেকে 2020-21 সালে 4.2 শতাংশে নেমে এসেছে ৷" সমীক্ষার নথিতে বলা হয়েছে যে, অতিমারি শ্রমের বাজার এবং কর্মসংস্থানের অনুপাত উভয়কেই প্রভাবিত করেছে ৷ গত কয়েক বছরে নিরন্তর প্রচেষ্টা এবং অতিমারির পরে দ্রুত প্রতিক্রিয়া এবং দ্রুত টিকাকরণ সাহায্য করেছে ।

অর্থনৈতিক সমীক্ষা পেশের পর বিবৃতি কেন্দ্রের: কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সমীক্ষা পেশের পরে একটি বিবৃতিতে বলেছে "সময়ের সঙ্গে সঙ্গে 100 জনেরও বেশি শ্রমিক নিয়োগকারী বড় কারখানাগুলির একটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, তাদের সংখ্যা ছোট কারখানার সংখ্যার তুলনায় আর্থিক বছর 17 থেকে আর্থিক বছর 20 পর্যন্ত 12.7 শতাংশ বেড়েছে ৷"

আরও পড়ুন: সংসদে প্রথম ভাষণে রাষ্ট্রপতি মুর্মুর মুখে কুন্তলা কুমারীর কবিতা, কে তিনি ?

অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলার: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে 2022-23-এর জন্য অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন । প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের তত্ত্বাবধানে প্রণয়ন করা অর্থনৈতিক সমীক্ষা নথি, বর্তমান অর্থবছর 2022-23 (এপ্রিল-মার্চ) এবং পরবর্তী বছরের জন্য দৃষ্টিভঙ্গির অর্থনীতির অবস্থা এবং বিভিন্ন সূচকের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে ৷

অর্থনৈতিক সমীক্ষায় আগামী অর্থবছর 2023-24-এ প্রকৃত অর্থে 6.5 শতাংশ দেশের বৃদ্ধি অনুমান করা হয়েছে । অর্থনৈতিক সমীক্ষা সমীক্ষায় বলা হয়েছে, "বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের গতিপথের উপর নির্ভর করে বেসলাইন জিডিপি বৃদ্ধির প্রকৃত ফলাফল সম্ভবত 6.0 শতাংশ থেকে 6.8 শতাংশের মধ্যে থাকবে ৷"

বুধবার সংসদে বাজেট পেশ: বাজেট 2023-24 পেশ করা হবে বুধবার ৷ 2024 সালের এপ্রিল-মে মাসে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এটাই দ্বিতীয় মেয়াদে মোদি সরকারের শেষ পূর্ণ বাজেট বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.