ETV Bharat / business

Amazon: ভারতে খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করবে অ্যামাজন - ভারতে খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করবে অ্যামাজন

শুক্রবার অ্যামাজনের তরফে বলা হয়েছে যে তার ভারতে খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করে দিচ্ছে (Amazon to shut food service) ।

Amazon News
ভারতে খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করবে অ্যামাজন
author img

By

Published : Nov 26, 2022, 1:20 PM IST

হায়দরাবাদ: অ্যামাজন শুক্রবার জানিয়েছে ভারতে তার খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করে দিচ্ছে ৷ অ্যামাজন 2020 সালের মে মাসে ভারতে তার খাদ্য সরবরাহ পরিষেবা চালু করেছিল (Amazon to shut food service) ।

কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, "আমাদের বার্ষিক অপারেটিং পরিকল্পনা পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা Amazon Food বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি ৷" তিনি আরও বলেন, "আমরা সবদিক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যমান গ্রাহক এবং অংশীদারদের যত্ন নেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামগুলি পর্যায়ক্রমে বন্ধ করছি ।"

আরও পড়ুন: একটি ওয়েব ব্রাউজারে ধাপে ধাপে অ্যামাজন প্রাইম ভিডিয়ো কীভাবে শুরু করবেন তা শিখুন

সংস্থাটি বেঙ্গালুরুতে অ্যামাজন ফুড চালু করেছে । অ্যামাজন বৃহস্পতিবার আরও জানিয়েছে 2023 সালের অগস্ট থেকে ভারতে অ্যামাজন একাডেমি অপারেশন নামে তার অ্যাডটেক অফার বন্ধ করবে এবং বর্তমান একাডেমিক ব্যাচে নথিভুক্তদের সম্পূর্ণ ফি ফেরত দেবে ।

হায়দরাবাদ: অ্যামাজন শুক্রবার জানিয়েছে ভারতে তার খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করে দিচ্ছে ৷ অ্যামাজন 2020 সালের মে মাসে ভারতে তার খাদ্য সরবরাহ পরিষেবা চালু করেছিল (Amazon to shut food service) ।

কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, "আমাদের বার্ষিক অপারেটিং পরিকল্পনা পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা Amazon Food বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি ৷" তিনি আরও বলেন, "আমরা সবদিক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যমান গ্রাহক এবং অংশীদারদের যত্ন নেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামগুলি পর্যায়ক্রমে বন্ধ করছি ।"

আরও পড়ুন: একটি ওয়েব ব্রাউজারে ধাপে ধাপে অ্যামাজন প্রাইম ভিডিয়ো কীভাবে শুরু করবেন তা শিখুন

সংস্থাটি বেঙ্গালুরুতে অ্যামাজন ফুড চালু করেছে । অ্যামাজন বৃহস্পতিবার আরও জানিয়েছে 2023 সালের অগস্ট থেকে ভারতে অ্যামাজন একাডেমি অপারেশন নামে তার অ্যাডটেক অফার বন্ধ করবে এবং বর্তমান একাডেমিক ব্যাচে নথিভুক্তদের সম্পূর্ণ ফি ফেরত দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.