ETV Bharat / business

40 হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স, নিফটি ছাড়াল 11,800 - market

জুলাই মাসের পর এই প্রথম বার 40 হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স ৷ এর ফলে ভারতী ইনফ্রাটেল, জ়ি এন্টারটেনমেন্ট, ইনফোসিস, ভারতী এয়ারটেল, নেসলে ইন্ডিয়া ও ITC লাভের মুখ দেখল ৷ লাভের মুখ দেখেছে বাজাজ অটো, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মাও ৷

40 হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স, নিফটি ছাড়াল 11,800
author img

By

Published : Oct 30, 2019, 1:58 PM IST

দিল্লি, 30 অক্টোবর : আর্থিক মন্দার কারণে গত কয়েকমাস ধরেই শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভাল নয় ৷ এরই মাঝে আজ (বুধবার) বাজার খুলতেই লগ্নিকারীদের জন্য সুখবর এল ৷ 40 হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স ৷

জুলাই মাসের পর এই প্রথম বার 40 হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স ৷ এর ফলে ভারতী ইনফ্রাটেল, জ়ি এন্টারটেনমেন্ট, ইনফোসিস, ভারতী এয়ারটেল, নেসলে ইন্ডিয়া ও ITC লাভের মুখ দেখল ৷ লাভের মুখ দেখেছে বাজাজ অটো, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মাও ৷

বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই BSE শেয়ার এক লাফে 250 পয়েন্ট বেড়ে যায় ৷ বিদেশি বিনিয়োগ এর একটা বড় কারণ বলেই মনে করা হচ্ছে ৷ BSE-র 30 শেয়ার সূচক এগিয়েছে 128.48 পয়েন্ট, NSE-এর ক্ষেত্রে তা 35.85 পয়েন্ট ৷

সেন্ট্রাম ব্রোকিংয়ের তরফে CEO সন্দীপ নায়ক বলেন, করকাঠামোর পুনর্বিন্যাস একটা বড় কারণ শেয়ার বাজার চাঙ্গা হওয়ার ৷ দীর্ঘমেয়াদি মূলধনী আয় (LTCG), সিকিউরিটিজ ট্রানজ়াকশন ট্যাক্স (STT), ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সের (DTT)-র মতো করগুলির প্রস্তাবিত পুনর্মূল্যায়ন দেশের লগ্নিকারীদের মনে আশার সঞ্চার করেছে ৷

দিল্লি, 30 অক্টোবর : আর্থিক মন্দার কারণে গত কয়েকমাস ধরেই শেয়ার বাজারের অবস্থা খুব একটা ভাল নয় ৷ এরই মাঝে আজ (বুধবার) বাজার খুলতেই লগ্নিকারীদের জন্য সুখবর এল ৷ 40 হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স ৷

জুলাই মাসের পর এই প্রথম বার 40 হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সেনসেক্স ৷ এর ফলে ভারতী ইনফ্রাটেল, জ়ি এন্টারটেনমেন্ট, ইনফোসিস, ভারতী এয়ারটেল, নেসলে ইন্ডিয়া ও ITC লাভের মুখ দেখল ৷ লাভের মুখ দেখেছে বাজাজ অটো, কোটাক ব্যাঙ্ক, সান ফার্মাও ৷

বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই BSE শেয়ার এক লাফে 250 পয়েন্ট বেড়ে যায় ৷ বিদেশি বিনিয়োগ এর একটা বড় কারণ বলেই মনে করা হচ্ছে ৷ BSE-র 30 শেয়ার সূচক এগিয়েছে 128.48 পয়েন্ট, NSE-এর ক্ষেত্রে তা 35.85 পয়েন্ট ৷

সেন্ট্রাম ব্রোকিংয়ের তরফে CEO সন্দীপ নায়ক বলেন, করকাঠামোর পুনর্বিন্যাস একটা বড় কারণ শেয়ার বাজার চাঙ্গা হওয়ার ৷ দীর্ঘমেয়াদি মূলধনী আয় (LTCG), সিকিউরিটিজ ট্রানজ়াকশন ট্যাক্স (STT), ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সের (DTT)-র মতো করগুলির প্রস্তাবিত পুনর্মূল্যায়ন দেশের লগ্নিকারীদের মনে আশার সঞ্চার করেছে ৷

Madurai (Tamil Nadu), Oct 30 (ANI): Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam paid floral tribute to Muthuramalinga Thevar's statue in Madurai on October 30. The event took place at Goripalayam area in Madurai. A group of leaders from various political parties were also present on this occasion. Today is the birth anniversary and also the death anniversary of freedom fighter Muthuramalinga Thevar. The incessant rains had also dampened the Thevar Jayanthi celebrations in Madurai.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.