ETV Bharat / business

কোরোনায় ধস শেয়ার বাজারে, ঘুরে দাড়াচ্ছে ইয়েস ব্যাঙ্ক - ঘুরে দাড়াচ্ছে ইয়েস ব্যাঙ্ক

আজ থেকে ফের পুরোদমে ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে ইয়েস ব্যাঙ্কে ৷ শেয়ার বাজারে আজ সকাল থেকেই ঘুরে দাঁড়িয়েছে ইয়েস ব্যাঙ্কের সূচক ৷ শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 18, 2020, 12:33 PM IST

মুম্বই, 18 মার্চ : কোরোনার আতঙ্কে ধসের মুখে শেয়ার বাজার ৷ আজ সকালে শেয়ার বাজার খোলার শুরু থেকেই ইকুইটি সূচক ছিল নিচের দিকে ৷ আজ সকাল 10.15 মিনিটে BSE সূচক 468 পয়েন্ট পড়ে যায় ৷ বাজার খোলার সঙ্গে সঙ্গেই 1.53 শতাংশ কমে সেনসেক্সের সূচক দাঁড়ায় 30,112 ৷ নিফটিও কমেছে 112 পয়েন্ট৷ 1.25 শতাংশ কমে নিফটির সূচক দাঁড়ায় 8,855 ৷ নিফটি ফিনানশিয়াল সার্ভিসে কমেছে 2.2 শতাংশ ৷ অটোমোবাইলস কমেছে 1.4 শতাংশ ও FMCG পরিষেবায় কমেছে 0.09 শতাংশ ৷

ধস পড়েছে একাধিক বেসরকারি ব্যাঙ্কের শেয়ারেও ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কে শেয়ার কমেছে 5.28 শতাংশ ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার কমেছে 5.5 শতাংশ ৷ কোটাক মাহিন্দ্রায় ও ICICI ব্যাঙ্কের শেয়ার কমেছে যথাক্রমে 3.9 শতাংশ ও 3.5 শতাংশ ৷ এছাড়াও ধস নেমেছে বাজাজ ফিন্যান্স, টাইটান, ভারত পেট্রোলিয়াম ও হিরো মোটোকর্পের মতো সংস্থাগুলিতেও ৷

আজ থেকে ফের পুরোদমে ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে ইয়েস ব্যাঙ্কে ৷ শেয়ার বাজারে আজ সকাল থেকেই ঘুরে দাঁড়িয়েছে ৷ শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী ৷ সকাল থেকে 26.7 শতাংশ বেড়ে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের মূল্য দাঁড়িয়েছে 74.35 টাকা প্রতি শেয়ার ৷

মুম্বই, 18 মার্চ : কোরোনার আতঙ্কে ধসের মুখে শেয়ার বাজার ৷ আজ সকালে শেয়ার বাজার খোলার শুরু থেকেই ইকুইটি সূচক ছিল নিচের দিকে ৷ আজ সকাল 10.15 মিনিটে BSE সূচক 468 পয়েন্ট পড়ে যায় ৷ বাজার খোলার সঙ্গে সঙ্গেই 1.53 শতাংশ কমে সেনসেক্সের সূচক দাঁড়ায় 30,112 ৷ নিফটিও কমেছে 112 পয়েন্ট৷ 1.25 শতাংশ কমে নিফটির সূচক দাঁড়ায় 8,855 ৷ নিফটি ফিনানশিয়াল সার্ভিসে কমেছে 2.2 শতাংশ ৷ অটোমোবাইলস কমেছে 1.4 শতাংশ ও FMCG পরিষেবায় কমেছে 0.09 শতাংশ ৷

ধস পড়েছে একাধিক বেসরকারি ব্যাঙ্কের শেয়ারেও ৷ ইন্ডাসইন্ড ব্যাঙ্কে শেয়ার কমেছে 5.28 শতাংশ ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার কমেছে 5.5 শতাংশ ৷ কোটাক মাহিন্দ্রায় ও ICICI ব্যাঙ্কের শেয়ার কমেছে যথাক্রমে 3.9 শতাংশ ও 3.5 শতাংশ ৷ এছাড়াও ধস নেমেছে বাজাজ ফিন্যান্স, টাইটান, ভারত পেট্রোলিয়াম ও হিরো মোটোকর্পের মতো সংস্থাগুলিতেও ৷

আজ থেকে ফের পুরোদমে ব্যাঙ্কিং পরিষেবা চালু হবে ইয়েস ব্যাঙ্কে ৷ শেয়ার বাজারে আজ সকাল থেকেই ঘুরে দাঁড়িয়েছে ৷ শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী ৷ সকাল থেকে 26.7 শতাংশ বেড়ে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের মূল্য দাঁড়িয়েছে 74.35 টাকা প্রতি শেয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.