ETV Bharat / business

রিলায়েন্স ইন্ডাস্ট্রির বাজার দর পেরিয়ে গেল 14 লক্ষ কোটি টাকা - মুকেশ আম্বানী

বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ারের দর হয়েছে 2 হাজার 250 টাকা ৷ যা আগের দরের থেকে 14.53 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

রিলায়েন্স ইন্ডাস্ট্রির বাজার দর পেরিয়ে গেল 14 লক্ষ কোটি টাকা
রিলায়েন্স ইন্ডাস্ট্রির বাজার দর পেরিয়ে গেল 14 লক্ষ কোটি টাকা
author img

By

Published : Jun 3, 2021, 4:35 PM IST

নয়াদিল্লি, 3 জুন : রিলায়েন্সের শেয়ারের দর পর পর সাতদিন ধরে বৃদ্ধি পেল ৷ বৃহস্পতিবার এই দর বৃদ্ধি পেয়ে 14 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ারের দর হল 2 হাজার 250 টাকা ৷ যা আগের দরের থেকে 14.53 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ সব মিলিয়ে ওই সংস্থার বাজার দর বৃহস্পতিবার পৌঁছাল 14 লক্ষ 4 হাজার 123.26 কোটি টাকায় ৷

সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানী জানিয়েছেন, রেকর্ড পরিমাণ তহবিল গড়া এবং ঋণ আগেই শোধ করার পর অনেক বেশি টাকা চলে আসায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যালেন্স শিট আরও শক্তিশালী হয়েছে ৷ এতে সংস্থার তিনটি শাখা জিও, রিটেল ও তেল থেকে কেমিক্যালের বৃদ্ধিতে সাহায্য করা অনেক সহজ হবে ৷

গতকাল, বুধবার সংস্থার সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট প্রকাশ পেয়েছে ৷ তার পরই মুকেশ আম্বানি এই কথা জানিয়েছেন ৷ আর তিনি এই কথা জানানোর পরদিনই আবার বৃদ্ধি পেল রিলায়েন্সের শেয়ারের দর ৷ যা ওই সংস্থার কাছে যথেষ্ট স্বস্তিদায়ক ৷

আরও পড়ুন : বাজারে সভরেন গোল্ড বন্ড ছাড়ল আরবিআই

নয়াদিল্লি, 3 জুন : রিলায়েন্সের শেয়ারের দর পর পর সাতদিন ধরে বৃদ্ধি পেল ৷ বৃহস্পতিবার এই দর বৃদ্ধি পেয়ে 14 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার রিলায়েন্সের শেয়ারের দর হল 2 হাজার 250 টাকা ৷ যা আগের দরের থেকে 14.53 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ সব মিলিয়ে ওই সংস্থার বাজার দর বৃহস্পতিবার পৌঁছাল 14 লক্ষ 4 হাজার 123.26 কোটি টাকায় ৷

সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানী জানিয়েছেন, রেকর্ড পরিমাণ তহবিল গড়া এবং ঋণ আগেই শোধ করার পর অনেক বেশি টাকা চলে আসায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যালেন্স শিট আরও শক্তিশালী হয়েছে ৷ এতে সংস্থার তিনটি শাখা জিও, রিটেল ও তেল থেকে কেমিক্যালের বৃদ্ধিতে সাহায্য করা অনেক সহজ হবে ৷

গতকাল, বুধবার সংস্থার সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট প্রকাশ পেয়েছে ৷ তার পরই মুকেশ আম্বানি এই কথা জানিয়েছেন ৷ আর তিনি এই কথা জানানোর পরদিনই আবার বৃদ্ধি পেল রিলায়েন্সের শেয়ারের দর ৷ যা ওই সংস্থার কাছে যথেষ্ট স্বস্তিদায়ক ৷

আরও পড়ুন : বাজারে সভরেন গোল্ড বন্ড ছাড়ল আরবিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.