ETV Bharat / business

স্বাধীনতার পর থেকে সবথেকে খারাপ আর্থিক পরিস্থিতি : রঘুরাম রাজন - রঘুরাম রাজন

অ্যামেরিকা ও ইউরোপের মতো দেশগুলি যেখানে অনায়াসে তাদের GDP-র দশ শতাংশ বেশি নির্দি্বধায় খরচ করতে পারে, সেখানে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছি ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 3:37 PM IST

দিল্লি, 6 এপ্রিল : কোরোনার জেরে স্বাধীনতার পর থেকে সবথেকে খারাপ আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ । এই মুহূর্তে সরকারের উচিত দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো । অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় খাতে খরচগুলি কমিয়ে আনা দরকার । এমনই মনে করছেন প্রাক্তন RBI প্রধান রঘুরাম রাজন ।

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে এক ব্লগে এই কথাই বলেছেন রঘুরাম রাজন । ব্লগে তিনি লিখেছেন, " দেশের দরিদ্রদের জন্য খরচ করাই এখন দেশের একমাত্র লক্ষ্য হওয়া উচিত । অ্যামেরিকা ও ইউরোপের মতো দেশগুলি যেখানে অনায়াসে তাদের GDP-র দশ শতাংশ বেশি নির্দি্বধায় খরচ করতে পারে, সেখানে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছি । "

এই মুহূর্তে দেশের উচিত, দরিদ্র ও বেতনভুক নয় এমন নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যাদের দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন তিনি । এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা প্রয়োজন । একইসঙ্গে যত দ্রুত সম্ভব কিছু সমাধানসূত্র বের করা দরকার বলেও মনে করছেন প্রাক্তন RBI প্রধান ।

দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর যখন সব রাজ্যগুলি নিজেদের নিজেদের সীমানা বন্ধ করে দিল, যান পরিবহন বন্ধ হয়ে গেল, তখন ভিনরাজ্যের শ্রমিকদের কী পরিস্থিতি হয়েছিল, তা এখনও স্পষ্ট । একের পর এক রাজ্য থেকে পায়ে হেটে ঘরে ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছিল বেশ কিছু ভিনরাজ্যের মানুষ । সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ংকর হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি ।

লকডাউন করে যে পাকাপাকিভাবে এই কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না, সেই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছিল বিশেষজ্ঞ মহলে । এবার তা নিয়ে বার্তা দিলেন রঘুরাম রাজনও । বললেন, "এভাবে গোটা দেশ বেশিদিন লকডাউন করে রাখা সম্ভব নয় ।" বরং অপেক্ষাকৃত কম সংক্রমিত এলাকাগুলিতে প্রয়োজনীয় সবরকম সতর্কতা নিয়ে আংশিকভাবে লকডাউন শিথিল করার দিকেই কেন্দ্রকে নজর দিতে বলে মনে করছেন প্রাক্তন RBI প্রধান ।

দিল্লি, 6 এপ্রিল : কোরোনার জেরে স্বাধীনতার পর থেকে সবথেকে খারাপ আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ । এই মুহূর্তে সরকারের উচিত দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো । অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় খাতে খরচগুলি কমিয়ে আনা দরকার । এমনই মনে করছেন প্রাক্তন RBI প্রধান রঘুরাম রাজন ।

দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে এক ব্লগে এই কথাই বলেছেন রঘুরাম রাজন । ব্লগে তিনি লিখেছেন, " দেশের দরিদ্রদের জন্য খরচ করাই এখন দেশের একমাত্র লক্ষ্য হওয়া উচিত । অ্যামেরিকা ও ইউরোপের মতো দেশগুলি যেখানে অনায়াসে তাদের GDP-র দশ শতাংশ বেশি নির্দি্বধায় খরচ করতে পারে, সেখানে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে বিশাল অঙ্কের রাজস্ব ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছি । "

এই মুহূর্তে দেশের উচিত, দরিদ্র ও বেতনভুক নয় এমন নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ, যাদের দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন তিনি । এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা প্রয়োজন । একইসঙ্গে যত দ্রুত সম্ভব কিছু সমাধানসূত্র বের করা দরকার বলেও মনে করছেন প্রাক্তন RBI প্রধান ।

দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর যখন সব রাজ্যগুলি নিজেদের নিজেদের সীমানা বন্ধ করে দিল, যান পরিবহন বন্ধ হয়ে গেল, তখন ভিনরাজ্যের শ্রমিকদের কী পরিস্থিতি হয়েছিল, তা এখনও স্পষ্ট । একের পর এক রাজ্য থেকে পায়ে হেটে ঘরে ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছিল বেশ কিছু ভিনরাজ্যের মানুষ । সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ংকর হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি ।

লকডাউন করে যে পাকাপাকিভাবে এই কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না, সেই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছিল বিশেষজ্ঞ মহলে । এবার তা নিয়ে বার্তা দিলেন রঘুরাম রাজনও । বললেন, "এভাবে গোটা দেশ বেশিদিন লকডাউন করে রাখা সম্ভব নয় ।" বরং অপেক্ষাকৃত কম সংক্রমিত এলাকাগুলিতে প্রয়োজনীয় সবরকম সতর্কতা নিয়ে আংশিকভাবে লকডাউন শিথিল করার দিকেই কেন্দ্রকে নজর দিতে বলে মনে করছেন প্রাক্তন RBI প্রধান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.