ETV Bharat / business

Critical Illness Policy: জটিল রোগের মোকাবিলায় হাতিয়ার 'গুরুতর অসুস্থতা বিমা'

জটিল রোগের মোকাবিলায় হাতিয়ার হতে পারে গুরুতর অসুস্থতা বিমা (Critical Illness Policy) ৷ কী এই বিমা ? সাধারণ স্বাস্থ্য বিমার (Health Insurance) সঙ্গে এর ফারাক কী ?

Critical Illness Policy can be helpful during treatment period of a chronic disease
Critical Illness Policy: জটিল রোগের মোকাবিলায় হাতিয়ার 'গুরুতর অসুস্থতা বিমা'
author img

By

Published : Nov 16, 2022, 12:43 PM IST

Updated : Nov 16, 2022, 1:03 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: রাজীব একটি সংস্থার ম্য়ানেজার ৷ কাজের জন্য তাঁর যথেষ্ট সুনাম রয়েছে ৷ তবে, রাজীবের কাঁধে অনেক দায়িত্ব ৷ সেই চাপ সামলাতে গিয়েই ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি ৷ যার ফল হয় মারাত্মক ৷ একদিন অফিসেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজীব ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ চিকিৎসকরা জানান, রাজীবের জীবন সংশয় নেই ৷ কিন্তু, এই ঘটনায় তাঁর শরীরে বাঁদিক পুরো অসাড় হয়ে যায় ৷ তিনি প্যারালিসিসে আক্রান্ত হন !

সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য কর্মীর মতোই রাজীবেরও গোষ্ঠীবদ্ধ স্বাস্থ্য বিমা (Group Health Insurance) করানো ছিল ৷ ফলে রাজীবের চিকিৎসার সমস্ত খরচ বিমার টাকাতেই সামলানো হবে ৷ কিন্তু, এই মুহূর্তে রাজীবের যা অবস্থা, তাতে লম্বা সময়ের জন্য তাঁর ভালো চিকিৎসা প্রয়োজন ৷ সবথেকে বড় কথা, তিনি আর চাকরি করতে পারবেন না ৷ যদি না তিনি প্য়ারালিসিস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন ৷ এর ফলে শুধুমাত্র রাজীব নন, বরং তাঁর পুরো পরিবারই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এসে পড়ে ৷

আরও পড়ুন: নগদবিহীন চিকিৎসা পরিষেবার সুবিধা ও অসুবিধা

রাজীবের সঙ্গে যা ঘটেছে, তা যে কারও সঙ্গে ঘটতে পারে ৷ প্রতি বছর অসংখ্য মানুষ প্যারালিসিস, ক্যানসার, হার্ট অ্য়াটাক, কিডনি কিংবা লিভারের জটিল অসুখে আক্রান্ত হয়ে এইরকম পরিস্থিতির স্বীকার হন ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড খাওয়া কিংবা ধূমপান ও মদ্যপানের মতো বিষয়গুলি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে ৷

সাধারণত, আমরা যে ধরনের স্বাস্থ্য বিমা (Health Insurance) করাই, সেগুলির কিছু সীমাবদ্ধতা আছে ৷ যেমন, সেগুলি শুধুমাত্র চিকিৎসার তাৎক্ষণিক খরচ বহন করে ৷ কিন্তু, দীর্ঘমেয়াদী কোনও সুবিধা দেয় না ৷ যা এই ধরনের কঠিন পরিস্থিতির জন্য আবশ্যিক ৷ আর এই কারণেই আমাদের গুরুতর অসুস্থতা বিমা (Critical Illness Policy) করানো দরকার ৷

যদি কারও এই ধরনের স্বাস্থ্যবিমা করানো থাকে, তাহলে সেই ব্যক্তি কোনও জটিল অসুখে আক্রান্ত হলে সংশ্লিষ্ট বিমা সংস্থা তাঁকে এককালীন একটি ক্ষতিপূরণ দেয় ৷ তাছাড়া, এই ধরনের স্বাস্থ্য বিমার সর্বনিম্ন আর্থিক পরিমাণই হল 5 লক্ষ টাকা ৷ যা সাধারণ স্বাস্থ্য বিমার তুলনায় অনেকটাই বেশি ৷ তাছাড়া, জটিল অসুখে আক্রান্ত হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও চিকিৎসার জন্য মোটা টাকা খরচ হয় ৷ গুরুতর অসুস্থতা বিমা সেই খরচও বহন করে ৷ ক্য়ানসার, হৃদযন্ত্রে অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি), মস্তিষ্ক ও স্নায়ুজনিত জটিল অসুখ, প্য়ারালিসিস, অন্ধত্ব, বধিরতা, লিভার, ফুসফুস এবং কিডনির অসুখের মতো বিষয়গুলির জন্য বিমা সংস্থাগুলি মোট চার ধরনের গুরুতর অসুস্থতা বিমার পরিষেবা দেয় ৷

সাধারণ স্বাস্থ্য বিমা শুধুমাত্র হাসপাতালের যাবতীয় খরচ বহন করে ৷ কিন্তু, এই ধরনের গুরুতর অসুস্থতা বিমা বিমার আওতাধীন ব্যক্তির সম্পূর্ণ চিকিৎসার খরচ দেয় ৷ এর মাধ্যমে ক্য়ানসার এবং হৃদযন্ত্র, লিভার ও স্নায়ুজনিত জটিল অসুখের ক্ষেত্রে বিমাভুক্ত ব্যক্তি প্রায় 400 শতাংশ যৌথ 'কভারেজ' পেতে পারেন ৷ অনেক সংস্থা বিমা করানোর 90 দিন পর থেকে এর সুবিধা প্রদান করে ৷ কিছু সংস্থা আবার বিমা করানোর আগের সময়কেও এর আওতায় আনে ৷ তাই সম্ভব হলে সকলেরই এই ধরনের বিমা করিয়ে রাখা উচিত ৷ তবে, তার থেকেও ভালো হয় যদি স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় ৷

হায়দরাবাদ, 16 নভেম্বর: রাজীব একটি সংস্থার ম্য়ানেজার ৷ কাজের জন্য তাঁর যথেষ্ট সুনাম রয়েছে ৷ তবে, রাজীবের কাঁধে অনেক দায়িত্ব ৷ সেই চাপ সামলাতে গিয়েই ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি ৷ যার ফল হয় মারাত্মক ৷ একদিন অফিসেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজীব ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ চিকিৎসকরা জানান, রাজীবের জীবন সংশয় নেই ৷ কিন্তু, এই ঘটনায় তাঁর শরীরে বাঁদিক পুরো অসাড় হয়ে যায় ৷ তিনি প্যারালিসিসে আক্রান্ত হন !

সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য কর্মীর মতোই রাজীবেরও গোষ্ঠীবদ্ধ স্বাস্থ্য বিমা (Group Health Insurance) করানো ছিল ৷ ফলে রাজীবের চিকিৎসার সমস্ত খরচ বিমার টাকাতেই সামলানো হবে ৷ কিন্তু, এই মুহূর্তে রাজীবের যা অবস্থা, তাতে লম্বা সময়ের জন্য তাঁর ভালো চিকিৎসা প্রয়োজন ৷ সবথেকে বড় কথা, তিনি আর চাকরি করতে পারবেন না ৷ যদি না তিনি প্য়ারালিসিস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন ৷ এর ফলে শুধুমাত্র রাজীব নন, বরং তাঁর পুরো পরিবারই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এসে পড়ে ৷

আরও পড়ুন: নগদবিহীন চিকিৎসা পরিষেবার সুবিধা ও অসুবিধা

রাজীবের সঙ্গে যা ঘটেছে, তা যে কারও সঙ্গে ঘটতে পারে ৷ প্রতি বছর অসংখ্য মানুষ প্যারালিসিস, ক্যানসার, হার্ট অ্য়াটাক, কিডনি কিংবা লিভারের জটিল অসুখে আক্রান্ত হয়ে এইরকম পরিস্থিতির স্বীকার হন ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড খাওয়া কিংবা ধূমপান ও মদ্যপানের মতো বিষয়গুলি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে ৷

সাধারণত, আমরা যে ধরনের স্বাস্থ্য বিমা (Health Insurance) করাই, সেগুলির কিছু সীমাবদ্ধতা আছে ৷ যেমন, সেগুলি শুধুমাত্র চিকিৎসার তাৎক্ষণিক খরচ বহন করে ৷ কিন্তু, দীর্ঘমেয়াদী কোনও সুবিধা দেয় না ৷ যা এই ধরনের কঠিন পরিস্থিতির জন্য আবশ্যিক ৷ আর এই কারণেই আমাদের গুরুতর অসুস্থতা বিমা (Critical Illness Policy) করানো দরকার ৷

যদি কারও এই ধরনের স্বাস্থ্যবিমা করানো থাকে, তাহলে সেই ব্যক্তি কোনও জটিল অসুখে আক্রান্ত হলে সংশ্লিষ্ট বিমা সংস্থা তাঁকে এককালীন একটি ক্ষতিপূরণ দেয় ৷ তাছাড়া, এই ধরনের স্বাস্থ্য বিমার সর্বনিম্ন আর্থিক পরিমাণই হল 5 লক্ষ টাকা ৷ যা সাধারণ স্বাস্থ্য বিমার তুলনায় অনেকটাই বেশি ৷ তাছাড়া, জটিল অসুখে আক্রান্ত হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও চিকিৎসার জন্য মোটা টাকা খরচ হয় ৷ গুরুতর অসুস্থতা বিমা সেই খরচও বহন করে ৷ ক্য়ানসার, হৃদযন্ত্রে অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি), মস্তিষ্ক ও স্নায়ুজনিত জটিল অসুখ, প্য়ারালিসিস, অন্ধত্ব, বধিরতা, লিভার, ফুসফুস এবং কিডনির অসুখের মতো বিষয়গুলির জন্য বিমা সংস্থাগুলি মোট চার ধরনের গুরুতর অসুস্থতা বিমার পরিষেবা দেয় ৷

সাধারণ স্বাস্থ্য বিমা শুধুমাত্র হাসপাতালের যাবতীয় খরচ বহন করে ৷ কিন্তু, এই ধরনের গুরুতর অসুস্থতা বিমা বিমার আওতাধীন ব্যক্তির সম্পূর্ণ চিকিৎসার খরচ দেয় ৷ এর মাধ্যমে ক্য়ানসার এবং হৃদযন্ত্র, লিভার ও স্নায়ুজনিত জটিল অসুখের ক্ষেত্রে বিমাভুক্ত ব্যক্তি প্রায় 400 শতাংশ যৌথ 'কভারেজ' পেতে পারেন ৷ অনেক সংস্থা বিমা করানোর 90 দিন পর থেকে এর সুবিধা প্রদান করে ৷ কিছু সংস্থা আবার বিমা করানোর আগের সময়কেও এর আওতায় আনে ৷ তাই সম্ভব হলে সকলেরই এই ধরনের বিমা করিয়ে রাখা উচিত ৷ তবে, তার থেকেও ভালো হয় যদি স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় ৷

Last Updated : Nov 16, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.