ETV Bharat / business

ডিসেম্বর পর্যন্ত 40 শতাংশ কর্মীর 5-20 শতাংশ বেতন কাটবে ভিস্তারা

author img

By

Published : Jun 30, 2020, 6:04 PM IST

COVID-19 প্যানডেমিকে ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্সগুলি । তার মধ্যে রয়েছে ভিস্তারাও । আজ ভিস্তারার তরফে জানানো হয়েছে, 40 শতাংশ কর্মীর পাঁচ থেকে 20 শতাংশ পর্যন্ত বেতন কাটা হবে ।

vistara
vistara

দিল্লি, 30জুন : কোরোনা ভাইরাস প্যানডেমিকেক্ষতিগ্রস্ত ভারতের এয়ারলাইন্সগুলি ।ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সে কর্মীদের বেতনেসেই প্রভাব পড়েছে । এইবার ভিস্তারাও । ভিস্তারা এয়ারলাইন্সের মোট কর্মীর 40 শতাংশর পাঁচ থেকে 20 শতাংশ পর্যন্ত বেতন কাটা হবে বলে আজভিস্তারার তরফে ঘোষণা করা হয় ।

যদিওসব কর্মীর কাটা হচ্ছে না বেতন, এই বিষয় ভিস্তারার তরফে স্পষ্ট জানানো হয়েছে । ভিস্তারার একমুখপাত্র বলেন, “বেতনকাটার ফলে উপর আমাদের 60 শতাংশকর্মীর কোনও প্রভাব পড়বে না ।

আজভিস্তারার CEO কর্মীদেরই-মেল পাঠিয়ে বেতনের অংশ কাটার বিষয়ে জানান । ই-মেলে উল্লেখ করা হয়,“2020-1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 20 শতাংশ বেতন কাটা হবে । লেভেল 5 এবং 4-র ক্ষেত্রে 15 শতাংশ বেতন কাটা হবে । লেভেল 3 2 এবং লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদেরক্ষেত্রে লেভেল 1সি ও 2-এর কাটা হবে 10 শতাংশ বেতন । লেভেল 1-র পাঁচ শতাংশ বেতন কাটা হবে । যাদেরমাসিক উপার্জন 50,000 বাতার বেশি, তাদেরক্ষেত্রেই এই পাঁচ থেকে 20 শতাংশবেতন কাটা হচ্ছে ।

পাইলটদেরক্ষেত্রে মাসিক ফ্লাইয়িং অ্যালাওয়েন্স কমানো হয়েছিল । জুলাই থেকে ডিসেম্বর পর্যন্তসেই অ্যালাওয়েন্স কমই থাকবে । COVID-19-র জেরে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের আর্থিকঅবস্থানে খারাপ প্রভাব পড়েছে । ক্ষতিগ্রস্ত তাদের ব্যবসা । দীর্ঘদিন ঘরোয়া উড়ানবন্ধ ছিল, এখনওশুরু হয়নি আন্তর্জাতিক বিমান পরিষেবা । অন্তর্দেশীয় উড়ান চালু হলেও সেইভাবেযাতায়াত শুরু করেননি মানুষ । ফলে সব মিলিয়ে এক আর্থিক ক্ষতির মুখে এয়ারলাইন্স । COVID-19-র আগের পর্যায়ে সম্পূর্ণভাবে ফেরারজন্য সময় লাগবে বলে ভিস্তারার তরফে জানানো হয়েছে ।

দিল্লি, 30জুন : কোরোনা ভাইরাস প্যানডেমিকেক্ষতিগ্রস্ত ভারতের এয়ারলাইন্সগুলি ।ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সে কর্মীদের বেতনেসেই প্রভাব পড়েছে । এইবার ভিস্তারাও । ভিস্তারা এয়ারলাইন্সের মোট কর্মীর 40 শতাংশর পাঁচ থেকে 20 শতাংশ পর্যন্ত বেতন কাটা হবে বলে আজভিস্তারার তরফে ঘোষণা করা হয় ।

যদিওসব কর্মীর কাটা হচ্ছে না বেতন, এই বিষয় ভিস্তারার তরফে স্পষ্ট জানানো হয়েছে । ভিস্তারার একমুখপাত্র বলেন, “বেতনকাটার ফলে উপর আমাদের 60 শতাংশকর্মীর কোনও প্রভাব পড়বে না ।

আজভিস্তারার CEO কর্মীদেরই-মেল পাঠিয়ে বেতনের অংশ কাটার বিষয়ে জানান । ই-মেলে উল্লেখ করা হয়,“2020-1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 20 শতাংশ বেতন কাটা হবে । লেভেল 5 এবং 4-র ক্ষেত্রে 15 শতাংশ বেতন কাটা হবে । লেভেল 3 2 এবং লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদেরক্ষেত্রে লেভেল 1সি ও 2-এর কাটা হবে 10 শতাংশ বেতন । লেভেল 1-র পাঁচ শতাংশ বেতন কাটা হবে । যাদেরমাসিক উপার্জন 50,000 বাতার বেশি, তাদেরক্ষেত্রেই এই পাঁচ থেকে 20 শতাংশবেতন কাটা হচ্ছে ।

পাইলটদেরক্ষেত্রে মাসিক ফ্লাইয়িং অ্যালাওয়েন্স কমানো হয়েছিল । জুলাই থেকে ডিসেম্বর পর্যন্তসেই অ্যালাওয়েন্স কমই থাকবে । COVID-19-র জেরে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের আর্থিকঅবস্থানে খারাপ প্রভাব পড়েছে । ক্ষতিগ্রস্ত তাদের ব্যবসা । দীর্ঘদিন ঘরোয়া উড়ানবন্ধ ছিল, এখনওশুরু হয়নি আন্তর্জাতিক বিমান পরিষেবা । অন্তর্দেশীয় উড়ান চালু হলেও সেইভাবেযাতায়াত শুরু করেননি মানুষ । ফলে সব মিলিয়ে এক আর্থিক ক্ষতির মুখে এয়ারলাইন্স । COVID-19-র আগের পর্যায়ে সম্পূর্ণভাবে ফেরারজন্য সময় লাগবে বলে ভিস্তারার তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.