ETV Bharat / business

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল SBI - SBI

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত সপ্তাহেই রেপো রেট কমিয়েছে ৷ রেপো রেটের হার প্রায় 135 বেসিস পয়েন্ট কমে ৷ এরপরই ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোর কথা ঘোষণা করা হল ৷

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল SBI
author img

By

Published : Oct 9, 2019, 5:58 PM IST

দিল্লি, 9 অক্টোবর : মধ্যবিত্তের জন্য ফের দুঃসংবাদ ৷ আজ সঞ্চয়ী আমানতে (সেভিংস অ্যাকাউন্ট) সুদের হার কমানোর কথা ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ৷ এছাড়াও স্টেট ব্যাঙ্কের তরফে বিশেষ ক্ষেত্রে স্থায়ী আমানতে (FD) সুদের হার কমানোর কথাও ঘোষণা করা হয়েছে ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত সপ্তাহেই রেপো রেট কমিয়েছে ৷ রেপো রেটের হার প্রায় 135 বেসিস পয়েন্ট কমে ৷ এরপরই ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোর কথা ঘোষণা করা হল ৷

SBI এতদিন পর্যন্ত সঞ্চয়ী আমানতে এক লাখ টাকা পর্যন্ত জমা রাখার ক্ষেত্রে 3.5 শতাংশ হারে সুদ দিত ৷ আজ ঘোষণা করা হয়েছে, সেই সুদের হার কমে দাঁড়াচ্ছে 3.25 শতাংশ ৷ 1 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে ৷ তবে এক লাখ টাকার উপরে সঞ্চয়ী আমানত বা সেভিংসের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে ৷

আরও পড়ুন : গৃহঋণে সুদের হার কমাল SBI, সুদের হার কমল স্থায়ী আমানতেও

স্থায়ী আমানত (FD)-এর ক্ষেত্রে শুধুমাত্র এক বছর থেকে দু বছরের মেয়াদের মধ্যে স্টেট ব্যাঙ্কে সুদের হার কমানো হয়েছে ৷ এক থেকে দু' বছরের মেয়াদি আমানতের (TD) ক্ষেত্রে রিটেল TD ও বাল্ক TD-এর হার যথাক্রমে 10 বেসিস পয়েন্ট ও 30 বেসিস পয়েন্ট করা হয়েছে ৷ মাসখানেক আগে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক ৷ দেশে আর্থিক বৃদ্ধির হার গত ছয় বছরে সব থেকে কম । এর জেরে সরকার এবং RBI দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে ।

দিল্লি, 9 অক্টোবর : মধ্যবিত্তের জন্য ফের দুঃসংবাদ ৷ আজ সঞ্চয়ী আমানতে (সেভিংস অ্যাকাউন্ট) সুদের হার কমানোর কথা ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ৷ এছাড়াও স্টেট ব্যাঙ্কের তরফে বিশেষ ক্ষেত্রে স্থায়ী আমানতে (FD) সুদের হার কমানোর কথাও ঘোষণা করা হয়েছে ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গত সপ্তাহেই রেপো রেট কমিয়েছে ৷ রেপো রেটের হার প্রায় 135 বেসিস পয়েন্ট কমে ৷ এরপরই ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে সুদের হার কমানোর কথা ঘোষণা করা হল ৷

SBI এতদিন পর্যন্ত সঞ্চয়ী আমানতে এক লাখ টাকা পর্যন্ত জমা রাখার ক্ষেত্রে 3.5 শতাংশ হারে সুদ দিত ৷ আজ ঘোষণা করা হয়েছে, সেই সুদের হার কমে দাঁড়াচ্ছে 3.25 শতাংশ ৷ 1 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে ৷ তবে এক লাখ টাকার উপরে সঞ্চয়ী আমানত বা সেভিংসের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে ৷

আরও পড়ুন : গৃহঋণে সুদের হার কমাল SBI, সুদের হার কমল স্থায়ী আমানতেও

স্থায়ী আমানত (FD)-এর ক্ষেত্রে শুধুমাত্র এক বছর থেকে দু বছরের মেয়াদের মধ্যে স্টেট ব্যাঙ্কে সুদের হার কমানো হয়েছে ৷ এক থেকে দু' বছরের মেয়াদি আমানতের (TD) ক্ষেত্রে রিটেল TD ও বাল্ক TD-এর হার যথাক্রমে 10 বেসিস পয়েন্ট ও 30 বেসিস পয়েন্ট করা হয়েছে ৷ মাসখানেক আগে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক ৷ দেশে আর্থিক বৃদ্ধির হার গত ছয় বছরে সব থেকে কম । এর জেরে সরকার এবং RBI দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে ।


New Delhi, Oct 09 (ANI): Union Minister of Minority Affairs Mukhtar Abbas Naqvi on October 9 said that life is getting normal in Jammu and Kashmir. "The people who are trying to create confusion have been unsuccessful. The people of Jammu, Kashmir and Ladakh are feeling the positive change," he further added. He also took a jibe on Congress party and said Congress party is confused about its future course of action.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.