ETV Bharat / business

প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী কোথায়? প্রশ্ন বিরোধীদের - union budget 2020

গতকাল কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ।

nirmala
নির্মলা
author img

By

Published : Jan 10, 2020, 8:50 AM IST

দিল্লি, 10 জানুয়ারি : কেন্দ্রের প্রাক-বাজেট আলোচনা বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আলোচনা হয়েছে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে । কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না স্বয়ং অর্থমন্ত্রী, যা ইতিমধ্যে জল্পনা তৈরি করেছে বিরোধীমহলে । দুই পক্ষের মধ্যে চলেছে টুইট চালাচালি ।

গতকাল কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । বাজেট ইশুতে সোমবার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানেও অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ।

প্রধানমন্ত্রী মোদি 40 জন অর্থনীতিবিদ, শিল্পপতি, অভিজ্ঞ ব্যক্তি, ব্যাঙ্ককর্মীদের সঙ্গে আলোচনা করেন । কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য, ক্রেডিট গ্রোথ নিয়ে আলোচনা হয় দু ঘণ্টার বৈঠকে । পরে নির্মলা সীতারমন BJP- প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়েছেন ।

নির্মলা সীতারমনের অনুপস্থিতিকে নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস । কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়, 'একজন মহিলার কাজ করার জন্য কতজন পুরুষের প্রয়োজন?' সেই টুইটের উত্তর দিয়েছে অর্থমন্ত্রীর অফিস । টুইট করে লেখা হয়, 'স্যার, মন্ত্রীরা অভিজ্ঞ ব্যক্তি, অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন । তিনিও বাজেটের আগে বিভিন্ন প্রয়োজনীয় বৈঠক করছেন ।'

দিল্লি, 10 জানুয়ারি : কেন্দ্রের প্রাক-বাজেট আলোচনা বৈঠকে অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । কেন্দ্রীয় বাজেট নিয়ে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আলোচনা হয়েছে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে । কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না স্বয়ং অর্থমন্ত্রী, যা ইতিমধ্যে জল্পনা তৈরি করেছে বিরোধীমহলে । দুই পক্ষের মধ্যে চলেছে টুইট চালাচালি ।

গতকাল কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে দেশের সেরা অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে । বাজেট ইশুতে সোমবার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানেও অর্থমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে ।

প্রধানমন্ত্রী মোদি 40 জন অর্থনীতিবিদ, শিল্পপতি, অভিজ্ঞ ব্যক্তি, ব্যাঙ্ককর্মীদের সঙ্গে আলোচনা করেন । কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য, ক্রেডিট গ্রোথ নিয়ে আলোচনা হয় দু ঘণ্টার বৈঠকে । পরে নির্মলা সীতারমন BJP- প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়েছেন ।

নির্মলা সীতারমনের অনুপস্থিতিকে নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস । কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়, 'একজন মহিলার কাজ করার জন্য কতজন পুরুষের প্রয়োজন?' সেই টুইটের উত্তর দিয়েছে অর্থমন্ত্রীর অফিস । টুইট করে লেখা হয়, 'স্যার, মন্ত্রীরা অভিজ্ঞ ব্যক্তি, অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন । তিনিও বাজেটের আগে বিভিন্ন প্রয়োজনীয় বৈঠক করছেন ।'

New Delhi, Jan 10 (ANI): The origin of Malaria infection has finally been revealed. A new study has come up with the data that can aggravate the treatment of the complex infection. According to Professor Ian Cheeseman from Texas Biomedical Research Institute, "We don't know what is inside malaria infections, or how many different genetically distinct strains of parasites there are. We don't know how related they are to each other. We don't know how many mosquitoes they came from." He was the Principal Investigator of a three-year study which got published at the latest edition of Cell Hostand Microbe, a high-impact peer-reviewed publication. The common fact about the disease is that the parasites carried and spread by Anopheles mosquito bites are behind the infectious disease. But to know further, Cheeseman and his teammates used advanced technology to create single-cell genome sequencing. As a result, a new scenario came to the forefront describing how frequent are the chances to get infected by the mosquito bites. The study was carried out on blood samples donated by Chikhwawa residents. The area is infamous for its high mosquito count. Surprisingly the researchers found that all the infections came particularly from a single mosquito bite. "Complex malaria infections are majorly caused by a single mosquito bite transmitting many genetically diverse but related parasites into the bloodstream of a patient," Dr. Standwell Nkhoma, lead author on the study and a Malawian national, mentioned. This revelation would enable experts to restrict the mosquitoes from spreading the infection effectively and extensively. The major limitation of controlling malaria has been the defense against the spread of antimalarial medication. Efficient models to deal with such issues can be built on the basis of the newest addition to the available data. Malaria afflicts more or less 200 million from across the globe per year and proves fatal to more than 400,000 people, of whom most are children, according to the World Health Organization. "Any of our initiatives to understand this fatal parasite will make an enormous impact," Dr Cheeseman concluded.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.