ETV Bharat / business

Amazon to Lay off Staffs in India: ভারতে প্রায় 1000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অ্যামাজনের - 1000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অ্যামাজনের

ভারতে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon to Lay off Staffs in India) ৷ অর্থনৈতিক অবস্থার কারণে (uncertain economic conditions) এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷ বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত 18 হাজারেরও বেশি কর্মী তাঁদের চাকরি হারাতে চলেছেন ।

Amazon plans to lay off employees
ই-কমার্স সংস্থা অ্যামাজন
author img

By

Published : Jan 8, 2023, 1:55 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: ই-কমার্স সংস্থা (E-commerce company) অ্যামাজন বিশ্বজুড়ে বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে (Amazon plans to lay off employees in India) ৷ সূত্র অনুসারে, যার অংশ হিসাবে শুধু ভারত থেকে ছাঁটাই করা হবে প্রায় এক হাজার জন কর্মীকে ৷ জানা গিয়েছে, টালমাটাল অর্থনৈতিক অবস্থার কারণে এই সংস্থা এত বড় সিদ্ধান্ত নিয়েছে ৷ যার ফলস্বরূপ বিশ্বজুড়ে প্রায় 18 হাজারেরও বেশি কর্মীর চাকরি কেড়ে নিতে চলেছে অ্যামাজন। সারা বিশ্বব্যাপী 18 হাজার জন চাকরি হারালেও ভারতের এক হাজার মতো কর্মীর উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ৷

সূত্রের খবর, ভারতে অ্যামাজনের (Amazon) এক লক্ষ কর্মী রয়েছে ৷ এই সিদ্ধান্তটি দেশের এক শতাংশ কর্মীদের প্রভাবিত করবে । এ বিষয়ে যোগাযোগ করা হয় অ্যামাজন ইন্ডিয়ার একজন মুখপাত্রের সঙ্গে ৷ তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি (CEO Andy Jassy) একটি ব্লগ লিংক শেয়ার করেছেন, যেখানে তিনি বিশ্বজুড়ে 18 হাজার কর্মী ছাঁটাইয়ের কোম্পানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।

তিনি লেখেন, "আমরা নভেম্বরে সিদ্ধান্ত নিয়েছি ৷ যা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ৷ আমরা 18 হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছি ৷ বেশ কয়েকটি দল এর মাধ্যমে প্রভাবিত হয়েছে ৷ তবে বেশিরভাগ কর্মীকে বাদ দেওয়া হয়েছে আমাদের অ্যামাজন স্টোর এবং পিএক্সটি সংস্থাগুলি থেকে ৷

আরও পড়ুন: ভারতে খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করবে অ্যামাজন

31 ডিসেম্বর, 2021 পর্যন্ত অ্যামাজন প্রায় 16 লক্ষ 8 হাজার ফুল-টাইম এবং পার্ট-টাইম কর্মী নিয়োগ করেছে বলে জানা গিয়েছে । নভেম্বরে অ্যামাজন ডিভাইস এবং বই ব্যবসার বেশ কয়েকটি পজিশনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (Amazon decided to eliminate a number of positions) ৷ পাশাপাশি এর সঙ্গে যুক্ত প্রযুক্তি (PXT) সংস্থার বেশ কিছু কর্মচারীর ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে । এক বিবৃতিতে জানানো হয়েছে, 18 জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হবে ৷

আরও পড়ুন: অ্যামাজনে 18 হাজার কর্মী ছাঁটাই, নিশ্চিত করলেন সিইও

নয়াদিল্লি, 8 জানুয়ারি: ই-কমার্স সংস্থা (E-commerce company) অ্যামাজন বিশ্বজুড়ে বড় সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে (Amazon plans to lay off employees in India) ৷ সূত্র অনুসারে, যার অংশ হিসাবে শুধু ভারত থেকে ছাঁটাই করা হবে প্রায় এক হাজার জন কর্মীকে ৷ জানা গিয়েছে, টালমাটাল অর্থনৈতিক অবস্থার কারণে এই সংস্থা এত বড় সিদ্ধান্ত নিয়েছে ৷ যার ফলস্বরূপ বিশ্বজুড়ে প্রায় 18 হাজারেরও বেশি কর্মীর চাকরি কেড়ে নিতে চলেছে অ্যামাজন। সারা বিশ্বব্যাপী 18 হাজার জন চাকরি হারালেও ভারতের এক হাজার মতো কর্মীর উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ৷

সূত্রের খবর, ভারতে অ্যামাজনের (Amazon) এক লক্ষ কর্মী রয়েছে ৷ এই সিদ্ধান্তটি দেশের এক শতাংশ কর্মীদের প্রভাবিত করবে । এ বিষয়ে যোগাযোগ করা হয় অ্যামাজন ইন্ডিয়ার একজন মুখপাত্রের সঙ্গে ৷ তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি (CEO Andy Jassy) একটি ব্লগ লিংক শেয়ার করেছেন, যেখানে তিনি বিশ্বজুড়ে 18 হাজার কর্মী ছাঁটাইয়ের কোম্পানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।

তিনি লেখেন, "আমরা নভেম্বরে সিদ্ধান্ত নিয়েছি ৷ যা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ৷ আমরা 18 হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছি ৷ বেশ কয়েকটি দল এর মাধ্যমে প্রভাবিত হয়েছে ৷ তবে বেশিরভাগ কর্মীকে বাদ দেওয়া হয়েছে আমাদের অ্যামাজন স্টোর এবং পিএক্সটি সংস্থাগুলি থেকে ৷

আরও পড়ুন: ভারতে খাদ্য সরবরাহের ব্যবসা বন্ধ করবে অ্যামাজন

31 ডিসেম্বর, 2021 পর্যন্ত অ্যামাজন প্রায় 16 লক্ষ 8 হাজার ফুল-টাইম এবং পার্ট-টাইম কর্মী নিয়োগ করেছে বলে জানা গিয়েছে । নভেম্বরে অ্যামাজন ডিভাইস এবং বই ব্যবসার বেশ কয়েকটি পজিশনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে (Amazon decided to eliminate a number of positions) ৷ পাশাপাশি এর সঙ্গে যুক্ত প্রযুক্তি (PXT) সংস্থার বেশ কিছু কর্মচারীর ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে । এক বিবৃতিতে জানানো হয়েছে, 18 জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হবে ৷

আরও পড়ুন: অ্যামাজনে 18 হাজার কর্মী ছাঁটাই, নিশ্চিত করলেন সিইও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.