ETV Bharat / business

প্রথমবার সেনসেক্সের সূচক ছাড়াল 50 হাজার, নিফটি 14,700-র বেশি - রেকর্ড গড়ল ভারতীয় শেয়ার মার্কেট

গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক ৷ তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, সেনসেক্সের সূচক 50 হাজারের উপরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ বৃহস্পতিবার সকালে বিশেষজ্ঞদের ধারণা সত্যি করে সূচক 50 হাজারের গণ্ডি পার করে ৷

শেয়ার সূচক ছাড়াল 50 হাজারের গণ্ডি
শেয়ার সূচক ছাড়াল 50 হাজারের গণ্ডি
author img

By

Published : Jan 21, 2021, 11:48 AM IST

মুম্বই, 21 জানুয়ারি : রেকর্ড গড়ল ভারতীয় শেয়ার মার্কেট ৷ প্রথমবারের জন্য মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্কের সূচক পেরিয়ে গেল 50 হাজারের গণ্ডি ৷ ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের চুক্তিকে সেবি মান্যতা দেওয়ার পরই এই উচ্চতায় পৌঁছে যায় সূচক ৷

আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সকাল 9টা 16 মিনিট নাগাদ এনএসই নিফটি 0.44 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় 14 হাজার 708-এ ৷ অন্যদিকে এস অ্যান্ড পি বিএসই সেনসেক্সের বেঞ্চমার্ক সূচক 0.45 শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 50,014.55 -তে ৷ শেয়ার বাজারের এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে যাওয়ায় খুশি লগ্নিকারীরা ৷

গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক ৷ তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, সেনসেক্সের সূচক 50 হাজারের উপরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ বৃহস্পতিবার সকালে বিশেষজ্ঞদের ধারণা সত্যি করে সূচক 50 হাজারের গণ্ডি পার করে ৷

এমনিতেই লকডাউনের পরবর্তী সময়ে চাঙ্গা হচ্ছিল শেয়ার বাজার ৷ তাছাড়া দেশজুড়ে কোরোনা ভাইরাসের টিকাকরণ শুরু হওয়ায় ও সর্বোপরি অ্যামেরিকায় নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার পরই শেয়ারের সূচকে গতি আসে ৷ এছাড়া ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের 3.4 মিলিয়ন ডলারের ডিল সম্পন্ন হওয়ার পরই বাজারে এই গতি আসে ৷

মুম্বই, 21 জানুয়ারি : রেকর্ড গড়ল ভারতীয় শেয়ার মার্কেট ৷ প্রথমবারের জন্য মুম্বইয়ের স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্কের সূচক পেরিয়ে গেল 50 হাজারের গণ্ডি ৷ ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের চুক্তিকে সেবি মান্যতা দেওয়ার পরই এই উচ্চতায় পৌঁছে যায় সূচক ৷

আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সকাল 9টা 16 মিনিট নাগাদ এনএসই নিফটি 0.44 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় 14 হাজার 708-এ ৷ অন্যদিকে এস অ্যান্ড পি বিএসই সেনসেক্সের বেঞ্চমার্ক সূচক 0.45 শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 50,014.55 -তে ৷ শেয়ার বাজারের এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে যাওয়ায় খুশি লগ্নিকারীরা ৷

গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজারের সূচক ৷ তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, সেনসেক্সের সূচক 50 হাজারের উপরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ বৃহস্পতিবার সকালে বিশেষজ্ঞদের ধারণা সত্যি করে সূচক 50 হাজারের গণ্ডি পার করে ৷

এমনিতেই লকডাউনের পরবর্তী সময়ে চাঙ্গা হচ্ছিল শেয়ার বাজার ৷ তাছাড়া দেশজুড়ে কোরোনা ভাইরাসের টিকাকরণ শুরু হওয়ায় ও সর্বোপরি অ্যামেরিকায় নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার পরই শেয়ারের সূচকে গতি আসে ৷ এছাড়া ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের 3.4 মিলিয়ন ডলারের ডিল সম্পন্ন হওয়ার পরই বাজারে এই গতি আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.